‘দ্য গার্ডিয়ানের’ প্রতিবেদন অনুসারে, ফ্রান্স জুড়ে ১৮৬টিরও বেশি স্কি রিসর্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সেয়ুজ়ও। এটি ফরাসি দেশের প্রাচীনতম স্কি রিসর্টগুলির মধ্যে একটি। যে কোনও স্কি রিসর্টকে লাভের মুখ দেখতে হলে অন্তত তিন মাস খোলা রাখতে হয়। ২০১৬ ও ২০১৭ সালে সেই সুযোগ পাননি রিসর্ট কর্তৃপক্ষ।
২০১৮ সালেই শেষ বারের মতো মাত্র দেড় মাস পর্যটকদের স্বাগত জানিয়েছিল রিসর্টটি। আজ, ফ্রান্স জুড়ে পরিত্যক্ত অসংখ্য স্কি রিসর্টের মধ্যে একটিতে পর্যবসিত হয়েছে সেয়ুজ়। বরফের রাজ্যে গজিয়ে ওঠা যে রিসর্টে পর্যটক গমগম করত এখন সেখানে শীতল নীরবতা। কনকনে হাওয়া ছুঁয়ে যায় কেব্ল কারের খাঁচাগুলো। কাঠের বাড়িগুলি মূক দর্শকের মতো দাঁড়িয়ে শুধু অস্তিত্বের দাবি করে।
স্থানীয় কমিউনিটি কাউন্সিলের সভাপতি মিশেল রিকো-চার্লস সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রতি মরসুমে শুধুমাত্র সেয়ুজ় খোলার খরচ ৪ লক্ষ ৫০ হাজার ইউরো। তাই পর্যটক না এলে খোলা রাখার চেয়ে বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন রিসর্ট কর্তৃপক্ষ। পর পর দু’বছর তাঁরা রিসর্টটি চালু করেননি। ঋণের ফাঁদ এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরাসি দেশটিতে বর্তমানে ৬৩ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে ১১৩টি স্কি লিফ্ট পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর প্রায় তিন-চতুর্থাংশ সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে। মাউন্টেন ওয়াইল্ডারনেস অ্যাসোসিয়েশনের অনুমান অনুসারে, ফ্রান্সের পাহাড়ের চারপাশে ৩ হাজারেরও বেশি পরিত্যক্ত কাঠামো রয়েছে। ধীরে ধীরে তা ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ বন্যভূমিকে ফোঁপরা করছে। শুধু বন্ধ হয়ে যাওয়া স্কিয়ের যন্ত্রাংশ নয়, পাহাড়ের গায়ে পেঁচিয়ে রয়েছে পুরনো তার, কাঁটাতারের টুকরো, বেড়া এবং পুরনো যন্ত্রপাতি।
আল্পসের ক্ষয়ে সেয়ুজ়ের অবদানও কম নয়। লিফ্টের নীচের অংশে থাকা ছোট কাঠের কেবিন তাপবিরোধী পদার্থ ক্ষয় করছে। স্কি করার যে লেন তৈরি করা হয় তা চিহ্নিত করার জন্য ব্যবহৃত দড়িগুলি ছিঁড়ে গিয়েছে। প্লাস্টিকের টুকরোগুলি খসে খসে পড়ছে। স্কি লিফ্টের প্রতিটি প্রান্তে থাকা পুরনো শেডগুলিতে প্রায়শই ট্রান্সফরমার, অ্যাসবেস্টস, মোটর তেল এবং গ্রিজ় থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই পদার্থগুলি মাটি এবং জলে মিশে যায়।
পরিবেশবিদ নিকোলাস ম্যাসন জানিয়েছেন, আল্পসের ল্যান্ডস্কেপ থেকে স্কিইং প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। অনেক নিচু অঞ্চল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এক ডিগ্রিরও ভগ্নাংশের তাপমাত্রার হেরফের পাহাড়ের পরিবেশের সব কিছু বদলে দেয়। তুষারপাত হওয়া এবং তুষারপাত না হওয়ার নেপথ্যে এটাই বড় কারণ। ম্যাসনের মতে হয়তো ১০, ২০ কিংবা ৫০ বছর লাগতে পারে আল্পসের স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে।
গবেষণায় দেখা গেছে যে বিশ্বব্যাপী তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে চলমান স্কি রিসর্টগুলির অর্ধেকেরও বেশিতে খুব কম তুষারপাতের আশঙ্কা থাকে। যে রিসর্টগুলি বেশি উচ্চতায় রয়েছে তাদের পারমাফ্রস্ট হ্রাসের ঝুঁকি থাকে। ফলে খুঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়। কিছু রিসর্ট, যেমন সেন্ট-হোনোরে নির্মাণ শেষ হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে পড়ে। বড় রিসর্টগুলি, যাদের নতুন পিস্ট এবং কৃত্রিম তুষার বিনিয়োগ করার মতো ট্যাঁকের জোর থাকে তারাই কেবলমাত্র টিকে থাকার জন্য লড়াই করে চলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy