লোকসভায় অমিত শাহ জানিয়েছিলেন, দেশে সন্ত্রাসবাদী এবং কট্টরপন্থীদের রসদ বন্ধ করতে উদ্যত হয়েছে মোদী সরকার। সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করছে কেন্দ্র। নেতৃ্ত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-কেও নিষিদ্ধ করা হয়েছে। তাদের গতিবিধি বন্ধ করতে ৯০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
কলেজে পড়ার সময়ই হেডলির সঙ্গে পরিচয় রানার। তখন হেডলির নাম ছিল দাউদ গিলানি। পরে এই গিলানির সঙ্গেই মুম্বই হামলার ছক কষেছেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত রানাকে ভারতে এনে বিচার কি চালাতে পারবে ভারত? সেই পথ ক্রমেই প্রশস্ত হচ্ছে বলেই মত একাংশের। তবে পাকিস্তানও যে একেবারে চুপ করে বসে থাকবে না, তা-ও মনে করছে গোয়েন্দাদের একাংশ। সে কারণেই রানার মামলার উপর রাখছে নজর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy