Which Zodiac Sign Are Destined To Be Rich In 2026 as per Astrological Prediction dgtl
Money Prediction in 2026
২০২৬ সালে কেউ পাবেন আর্থিক স্থিতি, জীবনে আসবে বড় চমক! ভাগ্য, টাকা, সম্পদের শীর্ষে থাকবে কোন রাশি?
নতুন বছরে রাশিচক্রের তালিকায় থাকা ১২ রাশির মধ্যে সর্বাধিক ভাগ্যবান হবেন তিন রাশি। সেই রাশিগুলির জাতক-জাতিকাদের জীবনে বিশাল অর্থপ্রাপ্তির দরজা খুলে যাবে। সম্পদে, অর্থে ভরে উঠবে জীবন।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৯:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
নতুন বছরে ভাগ্যের গতি ফিরুক কে না চায়! জ্যোতিষশাস্ত্র মতে, বছরের শুরুতে গ্রহ এবং নক্ষত্রের গতিতে নানা বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। নতুন বছর শুরুর দিকে সকলের মনেই আশা জাগে সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। মনে প্রশ্ন থাকে, হাতে টাকাপয়সা থাকবে তো? আর্থিক সমস্যা ঘিরে ধরবে না তো?
০২১৫
২০২৬ সাল রবির বছর। সঙ্গে রয়েছে বৃহস্পতির বিস্তৃত আশীর্বাদ, শনির সুশৃঙ্খল কাঠামো এবং রাহু-কেতুর কর্ম জাগরণের এক শক্তিশালী বৃত্ত। এই বছরে আসতে চলেছে বেশ কয়েকটি শুভ যোগও। আর্থিক দিক থেকে অভাবনীয় সাফল্যের মুখ দেখবেন কয়েকটি রাশি। বাড়বে সঞ্চয়। খুলে যাবে নতুন উপার্জনের রাস্তা। আর্থিক সাফল্য ও স্থিতি আসবে জীবনে।
০৩১৫
নতুন বছরে রাশিচক্রের তালিকায় থাকা ১২ রাশির মধ্যে সর্বাধিক ভাগ্যবান হবেন তিন রাশি। সেই রাশিগুলির জাতক-জাতিকাদের জীবনে বিশাল অর্থপ্রাপ্তির দরজা খুলে যাবে। সম্পদে অর্থে ভরে উঠবে জীবন। রাজা বলে গণ্য হবেন তাঁরা। সম্পদের অধিকারী হওয়ার ক্ষেত্রে মাঝামাঝি অবস্থান করবেন ছয় রাশি। আর সেই তালিকার নীচের দিকে অবস্থান করবে তিনটি রাশি।
০৪১৫
মীন: সম্পদের নিরিখে ভাগ্যবানদের তালিকার একেবারে নীচে রয়েছে মীন রাশি। আর্থিক দিকের পুরনো ভুলগুলি শুধরে নেওয়ার বছর হয়ে উঠবে ২০২৬। আর্থিক ভিত্তি পুনর্গঠন করতে হতে পারে। দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতি সচেতন হয়ে পা ফেলতে হবে। অতীতের করা ভুল থেকে শিক্ষা নিয়ে অর্থ উপার্জনের পথে এগোতে হবে।
০৫১৫
মকর: তালিকার নীচে থাকা তিনটি রাশির মধ্যে একটি হল মকর। পেশাজীবনে বৃদ্ধি, আর্থিক অবস্থানে উন্নতি এবং স্থায়ী সাফল্যের জন্য অতীতের বছরের প্রচেষ্টা ফল দান করবে। অর্থাগম পুরোপুরি জাতক-জাতিকাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আয়ের জন্য সহজ পথ অনুসরণ করলে কাঙ্ক্ষিত ফল না-ও পেতে পারেন। পরিশ্রমী হলে তবেই আয়ের মুখ দেখবে মকর রাশি।
০৬১৫
বৃশ্চিক: ২০২৬ সালে স্বল্পমেয়াদি লাভের উপর কম আশা করে দীর্ঘমেয়াদি সম্পদের উপর বেশি মনোযোগ দিতে হবে মকর রাশির ব্যক্তিদের। বৃহস্পতির আশীর্বাদে অর্থ ও সম্পদের পোক্ত ভিত তৈরি করতে পারবেন বৃশ্চিক। নিজের উন্নতিতে মনোযোগ দিতে হবে তবেই আয়ের পথ সুগম হবে। ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এড়িয়ে চলতে হবে। যৌথ সম্পদ, বিনিয়োগের পর্যালোচনা করা প্রয়োজন।
০৭১৫
কন্যা: আর্থিক লাভের তালিকার মধ্যম স্থানে অবস্থান করা রাশিগুলির মধ্যে একেবারে নীচের স্থানে রয়েছে কন্যা রাশির জাতক-জাতিকারা। পরিকল্পনা করে চলতে হবে। নিয়মশৃঙ্খলা মেনে সঞ্চয় করলে তার ফল পেতে শুরু করবেন নতুন বছরে। বিশ্রাম এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে অন্তর্দৃষ্টি। ধাপে ধাপে উন্নতির যোগ রয়েছে এই রাশির।
০৮১৫
বৃষ: স্থিতিশীল এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আর্থিক ভাগ্য শক্তিশালী হবে বৃষ রাশির। মধ্যম মানের আয় নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে। আয় ধীর হতে পারে। তবে সেই আয় স্থিতিশীল হবে। শনি ও সূর্যের প্রভাবের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে নতুন বছর। নতুন ধরনের পেশায় সুযোগ আসতে পারে। সেই আয় জীবনে বৈচিত্র আনতে পারে। নিয়মিত পরিশ্রমই নিশ্চিত আয়ের নিরাপত্তা দিতে পারবে।
০৯১৫
কর্কট: এই রাশির ক্ষেত্রেও আয়ের প্রবাহ মাঝারি মানের হবে। অর্থ আসবে ধীরে কিন্তু ধারাবাহিক ভাবে। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে হলে পরিবারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক ভাগ্যের পুনর্গঠন হওয়ার যোগ রয়েছে ২০২৬ সালে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। জীবনে অর্থবহ কিছু গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক-জাতিকাদের। অতীতে করা বিনিয়োগ বা বকেয়া অর্থ অপ্রত্যাশিত ভাবে ফিরে পাবেন।
১০১৫
কুম্ভ: কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে আটকে থাকা আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগগুলি সাফল্যের মুখ দেখবে ২০২৬ সালে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সৃজনশীলতা অর্থের পথ সুগম করে তুলবে। বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগ ফলপ্রসূ হয়ে উঠবে। দলগত প্রচেষ্টা, সহযোগিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলি বাস্তবায়িত হতে শুরু করবে। টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে উন্নতি ঘটবে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে।
১১১৫
ধনু: ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক সংস্পর্শে এসে ধনু রাশির জীবনে বিপুল পরিবর্তন আসতে চলেছে। অংশীদারি ব্যবসা, সহযোগিতা ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা প্রবল। তবে সময় নষ্ট করা চলবে না। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। আবেগের সঙ্গে সামঞ্জস্য রাখা খুবই জরুরি। অপ্রত্যাশিত ভাবে বড় আর্থিক লাভের সম্ভাবনা দেখা দিতে পারে।
১২১৫
মিথুন: এই রাশিটির জন্য ২০২৬ সালে ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ফলে আয়ের পথ সুগম হবে। ভাগ্য এসে কড়া নাড়বে দরজায়। লেখালিখি, সাংবাদিকতা, শিক্ষকতা, ব্র্যান্ডিং বা ডিজিটাল ব্যবসার সঙ্গে যুক্ত হলে সুফল দান করবে। আর্থিক ভাবে দারুণ লাভবান হবেন মিথুন রাশির জাতক-জাতিকারা। তবে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে গোটা বছরটাই। তা না হলে আর্থিক ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন তাঁরা। বাংলা নববর্ষের পর থেকে আর্থিক ভাগ্যে সুদিনের মুখ দেখবেন।
১৩১৫
মেষ: মেষ রাশির জাতকদের জীবনে নেমে আসতে চলেছে অর্থের বর্ষা। বৃহস্পতির আশীর্বাদে মেষ রাশির ব্যক্তিরা ২০২৬ সালের অন্যতম ধনী বলে চিহ্নিত হবেন এমনটাই জানিয়েছে জ্যোতিষশাস্ত্র। ব্যস্ততা প্রত্যাশার চেয়ে দ্রুত বৃদ্ধি পাবে। আয়ের দরজা খুলে দেবে ভ্রমণও। সাহস নিয়ে কোনও আর্থিক সিদ্ধান্ত নিলে তা সফল হবে। পেশাজীবনেও দুর্দান্ত পরিবর্তনের যোগ লক্ষ করা গিয়েছে মেষ রাশির জাতক-জাতিকাদের। তবে খরচে লাগাম টানতে হবে। আবেগের বশে ব্যয় করলে তার মাসুল পরে দিতে হবে।
১৪১৫
সিংহ: ২০২৬ সিংহ রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্য এবং সমৃদ্ধির বর্ষণ করবে। দ্রুত উন্নতি শিখরে পৌঁছোবেন সিংহের জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রেও সফলতার বান ডাকবে। পদোন্নতি, কর্তৃত্ব এবং সম্মান বৃদ্ধি পাবে। পরিশ্রম নজরে পড়বে কর্মক্ষেত্রে। বছরের দ্বিতীয়ার্ধে চাকরি বা ভূমিকা পরিবর্তনের ফলে আয় বৃদ্ধি পাবে। শান্ত মাথায় নেওয়া পদক্ষেপ পারিশ্রমিক দ্বিগুণ করবে। তবে অহঙ্কারের বশবর্তী হয়ে কোনও দ্বন্দ্বে জড়ালে ফল ভাল হবে না। আর্থিক উন্নতিকে ধীর করে দিতে পারে।
১৫১৫
তুলা: ২০২৬ সালের ‘রাজা’ বলে গণ্য হবেন তুলার জাতক-জাতিকারা। টাকা, সম্পদ ও আয়ের শীর্ষে থাকবে এই রাশি। জীবনের মোড় ঘোরানোর মতো অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। হঠাৎ প্রাপ্তি, বিনিয়োগ ও আর্থিক স্থিতিশীলতা একসঙ্গে ধরা দেবে তুলা রাশির ব্যক্তিদের কাছে। যে কোনও বিষয়ে দক্ষতা বৃদ্ধি আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করে তুলবে। ভ্রমণ, শিক্ষকতা ও ডিজিটাল মাধ্যমের মতো পেশায় প্রবেশ করলে লাভবান হবেন। স্থিতিশীলতার জন্য একাধিক আয়ের পথের প্রয়োজন পড়তেও পারে।