দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ও ধ্বংসাত্মক যুদ্ধ। এই যুদ্ধে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগর জুড়ে সংঘর্ষ চলেছিল। এর ফলে যুদ্ধক্ষেত্রে নানা ধরনের আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়। কোথাও তীব্র ঠান্ডা, কোথাও মরুভূমি, কোথাও গরম ও আর্দ্র আবহাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক দিকে ছিল অক্ষশক্তি, অন্য দিকে মিত্রশক্তি। অক্ষশক্তির মধ্যে ছিল জার্মানি, ইতালি এবং জাপান। অন্য দিকে মিত্রশক্তিতে প্রধান যে দেশগুলি ছিল সেগুলি হল ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন। শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হয় অক্ষশক্তির দেশগুলি।
মিত্রশক্তি যুদ্ধে জিতলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপুল। অন্য দেশের তুলনায় কম হলেও ক্ষতি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রেরও। আবহাওয়া পরিবর্তন কোনও যুদ্ধে যে কত বড় সমস্যার কারণ হতে পারে তা মার্কিন প্রশাসন ভাল ভাবে টের পেয়েছিল। যুদ্ধের সময় তাদের জাহাজে বরফ জমে যেত। অস্ত্র এবং রাডার অকেজো হয়ে পড়ত। পাশাপাশি ইঞ্জিন, জ্বালানি ঠান্ডায় জমে যাওয়ার মতো পরিস্থিতিরও সম্মুখীন হয় মার্কিন সেনাবাহিনী। যথাযথ শীতবস্ত্র না পাওয়ায় ফ্রস্টবাইটের মতো অসুস্থতায় ভুগতে হয় বেশ কিছু সেনাকে। টহলদারির সময় উত্তর আটলান্টিকে মার্কিন ও ব্রিটিশ জাহাজ বার বার ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠান্ডার কারণে। যদিও এত সমস্যার সম্মুখীন হয়েও শেষ পর্যন্ত জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি।