Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
China's mother ship drone

মায়ের পেট ফুঁড়ে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এসে হুল ফোটাবে আত্মঘাতী ড্রোন! চিনা ‘মাতৃযানে’ বিশ্ব-আকাশে শঙ্কার মেঘ

শত ড্রোন বহনকারী এই আকাশযানের নাম দেওয়া হয়েছে ‘জিউ তিয়ান’। দীর্ঘপাল্লার মানববিহীন এই বিশেষ আকাশযানটি (ইউএভি) আনুষ্ঠানিক ভাবে জুনের শেষ দিকে প্রথম অভিযানের জন্য যাত্রা করবে। ‘জিউ তিয়ান’-এর আক্ষরিক অর্থ ‘উঁচু আকাশ’।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৩১
Share: Save:
০১ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

পেটের মধ্যে লুকোনো শ’খানেক আত্মঘাতী অস্ত্র। মৌমাছির মতো ঝাঁক বেঁধে আক্রমণ শানাতে তৈরি। আকাশ-রণকৌশল বদলাতে ড্রাগনভূমের বায়ুসেনার হাতে আসতে চলেছে নয়া হাতিয়ার। মা যেমন তাঁর সন্তানকে গর্ভে আশ্রয় দেয়, তেমনই চিনা প্রযুক্তিতে তৈরি এই বিশালাকার উড়ুক্কু যানটিও বহন করবে ১০০টি খুনি ড্রোন। মানববিহীন ছোট ছোট উড়ুক্কু যানগুলির পোশাকি নাম ‘সোয়ার্ম ড্রোন’।

০২ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

শত্রুদেশের উপর একযোগে ড্রোন হামলা চালাতে চিনের সামরিক অস্ত্রাগারে একটি যুগান্তকারী সংযোজন হতে চলেছে এই যুদ্ধযানটি, এমনটাই দাবি সে দেশের গণমাধ্যমগুলির। মানববিহীন উড়ুক্কু যানগুলির পোশাকি নাম আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা চালকবিহীন উড়ন্ত যান। সেই ড্রোন বহন করার জন্য তৈরি ‘ড্রোন ক্যারিয়ার’ও।

০৩ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

শত ড্রোন বহনকারী এই আকাশযানের নাম দেওয়া হয়েছে ‘জিউ তিয়ান’। দীর্ঘপাল্লার মানববিহীন এই বিশেষ আকাশযানটি (ইউএভি) আনুষ্ঠানিক ভাবে জুনের শেষ দিকে প্রথম অভিযানের জন্য যাত্রা করবে। ‘জিউ তিয়ান’-এর আক্ষরিক অর্থ ‘উঁচু আকাশ’। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, এটি বেজিঙের একটি সাহসী পদক্ষেপ। আগামী দিনে মনুষ্যবিহীন আকাশযুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের মাত দিতে চিন টেক্কা দিল বিশ্বকে।

০৪ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

চিনের সংবাদমাধ্যমে বলা হয়েছে, জিউ তিয়ানই হতে চেলেছে বিশ্বের প্রথম আকাশযান, যা একক অভিযানে শত শত স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করতে পারবে। কামিকাজে ইউএভি-সহ ১০০টি ছোট ড্রোন বা ছোট যুদ্ধাস্ত্র বহন করতে পারে জিউ তিয়ান। মনুষ্যবিহীন ‘ড্রোন মাদারশিপ’টি পিপল্‌স লিবারেশন আর্মির (পিএলএ) নিয়ন্ত্রণে থাকবে এবং এর লক্ষ্য আকাশযুদ্ধে ক্ষমতা বিস্তারের ভিত্তি স্থাপন করা।

০৫ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

সাত হাজার কিলোমিটার পাল্লা এবং উন্নত স্কোয়াড-লঞ্চিং প্রযুক্তিসম্পন্ন এই ‘ড্রোন মাদারশিপ’টি ১৫ হাজার মিটার উচ্চতায় উড়তে সক্ষম। এর ডানার বিস্তার ২৫ মিটার। সর্বোচ্চ ১৬ টন ওজনের যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই উড়ুক্কু যানটি। বিমানটি উচ্চগতির এবং বেশ কিছু মাঝারি পাল্লার আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে পারে।

০৬ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

চিনের সরকারি মালিকানাধীন ‘অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না’র (এভিআইসি) তত্ত্বাবধানে এই আকাশযানটির নকশা যৌথ ভাবে তৈরি করেছে শানসি আনম্যানড ইকুইপমেন্ট টেকনোলজি এবং গুয়াংজু হাইজ কমিউনিকেশনস। ‘জিউ তিয়ানে’ রয়েছে ক্যামেরা এবং অত্যাধুনিক সেন্সর, যা আশপাশের এলাকা চিহ্নিতকরণ করতে সাহায্য করে ড্রোনগুলিকে। সামুদ্রিক এলাকায় নজরদারি, সীমান্ত টহল এবং দুর্যোগের আভাস পেলেও তা শনাক্ত করতে পারে বিমানটি।

০৭ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

এই ভারী ওজনের ইউএভি ক্যারিয়ারটি চিনের উন্নত ড্রোন প্রযুক্তির ভান্ডারে এক উল্লেখযোগ্য সংযোজন। এটি ‘স্টেল্‌থ কমব্যাট’ ড্রোন ও মাঝারি উচ্চতায় উড়তে সক্ষম অ্যান্টি-সাবমেরিন ড্রোন ‘উইং লুং এক্স’-এর মতো অত্যাধুনিক ড্রোনের পাশে জায়গা দখল করে লাল ফৌজে নতুন মাত্রা যোগ করেছে।

০৮ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

অনেক সমরাস্ত্র বিশ্লেষক মনে করছেন, এই ড্রোন ক্যারিয়ারটি যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারকারী দু’টি নজরদারি ড্রোন আর কিউ গ্লোবাল হক ও এম কিউ ৯ রিপারের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। মাঝ-আকাশে একাধিক ড্রোন উৎক্ষেপণ এবং মাদারশিপকে ‘কমান্ড সেন্টার’ হিসাবে ব্যবহার করার ক্ষমতাসম্পন্ন বিমান তৈরি করা চিনের বহু দিনের স্বপ্ন ছিল।

০৯ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

প্রতিটি ছোট ড্রোন একে অপরের সঙ্গে ও মাদারশিপের সঙ্গে তথ্য আদানপ্রদান করতে সক্ষম। সোজা বাংলায় মা ও তাদের সন্তানেরা একে অপরের সঙ্গে ‘নেটওয়ার্ক’ তৈরি করে নেয়। এতে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে এটি লক্ষ্যবস্তু চিনে ড্রোন নিক্ষেপ করতে পারে।

১০ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

‘যুগান্তকারী সামরিক আবিষ্কার’টি তৈরি করতে বেজিঙের প্রতিরক্ষা খাত থেকে খরচ হয়েছে ৩৫৯৫ কোটি টাকা। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৮ মাসে চারটি পরীক্ষামূলক সংস্করণ (প্রোটোটাইপ) তৈরি করা হয়েছে। ‘জিউ তিয়ান’-এর একটি উঁচু প্রধান ডানা রয়েছে, যার ডগায় ছোট ছোট ডানা বসানো আছে। পাশাপাশি একটি এইচ আকৃতির লেজও রয়েছে। বিমানটি একক জেট ইঞ্জিন দ্বারা চালিত এবং এতে তিন চাকার ল্যান্ডিং গিয়ারের ব্যবস্থা রয়েছে।

১১ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হোক বা পশ্চিম এশিয়ায় ইজ়রায়েলের সঙ্গে হামাস-হিজ়বুল্লার লড়াইয়ে বহুল ভাবে ড্রোন ব্যবহার হয়েছে। অন্য দিকে ইরান, তুরস্ক, আমেরিকা, রাশিয়া এবং ইজ়রায়েলের মানববিহীন উড়ুক্কু যানগুলি সংঘর্ষের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

১২ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

কোনওটার গায়ে বাঁধা বিস্ফোরক, কোনওটার কাজ আবার শুধুই গুপ্তচরবৃত্তি। এ রকম শয়ে শয়ে ড্রোন পাঠিয়ে শত্রুপক্ষকে নাজেহাল করাই উদ্দেশ্য চিনের। লক্ষ্য, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেওয়া। মূলত ঝাঁক বেঁধে হামলা চালানোয় সিদ্ধহস্ত সোয়ার্ম ড্রোন পরিচালিত হয় কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) দ্বারা।

১৩ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

একসঙ্গে উড়লেও তাদের একে অপরের সঙ্গে সংঘর্ষ বাধার কোনও আশঙ্কা নেই। যে কোনও পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এই সোয়ার্ম ড্রোন। ছোট-বড় মিলিয়ে বিভিন্ন আকারের মানববিহীন উড়ুক্কু যান থাকতে পারে। সোয়ার্ম ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হল, ঝাঁকের মধ্যে এগুলির বেশ কয়েকটিকে ধ্বংস করলেও বাকিগুলি ঠিক কাজ করতে থাকে।

১৪ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

একসঙ্গে শত শত ড্রোন পাঠানো হলে শত্রুর বিস্তৃত এলাকার ওপর নজরদারি সহজ হয়। কিছু ড্রোন আবার জ্যামার হিসাবে কাজ করে শত্রুর যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দেয়।

১৫ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

একের পর এক অত্যাধুনিক হাতিয়ারকে সামনে রেখে গোটা দুনিয়াকে চমকাচ্ছে চিন। এ বার সেই তালিকায় যুক্ত হল ড্রোনবহনকারী আকাশযানটি। নয়া প্রযুক্তি দেখে ভুরু কুঁচকে উঠছে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার দেশগুলির। কোটি কোটি টাকা খরচ করে মার্কিন প্রযুক্তির সঙ্গে সরাসরি টক্কর দিতেই এই বিমানটি আসরে নামাতে চাইছে বেজিং।

১৬ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

মূলত দক্ষিণ চিন সাগর, তাইওয়ান প্রণালী ও ভারত-চিন সীমান্ত এলাকায় নজরদারি চালানোর স্বার্থেই এই পদক্ষেপ চিনের। তাইওয়ানের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে এই নতুন প্রযুক্তি ওই অঞ্চলে সামরিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। চিন-তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে আগামী দিনে বড়সড় প্রভাব ফেলতে পারে এই আকাশযান, মনে করছেন অনেকেই।

১৭ ১৭
Super-high-altitude UAV of china with ability to release up to 100 units of small drones

অস্ত্র প্রতিযোগিতায় আমেরিকাকে পিছনে ফেলতে নতুন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ যুদ্ধবিমান, ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান তৈরি করছে চিন। গুয়াংডং প্রদেশে চলা ‘ঝুহাই এয়ার শো’য়ে এই সব আধুনিক সমরাস্ত্রের ঝলক দেখেছে বিশ্ববাসী। সেই দেখে কপালে ভাঁজ পড়েছে ওয়াশিংটন-সহ নেটোভুক্ত দেশগুলির। বেজিং পর পর নতুন হাতিয়ার নিয়ে আসায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy