বর্তমানে ভারতীয় নৌসেনার হাতে বিমানবাহী রণতরী, উভচর মালবাহী ডক, ল্যান্ডিং শিপ ট্যাঙ্কস, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, পরমাণু শক্তিধর ডুবোজাহাজ, ডিজ়েল চালিত ডুবোজাহাজ, করভেট, লার্জ অফসোর ভেসেল, ফ্লিট ট্যাঙ্কার এবং আনুষঙ্গিক কিছু জলযান রয়েছে। নিখুঁত নিশানায় হামলা করে চোখের নিমেষে শত্রু ঘাঁটি উড়িয়ে দিতে এগুলি সিদ্ধহস্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy