Advertisement
০৫ মে ২০২৪
Mumbai Indians

নো বলে জিতেছিল কেকেআর, সেই ‘নো বল’ কি হারাল বিরাটদের?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ রানে হারিয়ে এ বছরের আইপিএলের প্রথম জয় পেল মুম্বই। বিরাট বাহিনী হেরে যাওয়ার আসল কারণটা ঠিক কী?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৮:০৭
Share: Save:
০১ ১১
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ রানে হারিয়ে এ বছরের আইপিএলের প্রথম জয় পেল মুম্বই। ডেভিলিয়ার্স, বিরাটের ভাল ইনিংসের পরেও আরসিবির হারের আসল কারণ কী?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ রানে হারিয়ে এ বছরের আইপিএলের প্রথম জয় পেল মুম্বই। ডেভিলিয়ার্স, বিরাটের ভাল ইনিংসের পরেও আরসিবির হারের আসল কারণ কী?

০২ ১১
বিশ্বসেরা ডেথ বোলারদের অন্যতম বুমরা ১৯ তম ওভারে মাত্র পাঁচ রান দেন। তাঁর এই ওভারেই জয়ের রাস্তায় অনেকটাই পিছিয়ে পড়ে আরসিবি। এগিয়ে যায় মুম্বই।

বিশ্বসেরা ডেথ বোলারদের অন্যতম বুমরা ১৯ তম ওভারে মাত্র পাঁচ রান দেন। তাঁর এই ওভারেই জয়ের রাস্তায় অনেকটাই পিছিয়ে পড়ে আরসিবি। এগিয়ে যায় মুম্বই।

০৩ ১১
বুমরা বল করতে এসে বিরাটকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া মুম্বইয়ের জয়ের একটা বড় কারণ।

বুমরা বল করতে এসে বিরাটকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া মুম্বইয়ের জয়ের একটা বড় কারণ।

০৪ ১১
স্লগ ওভারে দুরন্ত বোলিং এবং ২০ রানে ৩ উইকেট নিয়েছেন বুমরা।

স্লগ ওভারে দুরন্ত বোলিং এবং ২০ রানে ৩ উইকেট নিয়েছেন বুমরা।

০৫ ১১
মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৩৩ বলে ৪৮ রান করেছেন এদিন। জয়ের এক জন নায়ক তিনিও।

মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৩৩ বলে ৪৮ রান করেছেন এদিন। জয়ের এক জন নায়ক তিনিও।

০৬ ১১
লেগস্পিনার যুজবেন্দ্র চহালের দাপট সামলে ১৮৭ রান তোলে মুম্বই। যুবরাজ, পোলার্ড-সহ চার উইকেট নেন চহাল।

লেগস্পিনার যুজবেন্দ্র চহালের দাপট সামলে ১৮৭ রান তোলে মুম্বই। যুবরাজ, পোলার্ড-সহ চার উইকেট নেন চহাল।

০৭ ১১
১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে আরসিবির দরকার ছিল ১৭ রান৷ শেষ বলে কোহালিদের প্রয়োজন ছিল ৭ রান। ম্যাচের শেষ বলে মাত্র এক রান খরচ করে মুম্বইকে ম্যাচ জেতালেন লাসিথ মালিঙ্গা।

১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে আরসিবির দরকার ছিল ১৭ রান৷ শেষ বলে কোহালিদের প্রয়োজন ছিল ৭ রান। ম্যাচের শেষ বলে মাত্র এক রান খরচ করে মুম্বইকে ম্যাচ জেতালেন লাসিথ মালিঙ্গা।

০৮ ১১
মালিঙ্গার ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাই এগিয়ে দিয়েছে মুম্বইকে। শেষ ওভারে তিনি দিয়েছেন মাত্র ১০ রান। 

মালিঙ্গার ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাই এগিয়ে দিয়েছে মুম্বইকে। শেষ ওভারে তিনি দিয়েছেন মাত্র ১০ রান। 

০৯ ১১
বুধবার ইডেনে নো বলের জন্য আন্দ্রে রাসেলের আউট বাতিল হওয়াটা জয়ের টার্নিং পয়েন্ট ছিল কেকেআরের। মুম্বইয়ের ম্যাচেও জয়ের টার্নিং পয়েন্ট সেই ‘নো বল’, বলা যেতেই পারে এমনটা।

বুধবার ইডেনে নো বলের জন্য আন্দ্রে রাসেলের আউট বাতিল হওয়াটা জয়ের টার্নিং পয়েন্ট ছিল কেকেআরের। মুম্বইয়ের ম্যাচেও জয়ের টার্নিং পয়েন্ট সেই ‘নো বল’, বলা যেতেই পারে এমনটা।

১০ ১১
বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লাসিথ মালিঙ্গার শেষ বল আম্পায়ার ‘নো’ ডাকলে জিততেও পারত বেঙ্গালুরু। তবে তা না হওয়ায় মুম্বইয়ের জয়ের পথ প্রশস্ত হয়।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লাসিথ মালিঙ্গার শেষ বল আম্পায়ার ‘নো’ ডাকলে জিততেও পারত বেঙ্গালুরু। তবে তা না হওয়ায় মুম্বইয়ের জয়ের পথ প্রশস্ত হয়।

১১ ১১
ম্যাচের শেষ বলটা করতে গিয়ে লাসিথ মালিঙ্গার পা ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তা আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। যা টিভি রিপ্লে-য় ধরা পড়ে। যা নিয়ে ম্যাচের শেষে ক্ষোভ উগড়ে দেন বিরাট।

ম্যাচের শেষ বলটা করতে গিয়ে লাসিথ মালিঙ্গার পা ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তা আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। যা টিভি রিপ্লে-য় ধরা পড়ে। যা নিয়ে ম্যাচের শেষে ক্ষোভ উগড়ে দেন বিরাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE