দেশ থেকে তাড়াতে হবে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের কন্যা শি মিংজ়েকে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ অতি-ডানপন্থী রাজনীতিক লরা লুমারের এ হেন দাবি ঘিরে আমেরিকায় শোরগোল। এই বিষয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে উঠেছে ঝড়। ট্রাম্প সমর্থক নেটাগরিকদের একাংশের দাবি, যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন শি-র মেয়ে। কিন্তু সরকারি ভাবে এই নিয়ে ওয়াশিংটন কোনও বিবৃতি না দেওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
সম্প্রতি শি-কন্যা মিংজ়েকে নিয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন লরা। সেখানে তিনি লেখেন, ‘‘চিনা প্রেসিডেন্টের মেয়েকে আমাদের দেশ থেকে বিতাড়িত করার সময়ে চলে এসেছে।’’ এর পর মিংজ়ের ব্যাপারে একগুচ্ছ তথ্য দেন ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ এই রাজনীতিক। তাঁর দাবি, বর্তমানে ম্যাসাচুসেটসে থাকেন শি-কন্যা এবং তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শুধু তা-ই নয়, একটি সূত্রকে উল্লেখ করে লরা এটাও জানিয়েছেন যে, মিংজ়ের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ-কে দিয়ে রেখেছে ‘কমিউনিস্ট পার্টি অফ চায়না’ (সিপিসি)।