ভেঙ্কটরমনের কথায়, ‘‘বিকাল ৩টে থেকে রাত ১০টার মধ্যে অনুমতি চাওয়া হয়েছিল সভার। টিভিকে এক্স হ্যান্ডলে বলেছিল যে, বিজয় ১২টায় আসবেন। ফলে সকাল ১১টা থেকে জনতা আসতে শুরু করে সভাস্থলে। অন্য দিক, বিজয় পৌঁছোন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। প্রচণ্ড রোদের কারণে লোক জন পর্যাপ্ত খাবার এবং জল ছাড়াই ওখানে দাঁড়িয়ে ছিলেন।’’
সাংবাদিকদের ভেঙ্কটরমন এ-ও জানান, সভার আয়োজকেরা প্রত্যাশিত সংখ্যা ১০ হাজার বলে জানিয়েছিলেন। কিন্তু প্রায় ২৭ হাজার মানুষ সভাস্থলে উপস্থিত ছিলেন। আর সেই বিশাল ভিড় সামলানোর জন্য ছিলেন মাত্র ৫০০ পুলিশকর্মী। ভেঙ্কটরমনের কথায়, ‘‘টিভিকের আগের সমাবেশগুলিতে ভিড় কম ছিল। কিন্তু এ বারের ভিড় প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল।’’
এমন সময় ভিড়ের মাঝে কিছু একটা লক্ষ করেন বিজয়। তাঁর দেহরক্ষী এবং সঙ্গীদের কাছে জলের বোতল চাইতে দেখা যায়। তার পরই সেই বোতল ভিড়ের মাঝে ছুড়ে দেন তিনি। মনে করা হচ্ছে, প্রচণ্ড গরম আর ভিড়ের চাপে কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখেই তিনি জলের বোতল ছুড়ে দিয়েছিলেন। তবে একটি নয়, পর পর বেশ কয়েকটি জলের বোতল ছুড়ে দেন তিনি। সেই মর্মে একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
শনিবারের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনের নেতৃত্বে একটি কমিশন গঠনের ঘোষণা করেছেন। পুলিশের ত্রুটি ছিল না ভিড় বাড়ানোর জন্য ইচ্ছাকৃত ভাবে জনসভায় দেরিতে এসেছিলেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়? তা-ও খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, শনিবারের বিজয়ের জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনা তামিলনাড়ুর রাজনৈতিক সমাবেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিপর্যয় হিসাবে চিহ্নিত করা হচ্ছে।
দক্ষিণ ভারতে বিজয়ের খ্যাতির কথা অবিসংবাদিত। সেই খ্যাতির বিড়ম্বনাও রয়েছে। প্রিয় তারকাকে চাক্ষুষ করার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না। গত বছরের মার্চে তিরুঅনন্তপুরমে দক্ষিণী তারকা থলপতি বিজয়কে দেখতেও জনতার ভিড় এতটাই উপচে পড়েছিল যে, বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হোটেল পর্যন্ত বিজয়কে ধাওয়া করেন অনুরাগীদের একাংশ। তাঁদের দাপাদাপিতে অভিনেতার গাড়ির একাধিক জায়গা তুবড়ে যায়। গাড়ির কাচও ভাঙে। সে রকম এক জন ব্যক্তিত্বের জনসভা নিয়ে কী পুলিশ, প্রশাসন এবং খোদ তাঁর দলের আরও সাবধানী হওয়া উচিত ছিল না? সেই প্রশ্নও তুলছেন দেশের বিভিন্ন মহল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy