শুল্কযুদ্ধ থেকে পাকিস্তান প্রেম। কিংবা এ দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলে বিষোদ্গার। ডোনাল্ড ট্রাম্পের ‘হঠকারী’ পদক্ষেপে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে শুরু হয়েছে টানাপড়েন। দু’তরফে করা যায়নি কোনও বাণিজ্যচুক্তি। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে কোয়াডের বৈঠক এড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই সংশ্লিষ্ট গোষ্ঠীটির অচিরেই ‘অপমৃত্যু’ ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। স্বাভাবিক ভাবেই এই ইস্যুতে চওড়া হয়েছে নয়াদিল্লির কপালের ভাঁজ।
কোয়াড অর্থাৎ ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ অথবা চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ। ভারত এবং যুক্তরাষ্ট্র ছাড়াও সংশ্লিষ্ট গোষ্ঠীটির সদস্যপদ রয়েছে জাপান এবং অস্ট্রেলিয়ার। চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে এর রাষ্ট্রপ্রধানদের বৈঠকে বসার কথা রয়েছে। ওয়াশিংটনের একটি সূত্রকে উদ্ধৃত করে ‘দ্য ইউরেশিয়ান টাইম্স’ জানিয়েছে, এ বারের কোয়াডের বৈঠকে ট্রাম্প যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সংশ্লিষ্ট জোটটি নিয়ে তাঁর সরকারের যে আগ্রহ কমেছে, তা বলাই বাহুল্য।