দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পার। গত আট দশকে অনেকটাই বদলে গিয়েছে বিশ্বের মানচিত্র। পুরনো সাম্রাজ্য ভেঙে গিয়ে জন্ম হয়েছে একগুচ্ছ নতুন রাষ্ট্রের। কেউ কেউ আবার ঔপনিবেশিকতার জাল কেটে পেয়েছে স্বাধীনতা। পাশাপাশি, এখনও কিছু দেশ বিস্তারবাদী নীতিকে আঁকড়ে আছে। তাদের আক্রমণে ক্রমাগত বদলাচ্ছে দুনিয়ার বিভিন্ন প্রান্তের ভূ-রাজনৈতিক মানচিত্র।
১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী জুড়ে ওঠে স্বাধীনতার আওয়াজ। ওই সময়ে ব্রিটেন ও ফ্রান্সের মতো ইউরোপের দেশগুলির ছিল সবচেয়ে বড় উপনিবেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিরাট সাম্রাজ্য তৈরি করে জাপান। কিন্তু, লড়াই থামার তিন থেকে চার বছরের মধ্যেই সে সব ভেঙে পড়ে। ফলে এশিয়া এবং আফ্রিকায় জন্ম হয় একগুচ্ছ নতুন রাষ্ট্রের।