বিষাক্ত সাপ, পোকামাকড়, সরীসৃপ সম্পর্কে আমরা অনেক কথাই শুনেছি। কিন্তু বিষাক্ত পাখি? বোধহয় এমন কোনও পাখির কাহিনি হয়তো অনেকেই কখনও শোনেননি। হুডেড পিটোহুই (পিটোহুই ডাইক্রোস) পৃথিবীর কয়েকটি বিষাক্ত পাখির মধ্যে অন্যতম। প্রাণিবিজ্ঞানের জগতে পরিচিত ১০ হাজার ৫০০টিরও বেশি পাখির প্রজাতির মধ্যে কমপক্ষে এক ডজন বিষাক্ত হিসাবে চিহ্নিত হয়েছে। তার মধ্যে হুডেড পিটোহুইকে ভয়ানক বিষাক্ত বলে ধরা হয়ে থাকে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউ গিনিতে পাওয়া পাখিটি এতটাই শক্তিশালী বিষাক্ত উপাদান বহন করে যে, এটি বর্তমানে সবচেয়ে বিষাক্ত পাখির খেতাব অর্জন করেছে। এটি শিকারকে তাড়া করে না বা শত্রুদের আক্রমণ করে না। কোনও কারণে এটিকে ধরতে গেলে বা এটি ঠুকরে দিলে শরীরে ঝিনঝিনে অসাড় ভাব দেখা দিতে শুরু করে। এমনকি পক্ষাঘাতেও আক্রান্ত হতে পারে মানুষ।
১৯৮৯ সালে এক গ্রীষ্মের দুপুরে জ্যাক ডাম্বাচার নামের এক পক্ষীবিদ নিউ গিনির বৃষ্টি-অরণ্যে তাঁর প্রথম অভিযানে যান। সেখানে তিনি দেখতে পান যে তাঁর পাখি ধরার জালে কালো-কমলা রঙের পালকযুক্ত একটি সুন্দর পাখি আটকে আছে। কিন্তু ডাম্বাচার যখন এটিকে মুক্ত করার চেষ্টা করেন, তখন সেটি তাঁকে আঁচড়ে দিয়েছিল। কাটা অংশের রক্তপাত বন্ধ করতে মুখ দিয়ে ক্ষতের জায়গাটি চুষতে শুরু করেছিলেন অনভিজ্ঞ পক্ষীবিদ ডাম্বাচার।
কিছু ক্ষণ পরই তাঁর মুখ ঝিনঝিন করতে শুরু করে। গা জ্বালা করতে শুরু করে। তার পরই দেহ অসাড় হয়ে যায়। বিকেল থেকে রাত পর্যন্ত স্থায়ী হয়েছিল সাময়িক পক্ষাঘাত। স্থানীয় গাইডদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে ডাম্বাচার জানতে পারেন অদ্ভুত এক তথ্য। নিউ গিনির স্থানীয়েরা বংশপরম্পরায় জেনে আসছেন যে এই পাখির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।
দক্ষিণ আমেরিকার সেই বিষাক্ত ব্যাঙ ‘ডার্ট ফ্রগ’ নামে পরিচিত। ক্ষুদ্রাকৃতির সেই ব্যাঙের বিষ এক জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই প্রজাতির পাখির ক্ষেত্রেও তাই। ছুঁলে মৃত্যু পর্যন্ত হতে পারে। হুডেড পিটোহুইয়ের শরীরটি বিষ তৈরির কারখানা নয়। ‘ডার্ট ফ্রগ’-এর মতো, এটি তার খাদ্য থেকে বিষাক্ত পদার্থ গ্রহণ করে। এটি যে পোকামাকড় খায় তাতে এই রাসায়নিক যৌগ থাকে। সেটি ধীরে ধীরে পাখির শরীরে জমা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy