১ জানুয়ারি ভোরবেলা ভারতে মুক্তি পেয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজ়নের ৮ নম্বর পর্ব। সেটিই ছিল সিরিজ়ের শেষ পর্ব। এই পর্বেই সব রহস্যের সমাধান হয়েছে। কী ভাবে ভেকনা এবং মাইন্ড ফ্লেয়ারকে হারিয়ে হকিন্স-সহ সমগ্র পৃথিবীকে রক্ষা করল এল, মাইকেরা— সেই গল্পই উঠে এসেছে। ১০ বছর ধরে দর্শকের মনে তৈরি হওয়া একাধিক প্রশ্নেরও উত্তর মিলেছে।