যদি কোনও পদার্থ বা ম্যাটারের সংস্পর্শে এটি আসে তা হলে ধ্বংস অনিবার্য। দুই বিপরীতধর্মী একে অপরকে স্পর্শ করলেই বিষম বিস্ফোরণ। দুটোই নিশ্চিহ্ন হয়ে যাবে। পড়ে থাকবে শুধু শক্তি বা এনার্জি। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, সবই পদার্থ বা ম্যাটার। পদার্থবিজ্ঞানের ভাষায় ম্যাটারেরই যমজ ভাই হল অ্যান্টিম্যাটার।
প্রতিটি পদার্থের কণার জন্য, একটি অ্যান্টিম্যাটার সংস্করণ রয়েছে, যা হুবহু একই রকম আবার বিপরীতধর্মীও বটে। যমজ ভাইয়ের এক ভাইয়ের স্বভাব, চরিত্র, এ ক্ষেত্রে অন্য ভাইয়ের সম্পূর্ণ বিপরীত। দু’টি বুদবুদ যেন। অবিকল এক, তবে একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে কি ‘ভ্যানিশ’। তাই জগৎ-সংসারে ম্যাটার আর অ্যান্টিম্যাটার ঠোকাঠুকি হলেই ঘটে যাবে মহাবিপদ।