Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
QUAD Uncertainty

দিল্লিকে ‘তাড়িয়ে’ ফিলিপিন্সকে নিয়ে নতুন দল গঠন? ট্রাম্পের ভারত সফর নিয়ে ধোঁয়াশায় বাজল কোয়াডের মৃত্যুঘণ্টা!

নভেম্বরে চিনবিরোধী চতুঃশক্তি জোট কোয়াডের বৈঠকে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীটির ‘অপমৃত্যু’ হতে চলেছে বলে তুঙ্গে উঠেছে জল্পনা। কেউ কেউ অবশ্য বলছেন, ওই সংগঠন থেকে নয়াদিল্লিকে বার করে ফিলিপিন্সকে জুড়তে চাইছে আমেরিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ০৭:২৬
Share: Save:
০১ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

শুল্কযুদ্ধ থেকে পাকিস্তান প্রেম। কিংবা এ দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলে বিষোদ্গার। ডোনাল্ড ট্রাম্পের ‘হঠকারী’ পদক্ষেপে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে শুরু হয়েছে টানাপড়েন। দু’তরফে করা যায়নি কোনও বাণিজ্যচুক্তি। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে কোয়াডের বৈঠক এড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই সংশ্লিষ্ট গোষ্ঠীটির অচিরেই ‘অপমৃত্যু’ ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। স্বাভাবিক ভাবেই এই ইস্যুতে চওড়া হয়েছে নয়াদিল্লির কপালের ভাঁজ।

০২ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

কোয়াড অর্থাৎ ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ অথবা চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ। ভারত এবং যুক্তরাষ্ট্র ছাড়াও সংশ্লিষ্ট গোষ্ঠীটির সদস্যপদ রয়েছে জাপান এবং অস্ট্রেলিয়ার। চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে এর রাষ্ট্রপ্রধানদের বৈঠকে বসার কথা রয়েছে। ওয়াশিংটনের একটি সূত্রকে উদ্ধৃত করে ‘দ্য ইউরেশিয়ান টাইম্স’ জানিয়েছে, এ বারের কোয়াডের বৈঠকে ট্রাম্প যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সংশ্লিষ্ট জোটটি নিয়ে তাঁর সরকারের যে আগ্রহ কমেছে, তা বলাই বাহুল্য।

০৩ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

২০০৭ সালে কোয়াডের জন্ম হলেও মাত্র এক বছরের মধ্যেই ‘শীতঘুমে’ চলে যায় এই সংগঠন। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ফের একে পুনরুজ্জীবিত করেন ট্রাম্প। সেটা ছিল ২০১৭ সাল। পরবর্তী আট বছরে ধীরে ধীরে সুনির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে এগোয় এই চতুঃশক্তি জোট। কিন্তু দ্বিতীয় বার ক্ষমতায় এসে বর্ষীয়ান মার্কিন প্রেসিডেন্ট গোটা প্রক্রিয়ায় যে জল ঢেলেছেন, তাতে কোনও সন্দেহ নেই।

০৪ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা কোয়াড নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ হারানোর নেপথ্যে একাধিক কারণ খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘ দিন ধরেই এই গোষ্ঠীটিকে একটি সামরিক জোট হিসাবে গড়ে তুলতে চাইছে আমেরিকা। কিন্তু, তাতে আপত্তি রয়েছে নয়াদিল্লির। দ্বিতীয়ত, সীমান্ত বিবাদকে কেন্দ্র করে চিনের বিরুদ্ধে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আরও বেশি করে সুর চড়াক, চাইছে ওয়াশিংটন। অন্য দিকে বেজিঙের সঙ্গে সংঘাত দ্বিপাক্ষিক ভাবে মিটিয়ে নিতে বেশি আগ্রহী ভারত।

০৫ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

কোয়াডের মূল উদ্দেশ্য হল ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনা ‘দৌরাত্ম্য’ হ্রাস। সূত্রের খবর, নয়াদিল্লিকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্যপূরণ সম্ভব নয় বলে মনে করছে ওয়াশিংটন। ট্রাম্প চাইছেন, কোয়াডকে শক্তিশালী করতে শুধুমাত্র ওয়াশিংটনের থেকে হাতিয়ার কিনুক এ দেশের ফৌজ। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে মোদী সরকারের ঘনিষ্ঠতা নিয়ে প্রবল আপত্তি রয়েছে তাঁর। উল্টো দিকে, যে কোনও ধরনের একমুখী জোটে যেতে নারাজ ভারত।

০৬ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

এ ছাড়া প্রস্তাবিত বাণিজ্যচুক্তি নিয়ে ‘অনর্থক’ নয়াদিল্লির উপর চাপ তৈরির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের উপরে। এ দেশের পণ্যে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে অত্যধিক ‘মাখামাখি’ করতে দেখা যাচ্ছে তাঁকে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সামান্য চিড় ধরেছে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে কোয়াড-ধ্বংসের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, বলছেন বিশ্লেষকেরা।

০৭ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

এ দেশের পণ্যে ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর চুপ করে বসে থাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগস্ট-সেপ্টেম্বরে ‘সাংহাই সহযোগিতা সংস্থা’ বা এসসিওর (সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন) বৈঠকে যোগ দিতে চিন সফর করেন তিনি। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে ড্রাগন প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে কথা হয় তাঁর। এতে ওয়াশিংটনের রক্তচাপ যে বেড়েছিল, তা বলার অপেক্ষা রাখে না।

০৮ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

চতুঃশক্তি জোটে জাপান এবং অস্ট্রেলিয়া থাকলেও ভারত এবং আমেরিকাকে এর মূল ভরকেন্দ্র বলা যেতে পারে। সংবাদসংস্থা ‘দ্য ইউরেশিয়ান টাইম্স’-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জেরে কোয়াডে অদলবদল চাইছে ওয়াশিংটন। সেখানে ভারতকে বাদ দিয়ে ফিলিপিন্সকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনেরই সকলে একমত নন।

০৯ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

গত ১ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে জাপান, অস্ট্রেলিয়া এবং ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেথ। ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় বার সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে এই ধরনের আলোচনা করলেন তিনি। পরে চারটি রাষ্ট্রের তরফে জারি করা যৌথ বিবৃতিতে সরাসরি নাম করে চিনকে দেওয়া হয় কড়া হুঁশিয়ারি। এত দিন পর্যন্ত কোয়াডের বৈঠকে যা নয়াদিল্লি, ওয়াশিংটন, টোকিয়ো এবং ক্যানবেরাকে করতে দেখা গিয়েছে।

১০ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

মার্কিন যুদ্ধসচিবের এই বৈঠকের পরেই কোয়াডে সদস্য বদলের ব্যাপারে তুঙ্গে ওঠে জল্পনা। সাবেক সেনাকর্তাদের একাংশের দাবি, ফিলিপিন্সকে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করে সেখানে একটি সেনাঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। তবে চতুঃশক্তি জোট থেকে ভারতকে বার করে দেওয়া আমেরিকার পক্ষে মোটেই সহজ নয়। কারণ, জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তির দিক থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নয়াদিল্লির মতো যুক্তরাষ্ট্রের আর কোনও ঘনিষ্ঠ ‘কৌশলগত অংশীদার’ নেই।

১১ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

তবে কোয়াডে সদস্য বদল হলে চিনকে মোকাবিলার ক্ষেত্রে ভারতের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রের সমর্থন হারাবে ওয়াশিংটন। সে ক্ষেত্রে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব গিয়ে পড়বে যুক্তরাষ্ট্রের ঘাড়ে। আর তাই সংশ্লিষ্ট চতুঃশক্তি জোটটির সম্প্রসারণ চাইছে ট্রাম্প প্রশাসনের একাংশ, খবর সূত্রের। ফলে কোয়াডে ফিলিপিন্সের অন্তর্ভুক্তি সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

