Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

আমদাবাদে সচিন, ট্রেন্ট ব্রিজে বিরাট, ২ ইনিংসে মিল দেখলে চমকে যাবেন

ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে বিরাটের ইনিংস ১৭ বছর আগের সচিনের একটি ইনিংসের স্মৃতি উস্কে দিয়েছে। ঘটনাচক্রে সে দিনও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সচিনের সেই ইনিংস, আর বিরাটের এই ইনিংসে অদ্ভুত কিছু মিল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ১৭:২২
Share: Save:
০১ ০৬
ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে বিরাটের ইনিংস ১৭ বছর আগের সচিনের একটি  ইনিংসের স্মৃতি উস্কে দিয়েছে। ঘটনাচক্রে সে দিনও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সচিনের সেই ইনিংস, আর বিরাটের এই ইনিংসে অদ্ভুত কিছু মিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে বিরাটের ইনিংস ১৭ বছর আগের সচিনের একটি ইনিংসের স্মৃতি উস্কে দিয়েছে। ঘটনাচক্রে সে দিনও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সচিনের সেই ইনিংস, আর বিরাটের এই ইনিংসে অদ্ভুত কিছু মিল।

০২ ০৬
২০০১-এ ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সে বছর আমদাবাদে দ্বিতীয় টেস্টে সচিন ১০৩ রান করেন ১৯৩ বলে। ঘটনাচক্রে ট্রেন্ট ব্রিজেও বিরাট হুবহু একই রান করেছেন। শুধু তাই নয়, বলের সংখ্যাটাও এক!

২০০১-এ ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সে বছর আমদাবাদে দ্বিতীয় টেস্টে সচিন ১০৩ রান করেন ১৯৩ বলে। ঘটনাচক্রে ট্রেন্ট ব্রিজেও বিরাট হুবহু একই রান করেছেন। শুধু তাই নয়, বলের সংখ্যাটাও এক!

০৩ ০৬
আমদাবাদ টেস্টে চার নম্বরে ব্যাট করতে নামেন সচিন। ট্রেন্ট ব্রিজে চার নম্বরে ব্যাট করতে নামেন বিরাট। আমদাবাদে ওপেনিং জুটি আউট হওয়ার পর ব্যাট করতে এসে সেঞ্চুরি করেন সচিন। টেন্টব্রিজে বিরাটের ভূমিকাও ছিল হুবহু এক।

আমদাবাদ টেস্টে চার নম্বরে ব্যাট করতে নামেন সচিন। ট্রেন্ট ব্রিজে চার নম্বরে ব্যাট করতে নামেন বিরাট। আমদাবাদে ওপেনিং জুটি আউট হওয়ার পর ব্যাট করতে এসে সেঞ্চুরি করেন সচিন। টেন্টব্রিজে বিরাটের ভূমিকাও ছিল হুবহু এক।

০৪ ০৬
সচিন এবং বিরাট দু’জনের ক্ষেত্রেই তাঁদের পার্টনাররা হাফ সেঞ্চুরি করেন। লক্ষ্মণ করেছিলেন ৭৫ রান এবং ট্রেন্ট ব্রিজে পূজারা করেন ৭২ রান।

সচিন এবং বিরাট দু’জনের ক্ষেত্রেই তাঁদের পার্টনাররা হাফ সেঞ্চুরি করেন। লক্ষ্মণ করেছিলেন ৭৫ রান এবং ট্রেন্ট ব্রিজে পূজারা করেন ৭২ রান।

০৫ ০৬
আমদাবাদ টেস্টে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছিলেন সচিন। ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি থেকে ২ রান দূরে ছিলেন বিরাট। বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি।

আমদাবাদ টেস্টে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছিলেন সচিন। ট্রেন্ট ব্রিজে সেঞ্চুরি থেকে ২ রান দূরে ছিলেন বিরাট। বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন তিনি।

০৬ ০৬
আমদাবাদ টেস্টে শতরানের পর সচিনের আন্তর্জাতিক শতরানের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৮। কাকতালীয় ভাবে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে বিরাটের শতরানের পর বিরাটের আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৫৮।

আমদাবাদ টেস্টে শতরানের পর সচিনের আন্তর্জাতিক শতরানের সংখ্যা দাঁড়িয়েছিল ৫৮। কাকতালীয় ভাবে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে বিরাটের শতরানের পর বিরাটের আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৫৮।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE