ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্ষতবিক্ষত রাশিয়া! কয়েক ঘণ্টার মধ্যে ৪১টা যুদ্ধবিমান ধ্বংস করে মস্কোর বুকে মোক্ষম আঘাত হেনেছে কিভ। ঘটনার চুলচেরা বিশ্লেষণে নেমে ‘ঠান্ডা লড়াই’ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া তৎকালীন সোভিয়েত সরকারের একটি চুক্তিকেই দুষছেন ক্রেমলিনের গোয়েন্দারা। চুক্তির শর্ত মেনে শক্তিশালী বোমারু বিমানকেও অরক্ষিত অবস্থায় খোলা জায়গায় রাখতে বাধ্য হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুঁদে কমান্ডারেরা।
প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, মস্কো-ওয়াশিংটনের ‘নিরস্ত্রীকরণ চুক্তি’কে ঢাল করে যুদ্ধের মধ্যে খেলা ঘুরিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির গুপ্তচর বাহিনী। দূরপাল্লার বোমারু বিমানগুলি খোলা জায়গায় রাখার শর্ত রাশিয়া অক্ষরে অক্ষরে না মানলে, এই ড্রোন হামলা আদৌ সফল হত কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ঘটনা থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট চুক্তিটি থেকে এ বার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট পুতিন। এর ফলে ইউরোপের পাশাপাশি আমেরিকারও যুদ্ধের আগুনে পোড়ার আশঙ্কা রয়েছে।