Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Murshidabad

Sutapa Murder Case: সুতপা খুনের পরে ক্রমেই প্রকাশ্যে আসছে সুশান্তের রাগ, কেমন ছিল সম্পর্কের রসায়ন

তদন্তকারীদের সূত্রে জানা যায়, সুশান্ত জানিয়েছে, সুতপার এক বান্ধবীর মাধ্যমে সে সমস্ত খবর পেয়ে যেত। যদিও সেই বান্ধবীর পরিচয় প্রকাশ করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৮:২০
Share: Save:
০১ ২০
২ মে, সোমবার। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বহরমপুরের গোরাবাজার এলাকায় রাস্তার উপরেই আক্রান্ত হন এক তরুণী। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বার বার কোপানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা যায়, মৃতের নাম সুতপা চৌধুরী। সুশান্ত চৌধুরী নামে এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করা হয় রাতে। তার পর থেকে গত চার দিনে এই খুনের ঘটনার তদন্ত কোন পথে এগোল, দেখে নেওয়া যাক।

২ মে, সোমবার। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বহরমপুরের গোরাবাজার এলাকায় রাস্তার উপরেই আক্রান্ত হন এক তরুণী। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বার বার কোপানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা যায়, মৃতের নাম সুতপা চৌধুরী। সুশান্ত চৌধুরী নামে এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করা হয় রাতে। তার পর থেকে গত চার দিনে এই খুনের ঘটনার তদন্ত কোন পথে এগোল, দেখে নেওয়া যাক।

০২ ২০
সোমবার রাতে সাড়ে ১০ নাগাদ সমশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে সুশান্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর ওই রাতেই পুলিশ জানায়, সুতপা ও সুশান্তের মধ্যে একটা সময় প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুতপা ওই সম্পর্ক থেকে সরে আসতেই  তাঁকে খুন করে সুশান্ত।

সোমবার রাতে সাড়ে ১০ নাগাদ সমশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে সুশান্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর ওই রাতেই পুলিশ জানায়, সুতপা ও সুশান্তের মধ্যে একটা সময় প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সুতপা ওই সম্পর্ক থেকে সরে আসতেই তাঁকে খুন করে সুশান্ত।

০৩ ২০
ধৃত সুশান্তের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগেই পাওয়া যায় ব্লেড আর ছুরি। তাতে রক্তের দাগও ছিল। উদ্ধার হয় একটি খেলনা বন্দুকও।

ধৃত সুশান্তের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগেই পাওয়া যায় ব্লেড আর ছুরি। তাতে রক্তের দাগও ছিল। উদ্ধার হয় একটি খেলনা বন্দুকও।

০৪ ২০
সুতপা বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি মালদহের ইংরেজ বাজারে। তবে পড়াশোনার জন্য বহরমপুরের সূর্য সেন রোডের গোরাবাজারে একটি মেসে থাকতেন তিনি।

সুতপা বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি মালদহের ইংরেজ বাজারে। তবে পড়াশোনার জন্য বহরমপুরের সূর্য সেন রোডের গোরাবাজারে একটি মেসে থাকতেন তিনি।

০৫ ২০
মঙ্গলবার পুলিশ সুশান্তকে আদালতে হাজির করে। বিচারক তাকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন জেরায় প্রথম দিকে চুপচাপই থাকত সুশান্ত। তদন্তকারীদের সূত্রে জানা যায়, সে কেবল একটা প্রশ্ন করে নিশ্চিত হতে চাইত, সুতপা বেঁচে আছেন কি না!

মঙ্গলবার পুলিশ সুশান্তকে আদালতে হাজির করে। বিচারক তাকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন জেরায় প্রথম দিকে চুপচাপই থাকত সুশান্ত। তদন্তকারীদের সূত্রে জানা যায়, সে কেবল একটা প্রশ্ন করে নিশ্চিত হতে চাইত, সুতপা বেঁচে আছেন কি না!

০৬ ২০
সুতপাকে খুন করার কথা স্বীকার করলেও তদন্তকারীরা সুশান্তের মধ্যে কোনও রকমের অনুশোচনা লক্ষ করেননি। সেটা বেশ চিন্তায় ফেলে দেয় তদন্তকারীদের।

সুতপাকে খুন করার কথা স্বীকার করলেও তদন্তকারীরা সুশান্তের মধ্যে কোনও রকমের অনুশোচনা লক্ষ করেননি। সেটা বেশ চিন্তায় ফেলে দেয় তদন্তকারীদের।

০৭ ২০
ইতিমধ্যেই সুশান্তের পরিবারের তরফে জানানো হয়, সুতপার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সেই সম্পর্ক নিয়ে সুতপার পরিবারের অসন্তোষ গিয়ে পড়ে সুশান্তের উপর। তাকে নানা রকম ভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ।

ইতিমধ্যেই সুশান্তের পরিবারের তরফে জানানো হয়, সুতপার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সেই সম্পর্ক নিয়ে সুতপার পরিবারের অসন্তোষ গিয়ে পড়ে সুশান্তের উপর। তাকে নানা রকম ভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ।

০৮ ২০
অন্য দিকে, সুতপার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করত সুশান্ত। সুতপার বাবা জানান, তাঁর মেয়ে পাঁচ বার মোবাইলের নম্বর বদল করে। কিন্তু কোনও মাধ্যমে সেই নম্বরও চলে যেত সুশান্তের কাছে।

অন্য দিকে, সুতপার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করত সুশান্ত। সুতপার বাবা জানান, তাঁর মেয়ে পাঁচ বার মোবাইলের নম্বর বদল করে। কিন্তু কোনও মাধ্যমে সেই নম্বরও চলে যেত সুশান্তের কাছে।

০৯ ২০
তদন্তকারীদের সূত্রে জানা যায়, সুশান্ত তাঁদের জানিয়েছে, সুতপারই এক বান্ধবীর মাধ্যমে সে সমস্ত খবর পেয়ে যেত। যদিও সেই বান্ধবীর পরিচয় তদন্তকারীরা সামনে আনেননি।

তদন্তকারীদের সূত্রে জানা যায়, সুশান্ত তাঁদের জানিয়েছে, সুতপারই এক বান্ধবীর মাধ্যমে সে সমস্ত খবর পেয়ে যেত। যদিও সেই বান্ধবীর পরিচয় তদন্তকারীরা সামনে আনেননি।

প্রতীকী ছবি

১০ ২০
ওই বান্ধবীর মাধ্যমেই সুশান্ত জানতে পেরেছিল, নতুন এক তরুণের সঙ্গে সুতপার সম্পর্ক তৈরি হয়েছে। এ কথা সে তদন্তকারীদের জানিয়েছে। সেই তরুণ জঙ্গিপুর কলেজে পড়েন। তাঁর সঙ্গে একটি শপিং মলে সিনেমা দেখতেও গিয়েছিলেন সুতপা।

ওই বান্ধবীর মাধ্যমেই সুশান্ত জানতে পেরেছিল, নতুন এক তরুণের সঙ্গে সুতপার সম্পর্ক তৈরি হয়েছে। এ কথা সে তদন্তকারীদের জানিয়েছে। সেই তরুণ জঙ্গিপুর কলেজে পড়েন। তাঁর সঙ্গে একটি শপিং মলে সিনেমা দেখতেও গিয়েছিলেন সুতপা।

১১ ২০
এই সিনেমা দেখার কথা জানতে পেরেই সে সুতপাকে ‘শেষ’ করে দেওয়ার পরিকল্পনা করে বলে তদন্তকারীদের জানিয়েছে সুশান্ত। সেই মতোই সোমবার সন্ধ্যায় মেস থেকে অন্য এক জনের মাধ্যমে ডেকে পাঠিয়ে খুন করে সে।

এই সিনেমা দেখার কথা জানতে পেরেই সে সুতপাকে ‘শেষ’ করে দেওয়ার পরিকল্পনা করে বলে তদন্তকারীদের জানিয়েছে সুশান্ত। সেই মতোই সোমবার সন্ধ্যায় মেস থেকে অন্য এক জনের মাধ্যমে ডেকে পাঠিয়ে খুন করে সে।

১২ ২০
জঙ্গিপুর কলেজে পাঠরত ওই তরুণকে বহরমপুর থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীদের তিনি জানান, সুতপা তাঁর ‘ভাল বন্ধু’ ছিলেন।

জঙ্গিপুর কলেজে পাঠরত ওই তরুণকে বহরমপুর থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীদের তিনি জানান, সুতপা তাঁর ‘ভাল বন্ধু’ ছিলেন।

১৩ ২০
ওই পড়ুয়া বলেন, সে দিন সিনেমাও দেখতে গিয়েছিলেন তিনি এবং সুতপা। আর সেই সন্ধ্যাতেই খুন হয়ে যান সুতপা।

ওই পড়ুয়া বলেন, সে দিন সিনেমাও দেখতে গিয়েছিলেন তিনি এবং সুতপা। আর সেই সন্ধ্যাতেই খুন হয়ে যান সুতপা।

১৪ ২০
সুশান্তের পিসি, যাঁর বাড়িতে থেকে সে পড়াশোনা করত, সেই শান্তিরানি চৌধুরী জানিয়েছেন, সুতপাই নানাবিধ ভাবে সুশান্তকে উত্ত্যক্ত করতেন।

সুশান্তের পিসি, যাঁর বাড়িতে থেকে সে পড়াশোনা করত, সেই শান্তিরানি চৌধুরী জানিয়েছেন, সুতপাই নানাবিধ ভাবে সুশান্তকে উত্ত্যক্ত করতেন।

১৫ ২০
পিসির দাবি, সুশান্তকে উস্কানিও দিতেন সুতপা। সম্পর্ক অবনতির জন্য সুতপাকেই দায়ী করেছেন তিনি।

পিসির দাবি, সুশান্তকে উস্কানিও দিতেন সুতপা। সম্পর্ক অবনতির জন্য সুতপাকেই দায়ী করেছেন তিনি।

১৬ ২০
সুতপার বাবা-মা যদিও এ সব অভিযোগ অস্বীকার করেন। ওই পরিবারের ঘনিষ্ঠ এক তরুণী জানিয়েছেন, সুশান্ত নানা রকমের হুমকি বার্তা পাঠাত সুতপাকে।

সুতপার বাবা-মা যদিও এ সব অভিযোগ অস্বীকার করেন। ওই পরিবারের ঘনিষ্ঠ এক তরুণী জানিয়েছেন, সুশান্ত নানা রকমের হুমকি বার্তা পাঠাত সুতপাকে।

১৭ ২০
সুশান্তর পাঠানো সেই সব বার্তা ওই তরুণী দেখেওছেন বলেও পুলিশকে জানিয়েছেন।

সুশান্তর পাঠানো সেই সব বার্তা ওই তরুণী দেখেওছেন বলেও পুলিশকে জানিয়েছেন।

১৮ ২০
সুশান্তের ফেসবুক প্রোফাইলেও বেশ কয়েক মাস ধরে অন্য রকমের পোস্ট করা হচ্ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেই সমস্ত পোস্টে সুশান্ত ‘ঘৃণা’র বার্তা দিতেন। ক্ষোভের কথাও লিখতেন। যে সমস্ত ভিডিয়ো পোস্ট করতেন, সেখানেও মেয়েদের উপর খুন-হামলার দৃশ্য থাকত।

সুশান্তের ফেসবুক প্রোফাইলেও বেশ কয়েক মাস ধরে অন্য রকমের পোস্ট করা হচ্ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। সেই সমস্ত পোস্টে সুশান্ত ‘ঘৃণা’র বার্তা দিতেন। ক্ষোভের কথাও লিখতেন। যে সমস্ত ভিডিয়ো পোস্ট করতেন, সেখানেও মেয়েদের উপর খুন-হামলার দৃশ্য থাকত।

১৯ ২০
সুশান্তরা তিন ভাই। ছোটভাইয়ের দাবি, তাঁর দাদা আগে এমন ছিল না। কয়েক মাসের মধ্যেই বদলে গিয়েছে সে। তারা কেউ কিছু বললেই তেড়ে যেত। মাকেও হাঁসুয়া নিয়ে হুমকি দিত। চুপচাপ হয়ে গিয়েছিল।

সুশান্তরা তিন ভাই। ছোটভাইয়ের দাবি, তাঁর দাদা আগে এমন ছিল না। কয়েক মাসের মধ্যেই বদলে গিয়েছে সে। তারা কেউ কিছু বললেই তেড়ে যেত। মাকেও হাঁসুয়া নিয়ে হুমকি দিত। চুপচাপ হয়ে গিয়েছিল।

২০ ২০
এখনও পর্যন্ত তদন্ত যা এগিয়েছে, তাতে সুশান্ত যে সুতপার সঙ্গে সম্পর্ক নিয়ে মানসিক ভাবে অস্থির ছিল, তা নিয়ে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। আরও কয়েক দিন সুশান্তকে হেফাজতে রেখে তদন্তকারীরা এই তদন্তের গতিকে একটা রূপ দিতে পারবেন বলে জানিয়েছেন।

এখনও পর্যন্ত তদন্ত যা এগিয়েছে, তাতে সুশান্ত যে সুতপার সঙ্গে সম্পর্ক নিয়ে মানসিক ভাবে অস্থির ছিল, তা নিয়ে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। আরও কয়েক দিন সুশান্তকে হেফাজতে রেখে তদন্তকারীরা এই তদন্তের গতিকে একটা রূপ দিতে পারবেন বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE