Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Soha Ali Khan

সেটে সকলের সামনে সানিকে সপাটে চড় মারেন শর্মিলা-কন্যা! কী এমন করেছিলেন নায়ক?

বলিজগতের ‘অ্যাংগ্রি ম্যান’ হয়ে থাকলেও আসলে সানি স্বভাবে শান্ত প্রকৃতির। সোহার পরিস্থিতি বুঝতে পেরে হাসিমুখে তাঁকে ক্ষমা করে দেন সানি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৬:৩৩
Share: Save:
০১ ১৪
নব্বইয়ের দশকে বক্স অফিস কাঁপানো হিন্দি ছবির তালিকায় অন্যতম হল রাজকুমার সন্তোষী পরিচালিত অ্যাকশন ঘরানার ছবি ‘ঘায়েল’। এই ছবি শুধুমাত্র ভাল ব্যবসাই করেনি, ছবি সানি দেওলের কেরিয়ারে নয়া মাইলফলক গড়ে তুলেছিল।

নব্বইয়ের দশকে বক্স অফিস কাঁপানো হিন্দি ছবির তালিকায় অন্যতম হল রাজকুমার সন্তোষী পরিচালিত অ্যাকশন ঘরানার ছবি ‘ঘায়েল’। এই ছবি শুধুমাত্র ভাল ব্যবসাই করেনি, ছবি সানি দেওলের কেরিয়ারে নয়া মাইলফলক গড়ে তুলেছিল।

০২ ১৪
১৯৯০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ঘায়েল’। এই ছবিতে সানির পাশাপাশি অভিনয় করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, রাজ বব্বর, ওম পুরী, অমরিশ পুরীর মতো তারকারা।

১৯৯০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ঘায়েল’। এই ছবিতে সানির পাশাপাশি অভিনয় করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, রাজ বব্বর, ওম পুরী, অমরিশ পুরীর মতো তারকারা।

০৩ ১৪
২০১৬ সালে মুক্তি পায় ‘ঘায়েল: ওয়ান্‌স এগেন’। শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খান এই ফিল্মে অভিনয় করেন।

২০১৬ সালে মুক্তি পায় ‘ঘায়েল: ওয়ান্‌স এগেন’। শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খান এই ফিল্মে অভিনয় করেন।

০৪ ১৪
এই ছবির শুটিংয়ের সময় সানির গালে সজোরে চড় মেরেছিলেন সোহা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সেটে উপস্থিত সকলের সামনে বলিউডের ‘অ্যাংগ্রি ম্যান’ সানিকে মারেন অভিনেত্রী।

এই ছবির শুটিংয়ের সময় সানির গালে সজোরে চড় মেরেছিলেন সোহা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সেটে উপস্থিত সকলের সামনে বলিউডের ‘অ্যাংগ্রি ম্যান’ সানিকে মারেন অভিনেত্রী।

০৫ ১৪
ছবির একটি দৃশ্যে সানি প্রচণ্ড অশান্ত হয়ে পড়েন। তাঁকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। ছবিতে সানির মনোরোগ বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করেছিলেন সোহা।

ছবির একটি দৃশ্যে সানি প্রচণ্ড অশান্ত হয়ে পড়েন। তাঁকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। ছবিতে সানির মনোরোগ বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করেছিলেন সোহা।

০৬ ১৪
চিত্রনাট্যের প্রয়োজনে সানিকে শান্ত করার জন্য তাঁর গালে চড় মারতে হয়েছিল সোহাকে। কিন্তু সোহা এমন ভাবে চ়ড় মেরেছিলেন যা দেখে সকলে মনে করেছিলেন যে অভিনেত্রী সত্যিই কোনও কারণে সানির উপর রেগে রয়েছেন।

চিত্রনাট্যের প্রয়োজনে সানিকে শান্ত করার জন্য তাঁর গালে চড় মারতে হয়েছিল সোহাকে। কিন্তু সোহা এমন ভাবে চ়ড় মেরেছিলেন যা দেখে সকলে মনে করেছিলেন যে অভিনেত্রী সত্যিই কোনও কারণে সানির উপর রেগে রয়েছেন।

০৭ ১৪
ডেকান্‌স ক্রনিকল সূত্রে খবর, শুটিংয়ের শেষে অভিনেত্রীকে সরাসরি প্রশ্ন করেন সানি। এত জোরে চড় মারার কারণ জিজ্ঞাসা করেন সোহাকে।

ডেকান্‌স ক্রনিকল সূত্রে খবর, শুটিংয়ের শেষে অভিনেত্রীকে সরাসরি প্রশ্ন করেন সানি। এত জোরে চড় মারার কারণ জিজ্ঞাসা করেন সোহাকে।

০৮ ১৪
সানির প্রশ্নে নিজের ভুল বুঝতে পারেন সোহা। অভিনেত্রী জানান, তিনি নিজের চরিত্রটি এতটাই আত্মস্থ করে ফেলেছিলেন যে, সানিকে যে সত্যিই জোরে চড় মেরেছেন তা বুঝতেই পারেননি।

সানির প্রশ্নে নিজের ভুল বুঝতে পারেন সোহা। অভিনেত্রী জানান, তিনি নিজের চরিত্রটি এতটাই আত্মস্থ করে ফেলেছিলেন যে, সানিকে যে সত্যিই জোরে চড় মেরেছেন তা বুঝতেই পারেননি।

০৯ ১৪
পরে অবশ্য সানির কাছে ক্ষমাও চান সোহা। ফিল্মে ‘অ্যাংগ্রি ম্যান’ হয়ে থাকলেও আসলে সানি স্বভাবে শান্ত প্রকৃতির। সোহার পরিস্থিতি বুঝতে পেরে হাসিমুখে তাঁকে ক্ষমা করে দেন সানি।

পরে অবশ্য সানির কাছে ক্ষমাও চান সোহা। ফিল্মে ‘অ্যাংগ্রি ম্যান’ হয়ে থাকলেও আসলে সানি স্বভাবে শান্ত প্রকৃতির। সোহার পরিস্থিতি বুঝতে পেরে হাসিমুখে তাঁকে ক্ষমা করে দেন সানি।

১০ ১৪
তবে ‘ঘায়েল’ ছবির সেটে সানিকে শায়েস্তা করেছিলেন মৌসুমী। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সেটে নাকি প্রায় দেরি করে পৌঁছতেন সানি। পরিচালকের সঙ্গে অভিনেতার ভাল সম্পর্ক থাকার কারণে সানিকে কিছুই বলতেন না রাজকুমার।

তবে ‘ঘায়েল’ ছবির সেটে সানিকে শায়েস্তা করেছিলেন মৌসুমী। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, সেটে নাকি প্রায় দেরি করে পৌঁছতেন সানি। পরিচালকের সঙ্গে অভিনেতার ভাল সম্পর্ক থাকার কারণে সানিকে কিছুই বলতেন না রাজকুমার।

১১ ১৪
প্রতি দিনই সানির জন্য সেটের সকলে অপেক্ষা করতেন। কিন্তু মৌসুমী এক দিন সেটে সকলের সামনে সানিকে কড়া কথায় শাসন করেন।

প্রতি দিনই সানির জন্য সেটের সকলে অপেক্ষা করতেন। কিন্তু মৌসুমী এক দিন সেটে সকলের সামনে সানিকে কড়া কথায় শাসন করেন।

১২ ১৪
সেটে দেরি করে আসার পর ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছিলেন সানি। মৌসুমী শট দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু সানির কাণ্ডে ধৈর্যের বাঁধ ভাঙে।

সেটে দেরি করে আসার পর ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছিলেন সানি। মৌসুমী শট দেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু সানির কাণ্ডে ধৈর্যের বাঁধ ভাঙে।

১৩ ১৪
প্রকাশ্যে সানিকে উদ্দেশ করে মৌসুমী বলেন, ‘‘তোমার এই ইন্ডাস্ট্রিতে থাকা উচিত নয়। পঞ্জাবে গিয়ে চাষবাস করো। বাবার সম্মান নিয়ে এমন কোরো না।’’ মৌসুমীর মুখে এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় সানির মুখ।

প্রকাশ্যে সানিকে উদ্দেশ করে মৌসুমী বলেন, ‘‘তোমার এই ইন্ডাস্ট্রিতে থাকা উচিত নয়। পঞ্জাবে গিয়ে চাষবাস করো। বাবার সম্মান নিয়ে এমন কোরো না।’’ মৌসুমীর মুখে এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় সানির মুখ।

১৪ ১৪
আর কোনও দিকে না তাকিয়ে সোজা ফ্লোরের দিকে হেঁটে চলে যান সানি। রোজ দেরি করে আসার কারণে মৌসুমীর কাছে ক্ষমাও চান সানি। নিজের আচরণেও বদল আনেন অভিনেতা। এর পর থেকে রোজ ঠিক সময়েই সেটে পৌঁছতেন সানি।

আর কোনও দিকে না তাকিয়ে সোজা ফ্লোরের দিকে হেঁটে চলে যান সানি। রোজ দেরি করে আসার কারণে মৌসুমীর কাছে ক্ষমাও চান সানি। নিজের আচরণেও বদল আনেন অভিনেতা। এর পর থেকে রোজ ঠিক সময়েই সেটে পৌঁছতেন সানি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE