Advertisement
০৩ মে ২০২৪
West Bengal Weather Update

বৃষ্টির গা-জোয়ারিতে শীত কি কোণঠাসা হয়ে গেল? পূর্বাভাসে কোন সংবাদ দিচ্ছে হাওয়া অফিস

নিম্নচাপ ও বৃষ্টির চোখরাঙানিতে চলে যেতে বসেছে ঠান্ডা। শুক্রবারও সারা দিন হালকা থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছয় জেলা, জানিয়েছে হাওয়া অফিস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১১
Share: Save:
০১ ১২
মাঘ মাসের আচমকা বৃষ্টি নাজেহাল করে রেখেছে রাজ্যবাসীকে। বছরের গোড়া থেকে হাতে গুণে কয়েক দিন আরামের শীত থাকার পরেই নিম্নচাপ ও বৃষ্টির চোখরাঙানিতে প্রায় পালাতে বসেছে ঠান্ডা। শুক্রবারও সারাদিন অল্প থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছয় জেলা, জানিয়েছে হাওয়া অফিস।

মাঘ মাসের আচমকা বৃষ্টি নাজেহাল করে রেখেছে রাজ্যবাসীকে। বছরের গোড়া থেকে হাতে গুণে কয়েক দিন আরামের শীত থাকার পরেই নিম্নচাপ ও বৃষ্টির চোখরাঙানিতে প্রায় পালাতে বসেছে ঠান্ডা। শুক্রবারও সারাদিন অল্প থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছয় জেলা, জানিয়েছে হাওয়া অফিস।

০২ ১২
এখন প্রশ্ন হল, এই বৃষ্টি থামলেই কি ফিরে আসবে জাঁকিয়ে ঠান্ডা? এ দিন, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির প্রাবল্য বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।

এখন প্রশ্ন হল, এই বৃষ্টি থামলেই কি ফিরে আসবে জাঁকিয়ে ঠান্ডা? এ দিন, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির প্রাবল্য বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।

০৩ ১২
এর মধ্যে কালিম্পঙের কোথাও কোথাও এ দিন শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এর মধ্যে কালিম্পঙের কোথাও কোথাও এ দিন শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

০৪ ১২
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

০৫ ১২
বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় প্রায় দুই ডিগ্রি কমেছে।

বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় প্রায় দুই ডিগ্রি কমেছে।

০৬ ১২
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।

০৭ ১২
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি।

০৮ ১২
শুক্রবার সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের মতো শুক্রবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।

শুক্রবার সারা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের মতো শুক্রবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।

০৯ ১২
শীত নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই।

শীত নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই।

১০ ১২
মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে।

১১ ১২
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।

১২ ১২
সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE