ইরাবতীর তীর থেকে চিনকে উৎখাত করতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে এ বার ‘ছায়াযুদ্ধের’ পুরনো কৌশল নিতে চলেছে ওয়াশিংটন? সূত্রের খবর, ইতিমধ্যেই সেখানে তৎপরতা বাড়িয়েছে আমেরিকার গুপ্তচর বাহিনী ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ বা সিআইএ। এতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দেখা দিতে পারে চরম অস্থিরতা। বিষয়টি জানাজানি হতেই নয়াদিল্লির কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
ভারতের পূর্বের প্রতিবেশী দেশ মায়ানমারে (আগে নাম ছিল বর্মা) এ হেন মার্কিন ‘ষড়যন্ত্রের’ খবর ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যমগুলির শিরোনাম দখল করে নিয়েছে। তাদের দাবি, ইয়াঙ্গনের (সাবেক রেঙ্গুন) জুন্টা সেনা সরকারের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার লক্ষ্যে ধীরে ধীরে এগোচ্ছে ওয়াশিংটন। সেখানে নৌসেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এর মাধ্যমে ভারত মহাসাগরীয় এলাকায় ড্রাগনের প্রবেশ বন্ধ করতে চাইছে আমেরিকা।