দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালোচিস্তানে এ বার মার্কিন নৌঘাঁটি? সেখান থেকে ইরান ও আফগানিস্তানের উপর নজরদারি চালাবে আমেরিকা? আরব সাগরের উপকূলে যুক্তরাষ্ট্রকে নতুন বন্দর তৈরির প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। সেই খবর প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্নে তুঙ্গে উঠেছে জল্পনা। বিশ্লেষকদের একাংশের অবশ্য দাবি, বন্দর নির্মাণে ওয়াশিংটনকে ডেকে ‘খাল কেটে কুমির আনছে’ ভারতের পশ্চিমের প্রতিবেশী। অন্য দিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে গোটা ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে নয়াদিল্লি।
ব্রিটিশ গণমাধ্যম ‘ফিন্যান্সশিয়াল টাইম্স’-এর প্রতিবেদন অনুযায়ী, বালোচিস্তানের সমুদ্র তীরবর্তী শহর পাসনিতে বন্দর নির্মাণের প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে পাক প্রশাসন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওয়াশিংটনের সামনে গোটা পরিকল্পনাটি রাখেননি প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের এক শীর্ষ আধিকারিকের কাছে সংশ্লিষ্ট প্রস্তাবটি তুলে ধরেন ইসলামাবাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এক পরামর্শদাতা। প্রস্তাবিত প্রকল্পে রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের অন্তর্ভুক্তি থাকায় দানা বেঁধেছে সন্দেহ।