ভূমধ্যসাগরীয় এলাকায় জন্ম নিচ্ছে নতুন ‘কোয়াড’? ইজ়রায়েল, গ্রিস ও সাইপ্রাসের ত্রিশক্তি জোটে এ বার যোগ দেবে ভারত? তিন ‘বন্ধু’র থেকে আনুষ্ঠানিক ভাবে নয়াদিল্লি সেই আমন্ত্রণ পাওয়ায় এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। গত বছর (পড়ুন ২০২৫ সাল) থেকেই ‘ইসলামীয় নেটো’ তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে চিরশত্রু পাকিস্তান। এই পরিস্থিতিতে ইসলামাবাদকে চাপে রাখতে ওই চতুঃশক্তিজোটের অংশ হওয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ‘মাস্টারস্ট্রোক’ হতে পারে, বলছেন সাবেক সেনাকর্তা থেকে শুরু করে প্রতিরক্ষা বিশ্লেষকেরা।
গত বছরের ডিসেম্বরে একটি ত্রিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক সমঝোতায় সই করে ইজ়রায়েল, গ্রিস ও সাইপ্রাস। তাতে বিমান ও নৌবাহিনীর যৌথ মহড়া, বৈদ্যুতিন যুদ্ধকৌশল (ইলেকট্রনিক ওয়ারফেয়ার), ড্রোনের লড়াই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স সিস্টেম) যৌথ অনুশীলন এবং গোয়েন্দা তথ্যের আদান-প্রদানের ব্যাপারে সম্মত হয় ওই তিন দেশ। সংশ্লিষ্ট জোটে ভারতকে শামিল করতে চাইছে তারা। সম্প্রতি এ ব্যাপারে আনুষ্ঠানিক আমন্ত্রণ পায় নয়াদিল্লি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিনটি দেশের সঙ্গেই ‘যথেষ্ট ভাল’ সম্পর্ক রয়েছে মোদী সরকারের।