১২ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

বিশেষজ্ঞদের কথায়, আমেরিকা জানে কোয়াডের সম্প্রসারণে ফিলিপিন্সের অন্তর্ভুক্তি হলে কোনও আপত্তি করবে না ভারত। কারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ভাল। সম্প্রতি ম্যানিলাকে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে নয়াদিল্লি। চিনা রণতরীগুলিকে নিশানা করতে ওই ব্রহ্মাস্ত্রটিকে বাহিনীর বহরে শামিল করেছে ফিলিপিন্স। এতে দু’তরফে সম্পর্ক বেশ মজবুত হয়েছে।

১৩ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

মার্কিন বিশ্লেষকদের অপর অংশের দাবি, কোয়াডকে রেখেই ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আর একটি সংগঠন গড়ে তুলতে চাইছে আমেরিকা। তাতে জাপান এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি থাকবে ফিলিপিন্স। কোয়াড ছাড়াও এই অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন আরও একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। তার নাম ‘অকাস’। যুক্তরাষ্ট্র ছাড়া এর সদস্যপদ পেয়েছে অস্ট্রেলিয়া এবং গ্রেট ব্রিটেন (পড়ুন ইউনাইটেড কিংডম)।

১৪ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

কুয়ালা লামপুরে আমেরিকার যুদ্ধসচিবের সঙ্গে বৈঠকের পর ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রতিরক্ষা পরিকাঠামো বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া, জাপান এবং ফিলিপিন্স। আগামী বছর ‘বালিকাতান-২০২৬’ যৌথ সামরিক মহড়ার আয়োজন করবে ম্যানিলা। সেখানে বাকি সদস্য দেশগুলির ফৌজকে অংশ নিতে দেখা যাবে বলে জানিয়েছেন ট্রাম্পের ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্য পিট হেগসেথ।

১৫ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

‘দ্য ইউরেশিয়ান টাইমস’ জানিয়েছে, কোয়াড সম্প্রসারণের মাধ্যমে ধীরে ধীরে চিনকে ঘিরতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বেজিঙের বিরুদ্ধে শুল্কযুদ্ধে খুব একটা এঁটে উঠতে পারেননি তিনি। উল্টে আমেরিকায় বিরল খনিজের রফতানি কমিয়েছে ড্রাগন সরকার। ফলে বৈদ্যুতিন সামগ্রী থেকে শুরু করে মহাকাশ গবেষণা বা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে বিপদ বেড়েছে ওয়াশিংটনের। আর তাই চতুঃশক্তি জোটকে কলেবরে বাড়িয়ে মান্দারিনভাষীদের উপর ভূ-রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছেন ট্রাম্প।

১৬ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

নভেম্বরের গোড়ায় জাপান, অস্ট্রেলিয়া এবং ফিলিপিন্সের পাশাপাশি কুয়ালা লামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন যুদ্ধসচিব পিট হেগসেথ। এর পর ১০ বছরের জন্য একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেন তাঁরা। সেখানে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের যৌথ উদ্যোগে হাতিয়ার তৈরির কথাও বলা রয়েছে।

১৭ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

গত জানুয়ারিতে ট্রাম্প শপথ নেওয়ার পরই কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। জুলাইয়ে দ্বিতীয় বারের জন্য আলোচনায় বসেন তাঁরা। পরবর্তী সময়ে আলাস্কায় মার্কিন ফৌজের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেয় ভারতীয় সেনা।

১৮ ১৮
US may replace India with Philippines in QUAD, creates uncertainty in this anti-China organisation

ফলে কোয়াডের ভবিষ্যৎ এখনই ‘বিশ বাঁও জলে’, এ কথা মানতে নারাজ বিশ্লেষকদের একাংশ। এ বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। সেখানে সাফল্য এলে দু’তরফে অনেকটাই মিটে যাবে শুল্কের সমস্যা। তখন ফের এক টেবলে চতুঃশক্তি জোটের নেতা-নেত্রীদের বসতে দেখা যায় কি না, তার উত্তর দেবে সময়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy