Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এ বছর বিশ্বকাপ জেতার দাবিদার যে দেশগুলি

আর এক সপ্তাহও বাকি নেই। সব দলগুলির চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেসি থেকে রোনাল্ডো, নেমার থেকে কেন— তারকাদের মেলা বসছে রাশিয়ায়। কিন্তু বিশ্বকাপ হাতে শেষ হাসি কে হাসবেন? দেখে নেওয়া যাক এ বারে বিশ্বকাপ জেতার দাবিদার কোন দেশগুলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ১১:৩১
Share: Save:
০১ ০৯
আর এক সপ্তাহও বাকি নেই। সব দলগুলির চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেসি থেকে রোনাল্ডো, নেমার থেকে কেন— তারকাদের মেলা বসছে রাশিয়ায়। কিন্তু বিশ্বকাপ হাতে শেষ হাসি কে হাসবেন? দেখে নেওয়া যাক এ বারে বিশ্বকাপ জেতার দাবিদার কোন দেশগুলি।

আর এক সপ্তাহও বাকি নেই। সব দলগুলির চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেসি থেকে রোনাল্ডো, নেমার থেকে কেন— তারকাদের মেলা বসছে রাশিয়ায়। কিন্তু বিশ্বকাপ হাতে শেষ হাসি কে হাসবেন? দেখে নেওয়া যাক এ বারে বিশ্বকাপ জেতার দাবিদার কোন দেশগুলি।

০২ ০৯
আর্জেন্তিনা: লিওনেল মেসির লকারে এই একটি ট্রফিই নেই। এ বারেই সেই ট্রফি তোলার শেষ সুযোগ পাচ্ছেন ফুটবলের রাজপুত্র। বিশ্বকাপ জিততে তিনি যে কতটা মরিয়া, তা বুঝিয়েছেন আগেই। আর মেসির এই খিদের জন্যই আর্জেন্তিনা বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। সঙ্গে আগুয়েরো, হিগুয়াইনরাও তো রয়েছেনই। ছবি: এএফপি।

আর্জেন্তিনা: লিওনেল মেসির লকারে এই একটি ট্রফিই নেই। এ বারেই সেই ট্রফি তোলার শেষ সুযোগ পাচ্ছেন ফুটবলের রাজপুত্র। বিশ্বকাপ জিততে তিনি যে কতটা মরিয়া, তা বুঝিয়েছেন আগেই। আর মেসির এই খিদের জন্যই আর্জেন্তিনা বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। সঙ্গে আগুয়েরো, হিগুয়াইনরাও তো রয়েছেনই। ছবি: এএফপি।

০৩ ০৯
স্পেন: ইনিয়েস্তার শেষ বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই অবাক বিদায় নিয়েছিল স্পেন। দেশের অন্যতম সেরা মিডফিল্ডারকে শেষ বিশ্বকাপে ট্রফি হাতে বিদায় জানাতে চাইবেন ফর্মে থাকা ইস্কো, দিয়েগো কোস্তা, দাভিদ সিলভারা। ছবি: এএফপি।

স্পেন: ইনিয়েস্তার শেষ বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই অবাক বিদায় নিয়েছিল স্পেন। দেশের অন্যতম সেরা মিডফিল্ডারকে শেষ বিশ্বকাপে ট্রফি হাতে বিদায় জানাতে চাইবেন ফর্মে থাকা ইস্কো, দিয়েগো কোস্তা, দাভিদ সিলভারা। ছবি: এএফপি।

০৪ ০৯
ফ্রান্স: ১৯৯৮ সালের পর ২০০৬ সালে খুব কাছাকাছি এলেও বিশ্বকাপ ঘরে ঢোকেনি ফ্রান্সের। এ বারে কিন্তু বেশ ব্যালান্সড দল নিয়েই রাশিয়া এসেছে ফ্রান্স। গোলে অভিজ্ঞ লরিস, ডিফেন্সে ভারানে, হার্নান্ডেজরা তো আছেনই, মিডফিল্ডে পোগবা, ডেম্বেলে এবং আক্রমণে গ্রিজম্যান, এমবাপেরা কিন্তু ফর্মে থাকলে সব হিসাব উল্টে দিতে পারেন। ছবি: রয়টার্স।

ফ্রান্স: ১৯৯৮ সালের পর ২০০৬ সালে খুব কাছাকাছি এলেও বিশ্বকাপ ঘরে ঢোকেনি ফ্রান্সের। এ বারে কিন্তু বেশ ব্যালান্সড দল নিয়েই রাশিয়া এসেছে ফ্রান্স। গোলে অভিজ্ঞ লরিস, ডিফেন্সে ভারানে, হার্নান্ডেজরা তো আছেনই, মিডফিল্ডে পোগবা, ডেম্বেলে এবং আক্রমণে গ্রিজম্যান, এমবাপেরা কিন্তু ফর্মে থাকলে সব হিসাব উল্টে দিতে পারেন। ছবি: রয়টার্স।

০৫ ০৯
ব্রাজিল: গত বিশ্বকাপে জার্মানির কাছে লজ্জার হারের পর অনেকটাই পাল্টে গিয়েছে ব্রাজিল। যার অন্যতম প্রমাণ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব। নেমারকে সামনে রেখে ইতিমধ্যেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে সেলেকাওরা। তিতের কোচিংয়ে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তৈরি মার্সেলো, থিয়েগো সিলভা, ফার্নান্দিনহোরা। ছবি: রয়টার্স।

ব্রাজিল: গত বিশ্বকাপে জার্মানির কাছে লজ্জার হারের পর অনেকটাই পাল্টে গিয়েছে ব্রাজিল। যার অন্যতম প্রমাণ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব। নেমারকে সামনে রেখে ইতিমধ্যেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে সেলেকাওরা। তিতের কোচিংয়ে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তৈরি মার্সেলো, থিয়েগো সিলভা, ফার্নান্দিনহোরা। ছবি: রয়টার্স।

০৬ ০৯
জার্মানি: গত বারের চ্যাম্পিয়ানরা এ বারেও ট্রফি জেতার অন্যতম দাবিদার। জোয়াকিম লোর দলের প্রধান শক্তি তাঁদের ডিফেন্স। বোয়েতাং, হুমেলসদের টপকে গোল করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এ ছাড়া খেদিরা, ওজিল, টনি ক্রুসদের মাঝমাঠও অন্যতম সেরা। কনফেডারেশন কাপ জেতা জার্মানি কিন্তু টানা দু’বার বিশ্বকাপ জিততেই পারে। ছবি: এএফপি।

জার্মানি: গত বারের চ্যাম্পিয়ানরা এ বারেও ট্রফি জেতার অন্যতম দাবিদার। জোয়াকিম লোর দলের প্রধান শক্তি তাঁদের ডিফেন্স। বোয়েতাং, হুমেলসদের টপকে গোল করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এ ছাড়া খেদিরা, ওজিল, টনি ক্রুসদের মাঝমাঠও অন্যতম সেরা। কনফেডারেশন কাপ জেতা জার্মানি কিন্তু টানা দু’বার বিশ্বকাপ জিততেই পারে। ছবি: এএফপি।

০৭ ০৯
বেলজিয়াম: অ্যাজারদের এই প্রজন্মকে বেলজিয়ামের সোনার প্রজন্ম বলা হচ্ছে। কোনও দিন বিশ্বকাপ ফাইনালে না ওঠা দেশে এত প্রতিভা এক সঙ্গে কখনও আসেনি। এ বারে বিশ্বকাপে তাই মার্তিনেসের বেলজিয়ামকে অন্যতম ফেভারিট বলছেন অনেক ফুটবল পণ্ডিত। অ্যাজার ছাড়াও দলে রয়েছেন রোমেলু লুকাকু, কেভিন দ্য ব্রুইন, থিবো কুর্তোয়াদের মতো প্রতিভা। ছবি: রয়টার্স।

বেলজিয়াম: অ্যাজারদের এই প্রজন্মকে বেলজিয়ামের সোনার প্রজন্ম বলা হচ্ছে। কোনও দিন বিশ্বকাপ ফাইনালে না ওঠা দেশে এত প্রতিভা এক সঙ্গে কখনও আসেনি। এ বারে বিশ্বকাপে তাই মার্তিনেসের বেলজিয়ামকে অন্যতম ফেভারিট বলছেন অনেক ফুটবল পণ্ডিত। অ্যাজার ছাড়াও দলে রয়েছেন রোমেলু লুকাকু, কেভিন দ্য ব্রুইন, থিবো কুর্তোয়াদের মতো প্রতিভা। ছবি: রয়টার্স।

০৮ ০৯
পর্তুগাল: দলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগেও বিশ্বকাপ খেলেছেন পর্তুগালের হয়ে কিন্তু ট্রফি জেতা হয়নি। তবে এবার রোনাল্ডো আরও অভিজ্ঞ। সঙ্গে ব্রুনো অ্যালভেজ, বেটো, রিকার্ডো ক্যারেজমো, পেপে-র মতো পোড় খাওয়া খেলোয়াড়। তাদের কাছেও এটা বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। ছবি: রয়টার্স।

পর্তুগাল: দলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগেও বিশ্বকাপ খেলেছেন পর্তুগালের হয়ে কিন্তু ট্রফি জেতা হয়নি। তবে এবার রোনাল্ডো আরও অভিজ্ঞ। সঙ্গে ব্রুনো অ্যালভেজ, বেটো, রিকার্ডো ক্যারেজমো, পেপে-র মতো পোড় খাওয়া খেলোয়াড়। তাদের কাছেও এটা বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। ছবি: রয়টার্স।

০৯ ০৯
উরুগুয়ে: ২০১০ সালে দিয়েগো ফোরলান আশা জাগিয়েও পারেননি। সুয়ারেজের হঠকারি কাণ্ডকারখানা স্বপ্নভঙ্গ করেছিল দলের। সে বারের বিতর্কিত নায়ক কি এ বার শাপমুক্তি ঘটাতে পারবেন? অপেক্ষায় থাকবে দেশ। সঙ্গত দেওয়ার জন্য কাভানি, গডিনরা তো থাকছেনই। ছবি: এএফপি।

উরুগুয়ে: ২০১০ সালে দিয়েগো ফোরলান আশা জাগিয়েও পারেননি। সুয়ারেজের হঠকারি কাণ্ডকারখানা স্বপ্নভঙ্গ করেছিল দলের। সে বারের বিতর্কিত নায়ক কি এ বার শাপমুক্তি ঘটাতে পারবেন? অপেক্ষায় থাকবে দেশ। সঙ্গত দেওয়ার জন্য কাভানি, গডিনরা তো থাকছেনই। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE