Advertisement
E-Paper

রবিবাসরীয় ম্যাগাজিন

হ র হাত মোবাইল, হর ঘর অনলাইন। সস্তার স্মার্টফোন আর ফ্রি ইন্টারনেটের দৌলতে শহর পেরিয়ে অনলাইন শপিং পৌঁছে গেল মফস্সলে। সবজি থেকে মুদিখানা, জামাকাপড় থেকে ওষুধ— এক টাচেই হাতের মুঠোয়।

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৬ ০০:০০

হ র হাত মোবাইল, হর ঘর অনলাইন। সস্তার স্মার্টফোন আর ফ্রি ইন্টারনেটের দৌলতে শহর পেরিয়ে অনলাইন শপিং পৌঁছে গেল মফস্সলে। সবজি থেকে মুদিখানা, জামাকাপড় থেকে ওষুধ— এক টাচেই হাতের মুঠোয়। ৫০% ডিসকাউন্ট পেলেও কেউ রাস্তার দোকানমুখো হচ্ছেন না, বরং অনলাইনে ‘তালা কিনলে চাবি ফ্রি’-র মতো অফার দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন। ক্রেতার অভাবে দোকানপাট সমস্ত বন্ধ। পাড়ার মোড়ের পটলওয়ালাও দোকানের ঝাঁপ গুটিয়ে একতারা হাতে গান ফেরি করে বেড়াচ্ছেন। দরাদরির জন্য ‘না তোমার না আমার’ নামের অ্যাপও চালু হয়েছে। অন্য খদ্দেরের সঙ্গে আড্ডা দেওয়া যাচ্ছে চ্যাট বক্সে। ‘বিগ বিলিয়ন ডে’-কে অনেকে ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছেন। মালপোয়া খেতে চাইলে মাসিমার বাড়ি যাওয়ার দরকার নেই, অর্ডার ও পে করে দিলেই ডেলিভারি বয় মদন মুখে মালপো গুঁজে দিয়ে যাবে। অনলাইন মুভিজ, অনলাইন আড্ডা, অনলাইন শপিংয়ের মহাযজ্ঞে মানুষ ছুটির দিনে বাড়ির বাইরে বেরোচ্ছেন না। রোববার সকালে অমিতাভ বচ্চন সাইকেলে নাকতলা-মানিকতলা চষে বেড়ালেও ফিরে দেখার লোক নেই। শিক্ষকদের অভিধান থেকে ‘এটা ক্লাস না মাছের বাজার?’— বিদায় নিয়েছে। কুইজ শো’তে সৌরভ গঙ্গোপাধ্যায় গুগলি দিচ্ছেন: ‘সবজির বাজার আগুন’ বলতে কী বোঝানো হয়েছে? বিশ্ববিদ্যালয় চত্বরে ‘অবৈধ’ জিনিসপত্র আমদানির তথ্য ফাঁস করতে দলবল সমেত বিখ্যাত অনলাইন শপিং পোর্টালে চাকরি নিয়েছেন রাজস্থানের বিধায়ক। কালো টাকার রমরমা রুখতে ডিজিটাল মাধ্যমে লেনদেনে উৎসাহ দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনলাইন শপিংয়ের আবিষ্কার প্রাচীন ভারতবর্ষে। আমলকী ও হরতুকি গ্রামের দুই যুবক তালি বাজিয়ে পছন্দের খাবার ও পোশাকের বন্দোবস্ত করতেন। খুব শীঘ্রই এই দুই গ্রামকে দেশের প্রথম ডিজিটাল গ্রাম ঘোষণা করা হবে।
কাজী পারভেজ, হরিণঘাটা, নদিয়া

লিখে পাঠাতে চান ভবিষ্যতের রিপোর্ট? ঠিকানা:
টাইম মেশিন, রবিবাসরীয়, আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০ ০০১।
অথবা pdf করে পাঠান এই মেল-ঠিকানায়: robi@abp.in

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy