শুল্ক সংক্রান্ত একটা বিজ্ঞাপন। সেটা সম্প্রচারিত হতেই চটে লাল ‘সুপার পাওয়ার’ দেশের দোর্দণ্ডপ্রতাপ প্রেসিডেন্ট! ফলস্বরূপ উত্তরের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সংক্রান্ত আলোচনায় পড়ল দাঁড়ি। শুধু তা-ই নয়, ‘প্রতারক’ আখ্যা দিয়ে বিষোদ্গার করতেও পিছপা হননি তিনি। ফলে দু’তরফে সম্পর্কের চরম অবনতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি, এই ইস্যুতে ফের জটিল হতে পারে ভূ-রাজনৈতিক অঙ্ক, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।
‘সুপার পাওয়ার’ দেশের এ-হেন দোর্দণ্ডপ্রতাপ প্রেসিডেন্টটি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। ২৩ অক্টোবর হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি সংক্রান্ত যাবতীয় আলোচনা বাতিল করেন তিনি। ওই দিন নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট লেখেন, ‘‘অটোয়া প্রতারণা করেছে এবং সেই জালিয়াতি ধরা পড়ে গিয়েছে।’’ এর পরই পূর্বসূরি রোনাল্ড রেগ্যানের প্রসঙ্গ টেনে উত্তরের প্রতিবেশী দেশটিকে নিশানা করতে দেখা যায় তাঁকে।