পি-২৫ শ্রেণির গাইডেড মিসাইল করভেট বা খুকরি শ্রেণির নকশা দিয়ে তৈরি জাহাজগুলির মধ্যে অন্যতম আইএনএস খঞ্জর। এই যুদ্ধযানটি থেকে তিন রকম বন্দুক ব্যবহার করা সম্ভব। মূলত তিন ধরনের বন্দুক রয়েছে এই জাহাজে— দূরপাল্লার, মাঝারিপাল্লার এবং স্বল্পপাল্লার। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে এর অবিচ্ছিন্ন টহলদারি ভারতের সামুদ্রিক অঞ্চলের সুরক্ষাকে আরও আঁটসাঁট করে তুলেছে।
একটি ৭৬ মিমির একে-১৭৬ বন্দুক এবং দু’টি ৩০ মিমি একে-৬৩০ বন্দুক ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং আকাশ হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে জাহাজটিকে। অত্যাধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারস্যুট এবং সেন্সর যে কোনও সামুদ্রিক সংঘর্ষের জন্য প্রস্তুত করে তুলেছে রণতরীটিকে। সে কারণে জাহাজটিকে করভেট শ্রেণির মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী বলে মনে করা হয়।
আইএনএস কোরাকে ভারতীয় নৌবাহিনীর স্বনির্ভরতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। রাডার ক্রস-সেকশন নকশা আধুনিক সামুদ্রিক সমরকৌশলের জন্য একে উপযুক্ত করে তুলেছে। এই শ্রেণির জাহাজটি ভারতের নতুন প্রজন্মের করভেটের ভিত্তি স্থাপন করেছিল। আজও তা ভারতীয় জলসীমা রক্ষার জন্য বিভিন্ন ভূমিকায় ব্যবহৃত হচ্ছে। গত ২৫ বছর ধরে ক্রমাগত সংস্কারের মাধ্যমে, জাহাজটি কর্মক্ষমতা বজায় রেখেছে। বঙ্গোপসাগর জুড়ে টহল দেওয়া ছাড়াও বিদেশি জাহাজের গতিবিধির উপর নজরদারি করে থাকে জাহাজটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy