Advertisement
০৮ অক্টোবর ২০২৪

এই পোষ্যদের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন

২০১৪-র হিন্দি ছবি ‘এন্টারটেনমেন্ট’-এর কথা মনে আছে? তাঁর নামেই ছবির নাম হয়েছিল ‘এন্টারটেনমেন্ট’। শুধু তাই নয়, সে-ই ছিল ছবির হর্তা-কর্তা-বিধাতা। বিশাল সম্পত্তির মালিক ছিল এই জার্মান শেফার্ড কুকুরটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১১:১৮
Share: Save:
০১ ১০
গনথার: <br> 
পৃথিবীর সবচেয়ে ধনী পশু গনথার। ১৪৫ মিলিয়ন অর্থাৎ ১৪.৫ কোটি ডলারের মালিক এই জার্মান শেফার্ড কুকুরটি। <br> মালকিন কাউন্টিজ কার্লোটা লিবেন্সটেনের মৃত্যুর পর এই বিপুল পরিমাণ সম্পত্তি <br> পেয়েছিল গনথার। এই মুহূর্তে সে ম্যাডানোর মিয়ামির বাংলোর মালিকও বটে।

গনথার: <br> পৃথিবীর সবচেয়ে ধনী পশু গনথার। ১৪৫ মিলিয়ন অর্থাৎ ১৪.৫ কোটি ডলারের মালিক এই জার্মান শেফার্ড কুকুরটি। <br> মালকিন কাউন্টিজ কার্লোটা লিবেন্সটেনের মৃত্যুর পর এই বিপুল পরিমাণ সম্পত্তি <br> পেয়েছিল গনথার। এই মুহূর্তে সে ম্যাডানোর মিয়ামির বাংলোর মালিকও বটে।

০২ ১০
ব্ল্যাকি: <br> 
আড়াই কোটি ডলারের মালিক এই বিড়াল। মালিক বিন রিয়ার মৃত্যুর পর তাঁর সম্পত্তি পায় বিনের বেস্ট ফ্রেন্ড ব্ল্যাকি। <br> এখনও পর্যান্ত বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নামও তুলেছে ব্ল্যাকি।

ব্ল্যাকি: <br> আড়াই কোটি ডলারের মালিক এই বিড়াল। মালিক বিন রিয়ার মৃত্যুর পর তাঁর সম্পত্তি পায় বিনের বেস্ট ফ্রেন্ড ব্ল্যাকি। <br> এখনও পর্যান্ত বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নামও তুলেছে ব্ল্যাকি।

০৩ ১০
গিগো: <br> 
লাল পালকের এই মুরগিই ১ কোটি ডলার সম্পত্তির মালিক। জাতে সে স্কটল্যান্ডের ডাম্পি মুরগি। পাবলিশিং কোম্পানির <br> মালিক মাইলস গ্ল্যাকওয়েল ছিলেন গিগোর মালিক। তাঁর উইল অনুযায়ী সম্পত্তি পায় গিগো।

গিগো: <br> লাল পালকের এই মুরগিই ১ কোটি ডলার সম্পত্তির মালিক। জাতে সে স্কটল্যান্ডের ডাম্পি মুরগি। পাবলিশিং কোম্পানির <br> মালিক মাইলস গ্ল্যাকওয়েল ছিলেন গিগোর মালিক। তাঁর উইল অনুযায়ী সম্পত্তি পায় গিগো।

০৪ ১০
ট্রাবল: <br> 
দেখতে পুঁচকে। সম্পত্তিতে নয়। শিল্পপতি লিওনা হেল্মসলে ছিলেন জাতে মালটেস টেরিয়র ট্রাবলের মালকিন। <br> যিনি তাঁর পোষ্যের জন্য রেখে গিয়েছিলেন ১৬ লক্ষ ডলার।

ট্রাবল: <br> দেখতে পুঁচকে। সম্পত্তিতে নয়। শিল্পপতি লিওনা হেল্মসলে ছিলেন জাতে মালটেস টেরিয়র ট্রাবলের মালকিন। <br> যিনি তাঁর পোষ্যের জন্য রেখে গিয়েছিলেন ১৬ লক্ষ ডলার।

০৫ ১০
টিনা ও কেট: <br> 
দেখতে নরম সরম, ভোলাভালা। কে বলবে এই যুগলই ৭ লক্ষ ২০ হাজার ডলারের মালিক। মালিক নোরা <br> হার্ডওয়েল এদের যত্নের জন্য রেখে গিয়েছেন এই বিপুল পরিমাণ সম্পত্তি।

টিনা ও কেট: <br> দেখতে নরম সরম, ভোলাভালা। কে বলবে এই যুগলই ৭ লক্ষ ২০ হাজার ডলারের মালিক। মালিক নোরা <br> হার্ডওয়েল এদের যত্নের জন্য রেখে গিয়েছেন এই বিপুল পরিমাণ সম্পত্তি।

০৬ ১০
সিলভারস্টোন: <br> 
২ লক্ষ ৭০ হাজার ডলারের মালিক সিলভারস্টোন। ৫০ বছর বয়সের এই কচ্ছপ, বুক শপ টাইকুন ক্রিস্টিনা ফয়লির পোষ্য।<br> সিলভারস্টোনের জন্য উইল করে ২৭ হাজার ডলার রেখে গিয়েছেন ক্রিস্টিনা।

সিলভারস্টোন: <br> ২ লক্ষ ৭০ হাজার ডলারের মালিক সিলভারস্টোন। ৫০ বছর বয়সের এই কচ্ছপ, বুক শপ টাইকুন ক্রিস্টিনা ফয়লির পোষ্য।<br> সিলভারস্টোনের জন্য উইল করে ২৭ হাজার ডলার রেখে গিয়েছেন ক্রিস্টিনা।

০৭ ১০
টিঙ্কার: <br> 
১ লক্ষ ৬০ হাজার ডলারের মালিক এই পার্সিয়ান বিড়াল টিঙ্কার। ২০০৩ সালে তার মালকিন মার্গারেট লিনি ৮৯ বছর <br> বয়সে মারা যান। তারপর থেকেই মার্গারেটের সমস্ত সম্পত্তির মালিক টিঙ্কার।

টিঙ্কার: <br> ১ লক্ষ ৬০ হাজার ডলারের মালিক এই পার্সিয়ান বিড়াল টিঙ্কার। ২০০৩ সালে তার মালকিন মার্গারেট লিনি ৮৯ বছর <br> বয়সে মারা যান। তারপর থেকেই মার্গারেটের সমস্ত সম্পত্তির মালিক টিঙ্কার।

০৮ ১০
তোমাসিনো: <br> 
শিল্পপতি মারিয়া আসুন্টার প্রিয় পোষ্য ছিল তোমাসিনো। মারা যাওয়ার আগে তাই তোমাসিনোর দেখাশোনার <br> জন্য প্রায় দেড় কোটি ডলার রেখে গিয়েছিলেন তিনি।

তোমাসিনো: <br> শিল্পপতি মারিয়া আসুন্টার প্রিয় পোষ্য ছিল তোমাসিনো। মারা যাওয়ার আগে তাই তোমাসিনোর দেখাশোনার <br> জন্য প্রায় দেড় কোটি ডলার রেখে গিয়েছিলেন তিনি।

০৯ ১০
জাসপার: <br> 
ল্যাব্রাডর-ডোবারম্যানের মিশ্র প্রজাতির জাসপারকে দত্তক নিয়েছিলেন তাঁর মালকিন ডায়না মেবুর্গ। ৭৪ বছর বয়সে <br> ডায়না যখন মারা যান তখন ৫০ হাজার ডলারের মালিক হয় জাসপার।

জাসপার: <br> ল্যাব্রাডর-ডোবারম্যানের মিশ্র প্রজাতির জাসপারকে দত্তক নিয়েছিলেন তাঁর মালকিন ডায়না মেবুর্গ। ৭৪ বছর বয়সে <br> ডায়না যখন মারা যান তখন ৫০ হাজার ডলারের মালিক হয় জাসপার।

১০ ১০
বাবল: <br> 
মাইকেল জ্যাকসনের শিম্পাঞ্জি বাবল নাকি মাইকেলের সঙ্গে একই টেবলে বসে ডিনার করত। বাবলকেই নিজের প্রথম ছেলে <br> বলতেন পপ সম্রাট। মারা যাওয়ার আগে বাবলের দেখাশোনার জন্য ২০ লক্ষ ডলার রেখে গিয়েছিলেন জ্যাকসন।

বাবল: <br> মাইকেল জ্যাকসনের শিম্পাঞ্জি বাবল নাকি মাইকেলের সঙ্গে একই টেবলে বসে ডিনার করত। বাবলকেই নিজের প্রথম ছেলে <br> বলতেন পপ সম্রাট। মারা যাওয়ার আগে বাবলের দেখাশোনার জন্য ২০ লক্ষ ডলার রেখে গিয়েছিলেন জ্যাকসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE