Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Dani Tribe

বাড়িতে কারও মৃত্যু হলেই আঙুল কেটে নেওয়া হত মহিলাদের! ছাড় দেওয়া হত না বাচ্চাদেরও

পরিবারের সদস্যের প্রয়াণে শোকপালনে মহিলাদের আঙুল কাটার রীতি ছিল সে দেশে। এই প্রথা নিষিদ্ধ হলেও এখনও নাকি গোপনে পালন করা হয় এই রীতি।

সংবাদ সংস্থা
জাকার্তা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৪:১৩
Share: Save:
০১ ১৫
photo of Dani Tribe

এই পৃথিবীটা অনেক বড়। চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা দেশ। আর সেই সব দেশের রীতি-নীতি আবার একেক রকম। যেমন কোনও দেশের নাগরিকরা শোকপালনে কালো রঙের পোশাক পরেন। আবার কোনও দেশে একই কারণে পোশাকের রং পাল্টে সাদা হয়। কোথাও কোথাও আবার কাছের মানুষের প্রয়াণের পর রীতি মেনে মস্তক মুণ্ডন করা হয়। ইন্দোনেশিয়ার একটি উপজাতি এলাকায় আবার পরিজনের মৃত্যুতে মহিলাদের আঙুল কাটা হত! হ্যাঁ, একটা সময় এমনই প্রথা চালু ছিল।

ছবি সংগৃহীত।

০২ ১৫
photo of Dani Tribe

কাছের মানুষের প্রয়াণে আঙুল কাটার রেওয়াজ নিয়ে এক সময় জোর চর্চা চলত। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের ওয়ামেনার একটি প্রত্যন্ত এলাকায় বাস দানি উপজাতির।

ছবি সংগৃহীত।

০৩ ১৫
photo of Dani Tribe

পরিবারের সদস্যের প্রয়াণে শোকপালন হিসাবে আঙুল কাটার রীতি ছিল দানি উপজাতির মধ্যে। অধিকাংশ সময়ই প্রিয়জনের প্রয়াণের পর আঙুল কাটা হত উপজাতির মহিলা সদস্যদের।

ছবি সংগৃহীত।

০৪ ১৫
photo of Raja Ram Mohan Roy

ভারতে একটা সময় সতীদাহ প্রথা চালু ছিল। স্বামীর মৃত্যুর পর তাঁর চিতায় প্রাণ দিতে হত স্ত্রীকে। রাজা রামমোহন রায় ভয়ঙ্কর সেই প্রথা রদ করেছিলেন। তেমনই এক ভয়ঙ্কর প্রথা চালু ছিল ইন্দোনেশিয়ায়। প্রিয়জনের মৃত্যুর পর শোক হিসাবে ইন্দোনেশিয়ার দানি উপজাতির মহিলাদের আঙুল কেটে ফেলা হত।

ছবি সংগৃহীত।

০৫ ১৫
photo of Dani Tribe

পরিজনের প্রয়াণের পর শোকপালন হিসাবে আঙুল কাটার রীতিকে বলা হয় ‘ইকিপালিন’। কবে এই প্রথা চালু হয়েছিল তা জানা যায় না। কেনই বা শুধুমাত্র মহিলাদের আঙুল কাটা হত, সেই কারণও স্পষ্ট নয়।

ছবি সংগৃহীত।

০৬ ১৫
photo of Dani Tribe

শোনা যায়, অনেক সময় নাকি পুরুষদেরও আঙুল কাটা হত। তবে সেই সংখ্যাটা খুবই কম। শোকপালন হিসাবে অধিকাংশ ক্ষেত্রে নিজেদের অঙ্গচ্ছেদ করতে হত মহিলাদেরই।

ছবি সংগৃহীত।

০৭ ১৫
photo of Dani Tribe

প্রিয়জনের মৃত্যুতে শোকের প্রতীক হিসাবে আঙুল কাটা হত মহিলাদের। দানি উপজাতির মানুষদের বিশ্বাস ছিল যে, আঙুল কাটলে মৃতের আত্মা শান্তি পাবে।

ছবি সংগৃহীত।

০৮ ১৫
photo of Dani Tribe

কী ভাবে কাটা হত আঙুল? এই পদ্ধতিও বেশ অন্যরকম। পুরো আঙুল কিন্তু কাটা হত না। আঙুলের অগ্রভাগের অংশ শুধুমাত্র কাটা হত।

ছবি সংগৃহীত।

০৯ ১৫
photo of Dani Tribe

আঙুল কাটার আগে বিশেষ পদ্ধতি মানা হত। আঙুল কাটার আগে আধ ঘণ্টা ধরে সংশ্লিষ্ট আঙুলটি দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হত। আঙুল কাটার সময় যাতে যন্ত্রণা না হয়, সে কারণেই এই পদ্ধতি মেনে চলা হত।

ছবি সংগৃহীত।

১০ ১৫
photo of Dani Tribe

পাথরের পাত বা পাথরের তৈরি ধারালো অস্ত্র দিয়ে দানি উপজাতির মহিলাদের আঙুলের অগ্রভাগ কাটা হত। প্রাচীন কালে ধারালো পাথর দিয়েও আঙুলের অগ্রভাগ কাটা হত।

ছবি সংগৃহীত।

১১ ১৫
photo of Dani Tribe

আঙুলের কাটা অংশটি পরে পুড়িয়ে ফেলা হত। না হলে তা পুঁতে দেওয়া হত। মূলত মহিলাদের আঙুল কাটতেন তাঁদের পরিবারের সদস্যরাই।

ছবি সংগৃহীত।

১২ ১৫
photo of Dani Tribe

এই রীতি পালন থেকে ছাড় দেওয়া হত না উপজাতির শিশুকন্যাদেরও। তবে তাদের ক্ষেত্রে আঙুল কাটা হত না। পরিবর্তে আঙুল কামড়ে দিতেন তাদের মায়েরা। এটা অনেকটা হিন্দু সমাজে মায়েদের মতো। কুদৃষ্টি থেকে সন্তানকে রক্ষা করতে হিন্দু সমাজে বাচ্চাদের কড়ে আঙুল কামড়ে দেন মায়েরা।

ছবি সংগৃহীত।

১৩ ১৫
photo of Dani Tribe

দানি উপজাতির মহিলারা বিশ্বাস করতেন, তাঁদের শিশুকন্যার আঙুল কামড়ে দিলে তারা দীর্ঘায়ু হবে।

ছবি সংগৃহীত।

১৪ ১৫
photo of Dani Tribe

তবে পরিজনের প্রয়াণে বাড়ির মহিলাদের আঙুল কাটার এই রীতি অনেক আগেই নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার। এখন আর এই রীতি পালন করা হয় না।

ছবি সংগৃহীত।

১৫ ১৫
photo of Dani Tribe

তবে শোনা যায়, সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে অনেক সময়ই নাকি এই প্রাচীন প্রথা পালন করা হয়। দানি উপজাতির এমন অনেক প্রবীণ মহিলাকেই দেখতে পাওয়া যায় যাঁদের আঙুলের অগ্রভাগ কাটা।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE