Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Murder

ঘর থেকে উদ্ধার বহু কন্ডোমের প্যাকেট! ত্রিকোণ প্রেমের জেরে অয়নের মতো মরতে হয় নাহিদকেও

ত্রিকোণ প্রেম থেকে ভয়াবহ অপরাধের নজির রয়েছে অতীতেও। এক নারীকে কেন্দ্র করে দুই পুরুষের বচসা, কিংবা এক পুরুষকে কেন্দ্র করে দুই নারীর দ্বন্দ্ব— ত্রিকোণ প্রেমের পরিণতি হয়েছে ভয়ানক।

সংবাদ সংস্থা
পটিয়ালা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৬:২৯
Share: Save:
০১ ১৫
হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের খুনের ঘটনা চার দিকে সাড়া ফেলে দিয়েছে। যত দিন যাচ্ছে, ততই এই খুন নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসছে। বলা হচ্ছে, অয়ন তাঁর বান্ধবী এবং বান্ধবীর মা— দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন। ত্রিকোণ প্রেমের জটিলতাই অয়ন-খুনের নেপথ্যে কলকাঠি নেড়েছে। তদন্তকারী অফিসাররা অন্তত মনে করছেন তেমনটাই।

হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের খুনের ঘটনা চার দিকে সাড়া ফেলে দিয়েছে। যত দিন যাচ্ছে, ততই এই খুন নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসছে। বলা হচ্ছে, অয়ন তাঁর বান্ধবী এবং বান্ধবীর মা— দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন। ত্রিকোণ প্রেমের জটিলতাই অয়ন-খুনের নেপথ্যে কলকাঠি নেড়েছে। তদন্তকারী অফিসাররা অন্তত মনে করছেন তেমনটাই।

০২ ১৫
অয়ন মণ্ডলের খুনের তদন্তে তাঁর মোবাইল ফোনের দিকে নজর রয়েছে পুলিশের। মনে করা হচ্ছে, অয়নের মোবাইলে এমন গোপন কিছু ছিল, যার জন্য তাঁকে খুন হতে হয়েছে। মা আর মেয়ের সঙ্গে অয়নের ত্রিকোণ প্রেমের রসায়ন কোন পথে এগিয়েছিল, মোবাইল ফোনের সূত্র ধরে সেই রহস্যের সমাধান সম্ভব বলে মনে করা হচ্ছে। মোবাইল ফোনটি তাই তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ।

অয়ন মণ্ডলের খুনের তদন্তে তাঁর মোবাইল ফোনের দিকে নজর রয়েছে পুলিশের। মনে করা হচ্ছে, অয়নের মোবাইলে এমন গোপন কিছু ছিল, যার জন্য তাঁকে খুন হতে হয়েছে। মা আর মেয়ের সঙ্গে অয়নের ত্রিকোণ প্রেমের রসায়ন কোন পথে এগিয়েছিল, মোবাইল ফোনের সূত্র ধরে সেই রহস্যের সমাধান সম্ভব বলে মনে করা হচ্ছে। মোবাইল ফোনটি তাই তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ।

০৩ ১৫
বস্তুত, ত্রিকোণ প্রেম আর তাকে কেন্দ্র করে ভয়াবহ অপরাধের ঘটনা নতুন নয়। আগেও এমন বেশ কিছু নজির রয়েছে এ দেশেই। এক নারীকে কেন্দ্র করে দুই পুরুষের বচসা, কিংবা এক পুরুষকে কেন্দ্র করে দুই নারীর দ্বন্দ্ব— প্রায় প্রতি বারই ত্রিকোণ প্রেমের পরিণতি হয়েছে ভয়ানক। ২০১৭ সালে পঞ্জাবের পটিয়ালায় ডিজে (ডিস্ক জকি) নাহিদের মৃত্যুও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। নেপথ্যে ছিল সেই ত্রিকোণ প্রেম।

বস্তুত, ত্রিকোণ প্রেম আর তাকে কেন্দ্র করে ভয়াবহ অপরাধের ঘটনা নতুন নয়। আগেও এমন বেশ কিছু নজির রয়েছে এ দেশেই। এক নারীকে কেন্দ্র করে দুই পুরুষের বচসা, কিংবা এক পুরুষকে কেন্দ্র করে দুই নারীর দ্বন্দ্ব— প্রায় প্রতি বারই ত্রিকোণ প্রেমের পরিণতি হয়েছে ভয়ানক। ২০১৭ সালে পঞ্জাবের পটিয়ালায় ডিজে (ডিস্ক জকি) নাহিদের মৃত্যুও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। নেপথ্যে ছিল সেই ত্রিকোণ প্রেম।

০৪ ১৫
ডিজে নাহিদকে কুপিয়ে খুন করা হয়েছিল। মূল অভিযুক্ত তাঁরই শ্যালক। প্রেমের টানে দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে বোনের স্বামীকে খুন করেছিলেন দীপক কুমার। খুনের বীভৎসতায় শিউরে উঠেছিলেন সকলে।

ডিজে নাহিদকে কুপিয়ে খুন করা হয়েছিল। মূল অভিযুক্ত তাঁরই শ্যালক। প্রেমের টানে দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে বোনের স্বামীকে খুন করেছিলেন দীপক কুমার। খুনের বীভৎসতায় শিউরে উঠেছিলেন সকলে।

০৫ ১৫
লুধিয়ানার বাড়ি থেকে ৩২ বছর বয়সি নাহিদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অন্তত পঞ্চাশ বার তাঁর দেহ কোপানো হয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল সারা ঘর।

লুধিয়ানার বাড়ি থেকে ৩২ বছর বয়সি নাহিদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অন্তত পঞ্চাশ বার তাঁর দেহ কোপানো হয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল সারা ঘর।

০৬ ১৫
ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যায়, নাহিদকে এতটাই নৃশংস ভাবে কোপানো হয়েছিল যে, তাঁর দেহের একটি পেশিও অক্ষত ছিল না।

ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যায়, নাহিদকে এতটাই নৃশংস ভাবে কোপানো হয়েছিল যে, তাঁর দেহের একটি পেশিও অক্ষত ছিল না।

০৭ ১৫
নাহিদের দেহ উদ্ধার করতে গিয়ে সেখান থেকে অজস্র ব্যবহৃত কন্ডোমের প্যাকেট পায় পুলিশ। যা থেকে তাদের অনুমান, মৃত্যুর আগে নাহিদের বাড়িতে বহু মহিলা সঙ্গীর আনাগোনা ছিল।

নাহিদের দেহ উদ্ধার করতে গিয়ে সেখান থেকে অজস্র ব্যবহৃত কন্ডোমের প্যাকেট পায় পুলিশ। যা থেকে তাদের অনুমান, মৃত্যুর আগে নাহিদের বাড়িতে বহু মহিলা সঙ্গীর আনাগোনা ছিল।

০৮ ১৫
নাহিদের স্ত্রী ছিলেন তাঁর খুনে মূল অভিযুক্ত দীপকের বোন জ্যোতি। কয়েক বছর আগে নাহিদ এবং জ্যোতি বাড়ির সকলের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের দাম্পত্যে অশান্তি ছিল। জ্যোতি নাহিদের সঙ্গে থাকতেন না। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি।

নাহিদের স্ত্রী ছিলেন তাঁর খুনে মূল অভিযুক্ত দীপকের বোন জ্যোতি। কয়েক বছর আগে নাহিদ এবং জ্যোতি বাড়ির সকলের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের দাম্পত্যে অশান্তি ছিল। জ্যোতি নাহিদের সঙ্গে থাকতেন না। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি।

০৯ ১৫
স্ত্রীর অনুপস্থিতিতে নাহিদের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। দীপক জানতে পারেন, তাঁর প্রেমিকার সঙ্গেও সম্পর্ক রয়েছে নাহিদের।

স্ত্রীর অনুপস্থিতিতে নাহিদের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। দীপক জানতে পারেন, তাঁর প্রেমিকার সঙ্গেও সম্পর্ক রয়েছে নাহিদের।

১০ ১৫
পুলিশ জানায়, বোনের স্বামীকে প্রথমে প্রেমিকার জীবন থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন দীপক। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। নাহিদকে তাই খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দীপক।

পুলিশ জানায়, বোনের স্বামীকে প্রথমে প্রেমিকার জীবন থেকে সরে যাওয়ার অনুরোধ করেছিলেন দীপক। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। নাহিদকে তাই খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দীপক।

১১ ১৫
পটিয়ালা পুলিশ জানিয়েছে, নাহিদকে মারতে সে দিন প্রথমে তাঁর বাড়িতে গিয়েছিলেন দীপক। নাহিদ যত ক্ষণ না বাড়ি ফিরছেন, অপেক্ষা করে ছিলেন ঘাপটি মেরে।

পটিয়ালা পুলিশ জানিয়েছে, নাহিদকে মারতে সে দিন প্রথমে তাঁর বাড়িতে গিয়েছিলেন দীপক। নাহিদ যত ক্ষণ না বাড়ি ফিরছেন, অপেক্ষা করে ছিলেন ঘাপটি মেরে।

১২ ১৫
নাহিদ বাড়ি ফিরতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দীপক। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বোনের স্বামীকে। যত ক্ষণ পর্যন্ত নাহিদের দেহে প্রাণ ছিল, কোপানো থামাননি দীপক, দাবি পুলিশের।

নাহিদ বাড়ি ফিরতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দীপক। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন বোনের স্বামীকে। যত ক্ষণ পর্যন্ত নাহিদের দেহে প্রাণ ছিল, কোপানো থামাননি দীপক, দাবি পুলিশের।

১৩ ১৫
পুলিশ জানিয়েছে, নাহিদের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। তাঁর মোবাইলের তথ্য খুঁটিয়ে দেখে অনেক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ পায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, নাহিদের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। তাঁর মোবাইলের তথ্য খুঁটিয়ে দেখে অনেক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ পায় পুলিশ।

১৪ ১৫
খুনের পর নাহিদের গলার সোনার চেন এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে গিয়েছিলেন দীপক। পরে সেগুলি একটি খাল থেকে উদ্ধার করা হয়।

খুনের পর নাহিদের গলার সোনার চেন এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে গিয়েছিলেন দীপক। পরে সেগুলি একটি খাল থেকে উদ্ধার করা হয়।

১৫ ১৫
হরিদেবপুরের অয়নের পরিণতি মনে করাচ্ছে পাঁচ বছর আগের নাহিদ-হত্যাকেও। ত্রিকোণ প্রেমের জটিলতাই করুণ পরিণতি ডেকে এনেছে অতীতেও।

হরিদেবপুরের অয়নের পরিণতি মনে করাচ্ছে পাঁচ বছর আগের নাহিদ-হত্যাকেও। ত্রিকোণ প্রেমের জটিলতাই করুণ পরিণতি ডেকে এনেছে অতীতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE