The reason behind number 777 is trending on Google on 11 december 2025 dgtl
Google Trend
গুগ্ল ট্রেন্ডিংয়ের জোয়ারে ভাসছে ‘৭৭৭’! কোন গোপন রহস্য লুকিয়ে তিন অঙ্কের বিশেষ সংখ্যায়?
গুগ্ল ট্রেন্ডসের বিচারে একটি শব্দ যত বেশি খোঁজা হবে, ততই সেটি ট্রেন্ডিং তালিকার উপরের দিকে স্থান পাবে। সেই ট্রেন্ডটি খুঁজে দেখার পর দেখা গিয়েছে কোনও শব্দ নয় একটি সংখ্যা সম্পর্কে জানতে গুগ্ল হাতড়াচ্ছেন ব্যবহারকারীরা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
মনে কোনও প্রশ্ন জমা হলে বা কিছু অনুসন্ধান করতে হলে গুগ্ল ছাড়া গতি নেই। এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসবে নাড়ি-নক্ষত্র। মাঝে মাঝেই বিশেষ কোনও একটি শব্দ নিয়ে বিশ্ব জুড়ে কৌতূহল শুরু হয়ে যায়।
০২১৭
কোনও দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস নিয়ে সবচেয়ে বেশি খোঁজখবর চালাচ্ছেন, তা জানতে ‘গুগ্ল ট্রেন্ডস’ ব্যবহার করা হয়। গুগল সার্চ ইঞ্জিনের পরিভাষায় বিষয়টি বর্তমানে ‘ট্রেন্ডিং’।
০৩১৭
গুগ্ল ট্রেন্ডসের বিচারে একটি শব্দ যত বেশি খোঁজা হবে, ততই সেটি ট্রেন্ডিং তালিকার উপরের দিকে স্থান পাবে। সেই ট্রেন্ডটি খুঁজে দেখার পর দেখা গিয়েছে কোনও শব্দ নয় একটি সংখ্যা সম্পর্কে জানতে গুগ্ল হাতড়াচ্ছেন ব্যবহারকারীরা। হঠাৎই যেন সকলের কৌতূহল বেড়ে গিয়েছে সংখ্যাটি ঘিরে।
০৪১৭
গুগ্ল ট্রেন্ডস ঘেঁটে দেখা গিয়েছে, বিশেষ একটি তিন অঙ্কের সংখ্যা নিয়ে নেট দুনিয়ার বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। সেটিকে গুগ্লে অসংখ্য বার সার্চ করেছেন তাঁরা।
০৫১৭
বৃহস্পতিবার নেটাগরিকদের অনেকেই হঠাৎ করে গুগ্লে ‘৭৭৭’ নম্বরটি ট্রেন্ডিংয়ে লক্ষ করেছেন। প্রাথমিক ভাবে মনে হতে পারে এটি রহস্যময় বা মজার সংখ্যা। সেই রহস্য নিয়েই গুঞ্জন। ট্রেন্ডে গা ভাসাতে অনেকেই ৭৭৭ সংখ্যাটি সার্চ করছেন। সার্চের সংখ্যা বৃদ্ধির কারণে অনেকেরই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
০৬১৭
কেউ ভাবছেন ৭৭৭ সংখ্যাটি কোনও ম্যাজিক বা লাকি সংখ্যা। কেউ এটিকে কোনও গোপন কোড ভাবছেন তো কেউ লুকোনো ঘটনার সঙ্গে যোগসূত্র খুঁজে বার করার চেষ্টা করছেন। সাধারণ সংখ্যাটি হঠাৎ করে ইন্টারনেট দখল করে নিয়েছে।
০৭১৭
কিন্তু ‘৭৭৭’ হঠাৎ কেন ট্রেন্ডিংয়ে উঠে এসেছে? সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা তত্ত্ব উঠে এসেছে। অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে কৌতূহল নিরসনের চেষ্টা করছেন কেন এই সংখ্যাটি সর্বত্র ট্রেন্ডিং।
০৮১৭
মজার বিষয় হল, এই প্রচারের পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। জেনে নেওয়া যাক এই সংখ্যাটি কী ও কেন এটি ট্রেন্ডিং।
০৯১৭
সম্প্রতি ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স তাদের পরিষেবায় চারটি নতুন যাত্রাপথ ঘোষণা করেছে। বিমান সংস্থাটি চারটি নতুন শহরে অভিজাত ‘লা প্রিমিয়ার ফ্লাইট’-এর উড়ান পরিষেবা চালু করছে। নতুন এই বিমান পরিষেবার আওতায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহর আটলান্টা, বোস্টন, হিউস্টন এবং ইজ়রায়েলের তেল আভিভ।
১০১৭
৭৭৭ সংখ্যাটি কেন এক টানা অনুসন্ধান করা হচ্ছে? এর প্রধান কারণটি হল বোয়িং ৭৭৭-৩০০ইআর। এয়ার ফ্রান্স তাদের নতুন প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের বিমান পরিষেবায় যুক্ত করছে এই বিশেষ বিমানটিকে। মার্কিন বাণিজ্যিক বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের একটি বিশেষ শ্রেণির বিমান হল ‘বোয়িং ৭৭৭-৩০০’।
১১১৭
ফ্রান্সের বিমান সংস্থাটি দীর্ঘ রুটের নতুন পরিষেবা চালু করার সঙ্গে সঙ্গে ৭৭৭ সংখ্যাটি সার্চ করার প্রবণতা বেড়েছে। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে প্রিমিয়াম উড়ানগুলি চারটি রুটে পরিষেবা দেবে। আর তাতেই উত্তেজিত হয়ে পড়েছেন ভ্রমণবিলাসীরা।
১২১৭
বোয়িং ৭৭৭-৩০০ইআরের উন্নত সংস্করণের চারটি বিমানে থাকছে লা প্রিমিয়ার স্যুট এবং বিজ়নেস ক্লাস কেবিন। বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা কেমন হবে তা জানার জন্য গুগ্লের শরণাপন্ন হচ্ছেন নেটাগরিকেরা। ফরাসি অ্যাভিয়েশন সংস্থা জানিয়েছে, এই সম্প্রসারণের ফলে লা প্রিমিয়ারের নেটওয়ার্ক ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। এটি এয়ার ফ্রান্সের একটি বড় কৌশলগত পরিবর্তন হতে চলেছে বলে ধারণা।
১৩১৭
২০২৩ সালে, এয়ার ফ্রান্স তাদের নতুন ৭৭৭ বিজ়নেস ক্লাস চালু করে। সেই সময়ে, কেবল ১২টি তিন কেবিন বিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান যুক্ত হয়েছিল বিভিন্ন উড়ানপথে। এখন সংস্থা সেই প্রকল্পটি সম্প্রসারিত করছে। ২০২৬ সালের শেষ নাগাদ নতুন বিজ়নেস ক্লাস ও কেবিন-সহ বোয়িং ৭৭৭-এর সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পাবে।
১৪১৭
এই বিমানটির ভ্রমণ পরিসীমা ১১,১৬৫ কিলোমিটার। এর প্রথম উড়ান শুরু হয় ২০০৪ সালে। ৫৫০ জন যাত্রীসমেত বিমানটি আকাশে উড়তে পারে। তেল আভিভ রুটটি চালু হবে ১৫ ডিসেম্বর। এটি প্রতি দিন পরিষেবা প্রদান করবে। আটলান্টার রুটটি নতুন বছরের মার্চ মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
১৫১৭
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির জন্য বিশেষ ভাবে তৈরি ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমানটিগুলিও বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান। এক একটি বিমানের দাম প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। নতুন এই বোয়িং বিমান টানা ১৭ ঘণ্টা উড়তে পারে। ভিভিআইপিদের জন্য বিশাল কেবিন, কনফারেন্স রুম, ছোট মেডিক্যাল সেন্টারও রয়েছে তাতে।
১৬১৭
নেটাগরিকদের একাংশের মতে, ‘৭৭৭’ কেবল একটি সংখ্যা নয়, এটি একটি আধ্যাত্মিক চিহ্নও। সংখ্যাতত্ত্বে ৭ সংখ্যাটি ভাগ্য, নতুন সূচনা এবং ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত। এই সংখ্যাটিকে জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করার বা আরও ভাল কিছুর দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় বলে দাবি করেছেন তাঁরা।
১৭১৭
‘৭৭৭’ সংখ্যাটি গেমিং জগতেও বিখ্যাত। বিশেষ করে ক্যাসিনো ধাঁচের খেলাগুলিতে। এটিকে একটি বিজয়ী সংখ্যা হিসাবে দেখা হয়। জ্যাকপট জয়ের লক্ষণ বলেও মনে করা হয়। যখনই এই সংখ্যাটি ট্রেন্ডিং হতে শুরু করে, তখন অনেকেই ধরে নেন যে জয়ের আনন্দ উদ্যাপন করতে চলেছেন খেলোয়াড়েরা।