Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩
Aamir Khan

‘পাল্টে যাওয়া’ ঐশ্বর্যাকে ছবি থেকে বাদ দেন! আমিরের সঙ্গে আর অভিনয়ই করেননি রাইসুন্দরী

‘মঙ্গল পাণ্ডে’ ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল ঐশ্বর্যার। সইসাবুদও করে ফেলেছিলেন নায়িকা। সেই সময় বলিপাড়ায় ঐশ্বর্যার নামডাক বেড়ে গিয়েছিল।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১২:২৫
Share: Save:
০১ ১৫
আমির খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন— বলিপাড়ার সফল তারকাদের তালিকায় এই দুই নায়ক নায়িকার নাম জ্বলজ্বল করছে। জনপ্রিয়তার নিরিখে দু’জনে শীর্ষে থাকলেও আমির এবং ঐশ্বর্যাকে কোনও দিন একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, একটি ছবিতে সই করার পরেও ঐশ্বর্যাকে নাকি বাদ দিয়ে দিয়েছিলেন আমির।

আমির খান এবং ঐশ্বর্যা রাই বচ্চন— বলিপাড়ার সফল তারকাদের তালিকায় এই দুই নায়ক নায়িকার নাম জ্বলজ্বল করছে। জনপ্রিয়তার নিরিখে দু’জনে শীর্ষে থাকলেও আমির এবং ঐশ্বর্যাকে কোনও দিন একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, একটি ছবিতে সই করার পরেও ঐশ্বর্যাকে নাকি বাদ দিয়ে দিয়েছিলেন আমির।

০২ ১৫
২০০৫ সালে কেতন মেটার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মঙ্গল পাণ্ডে’ ছবিটি। নায়কের ভূমিকায় প্রথম থেকেই পরিচালকের পছন্দ ছিল আমিরকে। ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় রানি মুখোপাধ্যায় এবং আমিশা পটেলকে।

২০০৫ সালে কেতন মেটার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মঙ্গল পাণ্ডে’ ছবিটি। নায়কের ভূমিকায় প্রথম থেকেই পরিচালকের পছন্দ ছিল আমিরকে। ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় রানি মুখোপাধ্যায় এবং আমিশা পটেলকে।

০৩ ১৫
কিন্তু নায়িকার চরিত্রে কেতনের প্রথম পছন্দ রানি বা আমিশা কেউই ছিলেন না। ঐশ্বর্যাকে পছন্দ করেছিলেন তিনি। এমনকি, অভিনেত্রীকে প্রস্তাবও দিয়ে ফেলেছিলেন তিনি। কেতনের প্রস্তাবে রাজি হয়ে যান ঐশ্বর্যা।

কিন্তু নায়িকার চরিত্রে কেতনের প্রথম পছন্দ রানি বা আমিশা কেউই ছিলেন না। ঐশ্বর্যাকে পছন্দ করেছিলেন তিনি। এমনকি, অভিনেত্রীকে প্রস্তাবও দিয়ে ফেলেছিলেন তিনি। কেতনের প্রস্তাবে রাজি হয়ে যান ঐশ্বর্যা।

০৪ ১৫
ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল ঐশ্বর্যার। সইসাবুদও করে ফেলেছিলেন নায়িকা। সেই সময় বলিপাড়ায় ঐশ্বর্যার নামডাক বেড়ে গিয়েছিল। শুধু বলিউডেই নয়, হলিউডেও পা বাড়িয়েছিলেন তিনি।

ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল ঐশ্বর্যার। সইসাবুদও করে ফেলেছিলেন নায়িকা। সেই সময় বলিপাড়ায় ঐশ্বর্যার নামডাক বেড়ে গিয়েছিল। শুধু বলিউডেই নয়, হলিউডেও পা বাড়িয়েছিলেন তিনি।

০৫ ১৫
কেতন ভেবেছিলেন যে, আমির এবং ঐশ্বর্যার মতো দুই তারকা অভিনয় করলে তা দর্শকের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। ‘মঙ্গল পাণ্ডে’ অভিনয়ের জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন ঐশ্বর্যা।

কেতন ভেবেছিলেন যে, আমির এবং ঐশ্বর্যার মতো দুই তারকা অভিনয় করলে তা দর্শকের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। ‘মঙ্গল পাণ্ডে’ অভিনয়ের জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন ঐশ্বর্যা।

০৬ ১৫
হিন্দি ছবি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম ছাড়াও আন্তর্জাতিক স্তরের কাজকর্ম সামলাতেন ঐশ্বর্যার ব্যক্তিগত সহকারী। ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে সই করার পর কান চলচ্চিত্র উৎসবে যান অভিনেত্রী।

হিন্দি ছবি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম ছাড়াও আন্তর্জাতিক স্তরের কাজকর্ম সামলাতেন ঐশ্বর্যার ব্যক্তিগত সহকারী। ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে সই করার পর কান চলচ্চিত্র উৎসবে যান অভিনেত্রী।

০৭ ১৫
কিন্তু কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আসার পর অন্য ঐশ্বর্যার দেখা পান কেতন। হঠাৎ পরিচালকের থেকে নিজের পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ চেয়ে বসেন ঐশ্বর্যা। নায়িকা জানান যে, ‘মঙ্গল পাণ্ডে’ ছবির জন্য  তিন কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে তাঁকে।

কিন্তু কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আসার পর অন্য ঐশ্বর্যার দেখা পান কেতন। হঠাৎ পরিচালকের থেকে নিজের পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ চেয়ে বসেন ঐশ্বর্যা। নায়িকা জানান যে, ‘মঙ্গল পাণ্ডে’ ছবির জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে তাঁকে।

০৮ ১৫
ঐশ্বর্যার প্রস্তাবে অবাক হয়ে যান কেতন। তার পর ঐশ্বর্যাকে বাদ দিয়ে রানি এবং আমিশাকে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক। নায়িকা ভাবেন, আমিরই হয়তো তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছেন।

ঐশ্বর্যার প্রস্তাবে অবাক হয়ে যান কেতন। তার পর ঐশ্বর্যাকে বাদ দিয়ে রানি এবং আমিশাকে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক। নায়িকা ভাবেন, আমিরই হয়তো তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছেন।

০৯ ১৫
বলিপাড়া সূত্রে খবর, আমিরের উপর রাগ করে ঐশ্বর্যা সিদ্ধান্ত নেন যে, এর পর আর কোনও দিন তাঁর সঙ্গে কাজ করবেন না।

বলিপাড়া সূত্রে খবর, আমিরের উপর রাগ করে ঐশ্বর্যা সিদ্ধান্ত নেন যে, এর পর আর কোনও দিন তাঁর সঙ্গে কাজ করবেন না।

১০ ১৫
তবে, ‘মঙ্গল পাণ্ডে’ মুক্তি পাওয়ার আগে যে আমির এবং ঐশ্বর্যাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তা নয়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ ছবিতে মুখ্যচরিত্রে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন টুইঙ্কল খন্না। ঐশ্বর্যাকে ওই ছবিতে অতিথিশিল্পী হিসাবে অভিনয় করতে দেখা যায়।

তবে, ‘মঙ্গল পাণ্ডে’ মুক্তি পাওয়ার আগে যে আমির এবং ঐশ্বর্যাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তা নয়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ ছবিতে মুখ্যচরিত্রে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন টুইঙ্কল খন্না। ঐশ্বর্যাকে ওই ছবিতে অতিথিশিল্পী হিসাবে অভিনয় করতে দেখা যায়।

১১ ১৫
এমনকি, এক নামী ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনেও আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপনে কাজ করার সময় ঐশ্বর্যার সঙ্গে আমির এমন মজা করেছিলেন যে অভিনেত্রী তাঁর উপর রেগে গিয়েছিলেন। তার পর থেকেই নাকি আমিরের সঙ্গে কাজ করতে চাননি তিনি।

এমনকি, এক নামী ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনেও আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপনে কাজ করার সময় ঐশ্বর্যার সঙ্গে আমির এমন মজা করেছিলেন যে অভিনেত্রী তাঁর উপর রেগে গিয়েছিলেন। তার পর থেকেই নাকি আমিরের সঙ্গে কাজ করতে চাননি তিনি।

১২ ১৫
কানাঘুষো শোনা যায় যে, শুটিং সেটে মাঝেমধ্যেই নায়িকাদের সঙ্গে ঠাট্টা করতেন আমির। জুহি চাওলার সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন আমির। শুটিংয়ের মাঝে নাকি তিনি জুহির সঙ্গে এমন মজা করেছিলেন যে, অভিনেত্রী টানা সাত বছর আমিরের সঙ্গে কথা বলেননি।

কানাঘুষো শোনা যায় যে, শুটিং সেটে মাঝেমধ্যেই নায়িকাদের সঙ্গে ঠাট্টা করতেন আমির। জুহি চাওলার সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন আমির। শুটিংয়ের মাঝে নাকি তিনি জুহির সঙ্গে এমন মজা করেছিলেন যে, অভিনেত্রী টানা সাত বছর আমিরের সঙ্গে কথা বলেননি।

১৩ ১৫
মাধুরীর সঙ্গেও ঠাট্টা তামাশা করতে গিয়েও বিপাকে পড়েছিলেন আমির। কানাঘুষো শোনা যায় যে, শুটিংয়ের বিরতির মাঝে মাধুরীর তালুর উপর থুতু ফেলে দিয়েছিলেন তিনি। আমিরের উপর রেগে গিয়ে নাকি সেট জুড়ে আমিরকে মারার জন্য দৌড়ে বেরিয়েছিলেন মাধুরী।

মাধুরীর সঙ্গেও ঠাট্টা তামাশা করতে গিয়েও বিপাকে পড়েছিলেন আমির। কানাঘুষো শোনা যায় যে, শুটিংয়ের বিরতির মাঝে মাধুরীর তালুর উপর থুতু ফেলে দিয়েছিলেন তিনি। আমিরের উপর রেগে গিয়ে নাকি সেট জুড়ে আমিরকে মারার জন্য দৌড়ে বেরিয়েছিলেন মাধুরী।

১৪ ১৫
বলিপাড়ার একাংশের দাবি, বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঐশ্বর্যার সঙ্গেও ঠাট্টা করেছিলেন আমির। ঐশ্বর্যা সেই কারণে রেগে যান। তাই তিনি আমিরের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেন।

বলিপাড়ার একাংশের দাবি, বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঐশ্বর্যার সঙ্গেও ঠাট্টা করেছিলেন আমির। ঐশ্বর্যা সেই কারণে রেগে যান। তাই তিনি আমিরের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নেন।

১৫ ১৫
অন্য দিকে বলিপাড়ার একাংশের অনুমান, ঐশ্বর্যার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে তিনি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করে বসেন। তাই ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্যা।

অন্য দিকে বলিপাড়ার একাংশের অনুমান, ঐশ্বর্যার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে তিনি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করে বসেন। তাই ছবি থেকে বাদ পড়েন ঐশ্বর্যা।

সব ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE