ফুল, ফল তো ছেড়েই দিন। সব্জি, ডাল, তেলবীজ-সহ প্রায় সব শস্য তৈরিতে বিশেষ ভূমিকা রাখে মৌমাছি। বেশ কিছু গবেষণা অনুযায়ী, মৌমাছি রয়েছে বলেই পৃথিবী চলছে। কারণ একমাত্র এই কীট প্রত্যক্ষ ভাবে চাষের সঙ্গে যুক্ত। গবেষকেরা বলেন, বিশ্বে মোট ফসলের প্রায় ৭৫ শতাংশের পরাগায়ণ নির্ভরশীল মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের উপর।