Advertisement
০৭ নভেম্বর ২০২৪
2024 Military strength ranking

প্রথম আটেও নেই পাকিস্তান, সামরিক শক্তিতে আমেরিকা সেরা! ঘাড়ের কাছে নিশ্বাস চিন, ভারতের

সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমেরিকা। তবে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে রাশিয়া, চিন। খুব বেশি পিছিয়ে নেই ভারতও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১২:২৮
Share: Save:
০১ ১১
সেরার মুকুট নিজেদের মাথায় ধরে রাখল জো বাইডেনের দেশ। সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমেরিকাই।

সেরার মুকুট নিজেদের মাথায় ধরে রাখল জো বাইডেনের দেশ। সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমেরিকাই।

০২ ১১
ঘাড়ের কাছে চিন নিশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনও রয়েছে দু’নম্বরে। কত নম্বরে রয়েছে ভারত?

ঘাড়ের কাছে চিন নিশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনও রয়েছে দু’নম্বরে। কত নম্বরে রয়েছে ভারত?

০৩ ১১
সম্প্রতি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে।

০৪ ১১
ওই তালিকা জানাচ্ছে, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসেবে চিন রয়েছে তৃতীয় স্থানে। গত বছরেও তিন নম্বরে ছিল চিন।

ওই তালিকা জানাচ্ছে, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসেবে চিন রয়েছে তৃতীয় স্থানে। গত বছরেও তিন নম্বরে ছিল চিন।

০৫ ১১
সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান এবং সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা।

সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান এবং সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা।

০৬ ১১
বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। গত বছরেও এই তালিকা অনুযায়ী ভারত চতুর্থ ছিল। অর্থাৎ তালিকায় প্রথম চারটি দেশের কোনও পরিবর্তন হয়নি।

বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। গত বছরেও এই তালিকা অনুযায়ী ভারত চতুর্থ ছিল। অর্থাৎ তালিকায় প্রথম চারটি দেশের কোনও পরিবর্তন হয়নি।

০৭ ১১
‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এ প্রথম দশে থাকা পরের দেশগুলি হল দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইটালি।

‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এ প্রথম দশে থাকা পরের দেশগুলি হল দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইটালি।

০৮ ১১
তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দশের মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স!

তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দশের মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স!

০৯ ১১
গত বছরে প্রথম দশে ফ্রান্স থাকলেও এই বছরে সেই জায়গায় প্রথম দশে স্থান পেয়েছে তুরস্ক। বাকি দেশগুলির স্থান উপর-নীচে হলেও তারা প্রথম দশেই ছিল।

গত বছরে প্রথম দশে ফ্রান্স থাকলেও এই বছরে সেই জায়গায় প্রথম দশে স্থান পেয়েছে তুরস্ক। বাকি দেশগুলির স্থান উপর-নীচে হলেও তারা প্রথম দশেই ছিল।

১০ ১১
ভারতের পড়শি পাকিস্তান গত বছর সাত নম্বরে থাকলেও এই বছরে নেমে এসেছে নবম স্থানে। দক্ষিণ কোরিয়া ছয় থেকে পাঁচে উঠে এসেছে। পাঁচ থেকে ছয়ে নেমেছে ব্রিটেন।

ভারতের পড়শি পাকিস্তান গত বছর সাত নম্বরে থাকলেও এই বছরে নেমে এসেছে নবম স্থানে। দক্ষিণ কোরিয়া ছয় থেকে পাঁচে উঠে এসেছে। পাঁচ থেকে ছয়ে নেমেছে ব্রিটেন।

১১ ১১
বছর দু’য়েক আগে সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’-এ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ জানিয়েছিল, আমেরিকাকে টপকে বিশ্বে পয়লা নম্বর শক্তি হয়ে উঠেছে চিন। সেই সূচকেও ভারত চতুর্থ স্থানে ছিল।

বছর দু’য়েক আগে সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’-এ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ জানিয়েছিল, আমেরিকাকে টপকে বিশ্বে পয়লা নম্বর শক্তি হয়ে উঠেছে চিন। সেই সূচকেও ভারত চতুর্থ স্থানে ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE