প্রেমে পড়েছিলেন এক বলি অভিনেতার। কিন্তু নায়িকার পরিবার ছিল সেই সম্পর্কের ঘোর বিরোধী। নায়ক যে বিবাহিত, চার সন্তানের পিতা। মেয়ের পরকীয়া সম্পর্ককে কোনও ভাবেই মান্যতা দিতে রাজি ছিলেন না তাঁর বাবা-মা। তাই ভবিষ্যৎ নিশ্চিত করতে বলিপাড়ার অন্য নায়কের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছিলেন হেমা মালিনীর। বিয়ের দিনই মত্ত অবস্থায় ধর্মেন্দ্র হাজির হয়ে হেমার বিয়ে ভেঙে দিয়েছিলেন।