Advertisement
১৫ নভেম্বর ২০২৫
Baek Se-hee

‘আমি মৃত্যু চাই, তকবোওকিও খেতে চাই’, ৩৫ বছরেই হারিয়ে গেলেন লেখিকা, রেখে গেলেন ভাল থাকার বই

বিষণ্ণতা গ্রাস করেছিল বহু দিন। মৃত্যুর অপেক্ষায় দিন গুনতেন, তবুও মনের মধ্যে ইচ্ছে ছিল বেঁচে থাকার। কিন্তু তা আর হল না। অকালেই চলে গেলেন লেখিকা বেক সিহি। যাওয়ার আগে করে গেলেন অঙ্গদান।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:৪১
Share: Save:
০১ ১৮
Baek Se-hee

বেক সিহি, তরতাজা একটি প্রাণ। মাত্র ৩৫ বছরেই চলে গেলেন পৃথিবী ছেড়ে। এ যেন ‘ডিয়ার জ়িন্দেগি’র গল্পের মতো। যদিও বেকের জীবনে সিনেমার মতো আর ‘হ্যাপি এন্ডিং’ হল না!

০২ ১৮
Baek Se-hee

বেক দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক। যিনি মনের অসুখ সারাতে সাহায্য নিয়েছিলেন চিকিৎসকের। মনের মধ্যে লুকিয়ে থাকা সব দুঃখ-কষ্টের কথা ভাগ করে নিয়েছিলেন মনোবিজ্ঞানীর সঙ্গে। তবে ওইটুকুতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। শত শত মানুষকে বাঁচার অনুপ্রেরণা দিতে লিখে গিয়েছেন বইও।

০৩ ১৮
Baek Se-hee

বেকের বইয়ের নামটিই সকলের মনে আলোড়ন ফেলে দিয়েছে। তাঁর বইয়ের নাম, ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট তকবোওকি’। অর্থাৎ ‘আমি মৃত্যু চাই, কিন্তু তকবোওকি খেতেও চাই’। বইয়ের ভেতরেও রয়েছে এই বিশেষ বাক্যটি।

০৪ ১৮
Baek Se-hee

কোরিয়ান একটি পদ তকবোওকির কথা উল্লেখ করেছেন বেক। তবে বেকের এই লেখা থেকে সাহিত্যপ্রেমীরা উপলব্ধি করেন, তিনি এক দিকে যেমন আত্মহত্যাপ্রবণ ছিলেন, তেমনই অন্য দিকে ভাল থাকার রসদগুলিও খুঁজে পেতে চাইতেন।

০৫ ১৮
Baek Se-hee

বইয়ের প্রতিটি লাইন বলে দেয় কী ভাবে এক জন মানুষ প্রতি দিন বিষণ্ণতার সঙ্গে লড়াই করছেন। ২০১৮ সালে প্রকাশিত এই বইটি এখনও পর্যন্ত ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, বিশ্ব জুড়ে বইটি নাকি ১০ লক্ষেরও বেশি মানুষ কিনেছেন।

০৬ ১৮
Baek Se-hee

দক্ষিণ কোরিয়ার সাহিত্যজগতে বেশ আলোচিত নাম বেক সিহি। তাঁর আত্মজীবনীর সুবাদেই এই পরিচিতি। এটি শুধু একটি বই-ই নয়, এটি সেই সব বিষণ্ণ মানুষদের জন্য আশার আলো, যারা ক্রমশ একাকিত্বের গহ্বরে তলিয়ো যাচ্ছেন।

০৭ ১৮
Baek Se-hee

এক বছর আগে পর্যন্তও বেক সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন। নিয়মিত না হলেও মাঝেমধ্যেই নানা রকম ছবি পোস্ট করতেন। ইনস্টাগ্রামে তাঁর শেষ পোস্ট নিজের বইকে নিয়েই।

০৮ ১৮
Baek Se-hee

বইটির ইংরেজি সংস্করণের প্রচ্ছদে দু’ভাগে রয়েছে সবুজ এবং হালকা গোলাপি রং। প্রচ্ছদটি এমন ভাবে আঁকা যেন মনে হচ্ছে নীচের গোলাপি অংশটি খাবার টেবিল। সেখানে রাখা আছে খাবার। সেই খাবারের সামনে চপস্টিক হাতে মাথা এলিয়ে বসে রয়েছে একটি মেয়ে। বিষণ্ণ চোখে তাকিয়ে রয়েছে খাবারের দিকে। মেয়েটির ছবি যেন বেকের মনের অবস্থাই জানান দিচ্ছে।

০৯ ১৮
Baek Se-hee

প্রচ্ছদের উপরে সবুজ অংশে লেখা বইয়ের নাম। লেখিকা এবং অনুবাদকের নামও আছে সেখানেই। পাশে রয়েছে একটি গোলাপিরঙা বৃত্ত। তার ভেতরে লেখা, ‘মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরবর্তী কথোপকথন’। এই ছবিটি পোস্ট করার বছরখানেক পরই এল সবচেয়ে খারাপ খবরটি।

১০ ১৮
Baek Se-hee

চলতি বছরের ১৭ অক্টোবর মৃত্যু হয়েছে বেকের। জীবনের ৩৫ বছর অতিক্রম করলেও আর লড়াই চালিয়ে যেতে পারলেন না। কোরিয়া অর্গান অ্যান্ড টিস্যু ডোনেশান এজেন্সির তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

১১ ১৮
Baek Se-hee

বেক তাঁর হৃদ্‌যন্ত্র, ফুসফুস, লিভার ও দু’টি কিডনি দান করেছেন। তা দিয়ে আরও পাঁচ জনের প্রাণ বাঁচবে বলেই মনে করছে ওই এজেন্সি। দীর্ঘ দিন বিষণ্ণতার রোগে ভুগলেও বেকের মৃত্যুর সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেনি এই সংস্থা।

১২ ১৮
Baek Se-hee

বেকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনে সংস্থার পরিচালক লি সাম ইয়ল বলেন, “জীবনের শেষ মুহূর্তেও বেক যে ভালবাসা ও আশার বার্তা ছড়িয়েছেন, তা অন্যদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে।”

১৩ ১৮
Baek Se-hee

১৯৯০ সালে গিয়ংগি প্রদেশের গোইয়াং শহরে বেকের জন্ম। ছোট থেকেই পড়াশোনায় বেশ ভাল ছিলেন বেক। লেখালিখি তাঁর সবচেয়ে পছন্দের জায়গা ছিল। পড়াশোনা শেষের পর এক প্রকাশনা সংস্থায় কাজও করেছেন দীর্ঘ পাঁচ বছর।

১৪ ১৮
Baek Se-hee

চাকরি করাকালীন ধীরে ধীরে মনের অসুখ গ্রাস করতে থাকে বেককে। ‘ডিসথাইমিয়া’ নামক দীর্ঘস্থায়ী বিষণ্ণতার অসুখ ধরা পড়ে তাঁর। এই রোগের ফলে মানুষের মনের মধ্যে ধীরে ধীরে বিষণ্ণতা বাসা বাঁধে।

১৫ ১৮
Baek Se-hee

তিনি যে ‘ডিসথাইমিয়া’র শিকার, সে কথা বেক নিজেই বুঝতে পেরেছিলেন। তাই খুব একটা দেরি করেননি আর। ছুটে গিয়েছিলেন মনের ডাক্তারের কাছে। দীর্ঘ দিন চিকিৎসা চলেছিল।

১৬ ১৮
Baek Se-hee

চিকিৎসাধীন থাকাকালীন চলা জীবন সংগ্রাম নিয়ে বইটি লেখা। সমাজমাধ্যমেও টুকটাক ভাগ করতেন সে সব কথা। ইংরেজি সংস্করণেটির ছবি সমাজমাধ্যমে বেক প্রকাশ করেছিলেন ২০২৪ সালের ১৮ মে। নিজের ভাষায় শিরোনামে লিখেছিলেন ‘বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে ৬ জুন! সবাই ভালবাসবেন আশা করি।’ লেখার সঙ্গে ‘ইমোজি’ও দিয়েছিলেন তিনি।

১৭ ১৮
Baek Se-hee

ওটিই সমাজমাধ্যমে তাঁর শেষ পোস্ট। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১৪ হাজারের বেশি। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মনখারাপ অনুরাগীদের।

১৮ ১৮
Baek Se-hee

কেউ লিখেছেন, ‘‘প্রতি বার আপনার আত্মজীবনী পড়লে গভীর শান্তি পেতাম এবং বাঁচার কারণ খুঁজে পেতাম।’’ আবার কেউ লেখেন, ‘‘এই এক বছর তোমার বই পড়েই ভাল আছি, জীবনকে অন্য ভাবে দেখা শুরু করেছি।’’ অনুরাগীদের লেখাগুলি থেকে একটি বিষয় স্পষ্ট, বেক শুধু এক জন লেখিকাই নন, তিনি বহু মানুষের বেঁচে থাকার কারণ।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy