চিনের নাকের ডগায় মার্কিন বিষফোড়া! বেজিঙের রক্তচাপ বাড়িয়ে তাইল্যান্ডে (আগে নাম ছিল শ্যামদেশ) সেনাঘাঁটি বানাতে চলেছে যুক্তরাষ্ট্র। এই খবর প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছে ব্যাঙ্ককের রাজনীতি। সেখানকার বিরোধী দলগুলির দাবি, দক্ষিণ-পশ্চিম উপকূলের ফাং নাগা নৌছাউনিতে একটি সামরিক ঘাঁটি নির্মাণে তৎপর হচ্ছে আমেরিকা। ওয়াশিংটনের শুল্ক-বাণ থেকে বাঁচতে এ ব্যাপারে তাইল্যান্ডের সরকার সবুজ সঙ্কেত দিতে চলেছে বলে তীব্র হয়েছে জল্পনা।
গত শতাব্দীর ঠান্ডা যুদ্ধের সময়ে ব্যাঙ্ককের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তোলে ওয়াশিংটন। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণকে নিরঙ্কুশ করতে তাইল্যান্ডের কৌশলগত অবস্থানকে কাজে লাগাতে চেয়েছিলেন মার্কিন নৌসেনা অফিসারেরা। আর তাই ১৯৫৫ থেকে ১৯৭৫ সালের মধ্যে চলা ভিয়েতনাম যুদ্ধের সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ছোট-বড় মিলিয়ে আমেরিকার সেনাঘাঁটি ছিল সাতটি।