ঋণের ভারে বেঁকে যাওয়া দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে সে দেশের জাতীয় ধারের পরিমাণ রেকর্ড উচ্চতায় উঠেছে। এ বার তাই নজিরবিহীন ভাবে বিষয়টি নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করল ‘আন্তর্জাতিক মুদ্রাভান্ডার’ বা আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)। আন্তর্জাতিক সংস্থাটির দাবি, গত ১০০ বছরে এই প্রথম বার ঋণের নিরিখে ইটালি এবং গ্রিসকে ছাপিয়ে যেতে পারে আমেরিকা। অর্থাৎ, এককথায় একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ওয়াশিংটনের অর্থনীতি।