ফের টাকার কাছে ‘বিবেক বিক্রি’। লক্ষ কোটি ডলার ছড়িয়ে সাংবাদিক হত্যার ‘পাপ’ ধুয়ে ফেললেন আরব দেশের যুবরাজ! অন্য দিকে মোটা লগ্নি হাতে আসায় পুরনো নীতি থেকে ১৮০ ডিগ্রি বেঁকে যেতে দেখা গেল ‘সুপার পাওয়ার’ দেশের প্রেসিডেন্টকে। শুধু তা-ই নয়, এ ব্যাপারে গণমাধ্যমের কড়া কড়া প্রশ্নবাণে তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। অন্য দিকে গোটা বিষয়টিতে উদ্বেগ বেড়েছে ইহুদিদের। যদিও তাদের চিন্তার কোনও কারণ নেই বলে স্পষ্ট করেছেন ‘মহাশক্তিধর’ রাষ্ট্রপ্রধান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। চলতি বছরের ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ঐতিহ্যবাহী ‘শ্বেত প্রাসাদ’-এ (পড়ুন হোয়াইট হাউস) দু’জনের সাক্ষাৎ পশ্চিম এশিয়ার রাজনীতিতে বড় বদল আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ, গত সাত বছর একরকম ‘একঘরে’ ছিলেন উপসাগরীয় দেশটির ধনকুবের যুবরাজ। এ বারের আমেরিকা সফরে সেই খোলস ঝেড়ে ফেললেন তিনি। বিপুল মুনাফা হয়েছে ট্রাম্পেরও।