শ্বশুরালয়: গঙ্গোত্রীর মূল মন্দির। এখানেই দীপাবলি পর্যন্ত গঙ্গাদেবীর অধিষ্ঠান।
মন্দিরের ভিতরে রয়েছে মা গঙ্গার ধাতুমূর্তি। বাঁয়ে সাদা পাথরের দেবী সরস্বতী, ডান দিকে কালো পাথরের যমুনা দেবী। সামনে করজোড়ে ভগীরথ। কোনও মূর্তি স্পষ্ট বোঝা যায় না। মন্দিরের চূড়ায় পিতলের ঘট। মন্দির ঘিরে দোকানপাট, হোটেল, ধর্মশালা। একটু এগোলেই গঙ্গার অপ্রশস্ত জলধারা। ছোট নদীর চেয়েও ছোট। নুড়িপাথরের উপর দিয়ে প্রবল বেগে বহমান জলস্রোত।
গঙ্গোত্রীর মন্দির ও তাকে ঘিরে থাকা জনপদ খোলা থাকে ছ’মাস। শীত-শেষের অক্ষয়তৃতীয়া থেকে দীপাবলির পরদিন পর্যন্ত। মন্দিরের দেবীকে তখন নিয়ে যাওয়া হয় পঁচিশ কিলোমিটার দূরে মুখবা গ্রামে। পাহাড়ের উপর গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। এত প্রশস্ত গঙ্গা হিমালয়ে আর কোথাও নেই। দু’দিকে বালির চর। মাঝখানে তিরতির করে কাচের মতো জল বয়ে চলে। চার দিকে আপেল খেত।
আগে গঙ্গা পার হওয়ার জন্যে ছিল দড়ির সেতু। দু’ধারে পাহাড়ের গায়ে দড়ি বাঁধা থাকত। দড়ির উপর এক হাত অন্তর কাঠ পাতা। ধরার জন্যে উপরের দিকে আরও দুটো দড়ি থাকত। ভয়ঙ্কর রকম দুলতে থাকা সেই সেতু ধরে লোকেরা গঙ্গা পার হত। সময়ের সঙ্গে সে দিনের বহু কিছু বদলেছে। অতীতের দড়ির সেতু আজ আর নেই। গঙ্গার উপর তৈরি হয়েছে লোহার ঝুলা পুল। সেই ঝুলা পুল পেরিয়ে পায়ে হাঁটা পথ ধরে পৌঁছতে হয় পাহাড়ের ওপর মুখবা গ্রামে। এখান থেকে চোখে পড়ে গঙ্গার অন্য পাড়ে ধারালি গ্রামের গা ছুঁয়ে উঠেছে শ্রীকণ্ঠ পর্বতশৃঙ্গ। নীচে বাঁকা চাঁদের মতো দেবদারু বন। তার উপরে গোটা পর্বতটাকে কেউ যেন বরফের চাদরে মুড়ে দিয়েছে।
পাহাড়ের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে বাড়িঘর। বেশির ভাগ কাঠের বাড়ি। অনেক বাড়িই শতাব্দপ্রাচীন। একটু এগিয়ে সাদা পাথরের মন্দির। অবিকল গঙ্গোত্রী মন্দিরের মতো। তবে আকার-আয়তনে ছোট। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে মন্দিরের চাতালে পৌঁছতে হয়। মন্দিরের পাশেই নাটমন্দির। সেখানে আছেন সোমেশ্বর শিব। সোমেশ্বর শিব শুধু এই গ্রামের নয়, এই অঞ্চলের বেশির ভাগ গ্রামের দেবতা। এই মুখবা গ্রামের আদি নাম মুখীমঠ। প্রাচীনকালে মহর্ষি মাতঙ্গ আর ঋষি মার্কণ্ডেয় এখানে তপস্যা করেছিলেন। তাঁদের নাম থেকে এই গ্রামের নাম হয় মুখবা। এখানকার মানুষদের দু’টি করে ঘর। শীতে যখন গোটা অঞ্চল বরফে ঢেকে যায়, তখন সবাই নীচে উত্তরকাশীতে চলে যান। এখানকার ঘরবাড়ি বন্ধ থাকে। শুধু রয়ে যান মন্দিরের পূজারী পরিবার। শীতের ছ’মাস মা গঙ্গা এখানে পুজো পান। শীত শেষ হয়। বরফ গলে চার দিকে ফুল ফোটে। অল্প অল্প করে মানুষজন ফিরে আসতে আরম্ভ করে গ্রামে। জেগে ওঠে মুখবা। পুজো-পাঠ, চাষবাস, হোটেল, দোকান চালু হয়। ছ’মাসের আয়ে পুরো বছর চালাতে হয়। এই করেই তাদের জীবন চলে। দিন পাল্টাচ্ছে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে। চাকরি করতে বাইরে যাচ্ছে। কিন্তু অক্ষয়তৃতীয়ার উৎসবে ঘরে ফেরে সবাই।
অক্ষয়তৃতীয়ার আগের দিন ভোর থেকে পুরো মুখবা জুড়ে উৎসব শুরু হয়ে যায়। এ বার দেবী গঙ্গা ফিরে যাবেন গঙ্গোত্রী। গোটা গ্রাম সেজে ওঠে। মন্দিরের দরজা বন্ধ। দূর-দূরান্ত থেকে মানুষের ভিড় শুরু হয়। শুধু দেশ নয়, বিদেশ থেকেও মানুষ আসেন। মিলিটারি লোকেরা রং-বেরঙের পোশাক পরে ব্যান্ড বাজান। ধুতি-পাঞ্জাবি পরা পুরোহিতের দল পালকির মতো ডোলি সাজায়। মন্দিরের সামনে একটা বড় গামলায় গ্রামের প্রত্যেক বাড়ি থেকে মেয়েরা এসে আটা-ময়দা, তেল-ঘি দিয়ে যায়। যারা ডোলি নিয়ে যাবে তাদের খাওয়ার জন্য।
বেলা হতেই পুরোহিতরা মন্দিরের দরজা খুলে ভিতরে ডোলি নিয়ে যায়। চার দিকে জয়ধ্বনি ওঠে, ‘জয় গঙ্গা মাইয়া কি জয়’। একটু পরেই ডোলি বেরিয়ে আসে। গোটা ডোলি লাল কাপড়ে ঢাকা। ভিতরে মা গঙ্গার মূর্তি। গঙ্গোত্রী মন্দিরে গিয়ে এই মুর্তি আবরণমুক্ত হবে। আট জন পুরোহিত ডোলি কাঁধে এগিয়ে চলেন। বাকিরা সঙ্গে চলেন। প্রয়োজন মতো তাঁরা কাঁধ পাল্টান। মিছিলের আগে মিলিটারি ব্যান্ড বাজতে থাকে। সামরিক বাহিনীর লোকজন মার্চপাস্ট করে এগিয়ে চলেন। ঠিক যেন কোনও রাষ্টপ্রধান চলেছেন। পিছনে গ্রামের সব মেয়ে-পুরুষ। সকলেরই মুখ গম্ভীর। তাঁদের কাছে গঙ্গা মা নন, তিনি মুখবা গ্রামের মেয়ে। বাপের বাড়ি থেকে চলেছেন শ্বশুরবাড়ি শিবক্ষেত্র গঙ্গোত্রীতে।
দু’কিলোমিটার গিয়ে গঙ্গার তীরে শ্বেতপাথরের শিবমন্দির। সেখানে ডোলি নামানো হয়। সকলে শিবের মাথায় জল দেয়। পুজো-পাঠ হয়। আবার ডোলি তুলে নেন পুরোহিতরা। এ বার তারা এগিয়ে চলেন। সৈনিক, গ্রামের মানুষ, বাইরের লোকজন সবাই ফিরে চলেন যে যার ঘরে। আগামী কাল দেখা হবে গঙ্গোত্রীতে।
এ দিকে আর গ্রাম নেই। শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের গা বেয়ে চিরগাছের বন। নীচে গঙ্গা। আধঘণ্টা গিয়ে জংলা। ইন্দো-টিবেটান বর্ডার ফোর্সের ক্যাম্প। চিন যখন তিব্বত দখল করে নেয়, তখন থেকেই এই বাহিনী ভারত-তিব্বত সীমান্ত রক্ষার কাজ করে চলেছে। শীতকালে যখন চারদিক বরফে ঢেকে যায়, তখন সেই প্রবল ঠান্ডার মধ্যে বাহিনীর সৈনিকরা এখানে থাকেন।
এ পথ দিয়ে আজ যারা যাবেন, সকলকে খাওয়াবেন সৈনিকরা। আজ মা যাবেন গঙ্গোত্রী। তাই সকলের আনন্দ। সৈনিক থেকে সাধারণ মানুষ সকলেই যে মায়ের সন্তান।
বিকেলে ডোলি পৌঁছয় ভৈরবঘাঁটিতে। সেখানে রাতে বিশ্রাম। পরদিন সকালে ডোলি নিয়ে আবার যাত্রা শুরু। শীত শেষে গঙ্গা মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে।
গোটা গঙ্গোত্রী জুড়ে মানুষের ভিড়। ছ’মাস বন্ধ থাকার পর হোটেল ধর্মশালা খুলেছে। সূর্যের আলোয় ঝলমল করছে চার দিক। মন্দিরের গা ছুঁয়ে বিশাল পাহাড়। তার উপর কলমের কালির মতো ঘন নীল আকাশ। শহরে এই রঙের আকাশ কল্পনাও করা যায় না। পাহাড়ের কোলে ত্রিপল টাঙিয়ে রান্নার কাজ করছেন সেনারা। আজ যত মানুষ আসবেন, সবাইকে তাঁরা খাওয়াবেন। অথচ যুদ্ধের সময় এই মানুষগুলোরই একেবারে অন্য রূপ।
বেশির ভাগ মানুষ গতকাল এসেছেন। বেলা বাড়তেই সরকারি লোকজন, পুলিশ, সাংবাদিক, তীর্থযাত্রী, সাধু— সকলের ভিড় শুরু হয়ে যায়। অপেক্ষা, কখন ডোলি আসবে। গোটা মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে। একটু পরেই ব্যান্ডের আওয়াজ ভেসে আসে। সমস্বরে চিৎকার ওঠে, “ডোলি আসছে!” আগের দিনের মতোই সেনারা ব্যান্ড বাজিয়ে মন্দির চত্বরে ঢোকেন। পিছনে ডোলি। মন্দিরের দরজা বন্ধ। বড় তালা ঝুলছে। ছোট বারান্দায় মানুষের ভিড়। এক জন পুরোহিত ঝোলা থেকে চাবির গোছা বার করে দরজা খোলেন। দরজার সামনে ডোলি আসে। দেবীমূর্তির আবরণ সরিয়ে ভিতরে নিয়ে যাওয়া হয়। চোখে পড়ে গর্ভগৃহের এক দিকে বড় থালার এক প্রান্তে মৃদু আলোর শিখা। পুরো দৃশ্যটাই অবিশ্বাস্য লাগে। ছ’মাস ধরে প্রদীপ জ্বলছে। দরজা বন্ধ। তবু প্রদীপ নেভেনি। বলা হয় এ অখণ্ড দীপ, কখনও নেভে না।
পুরোহিতরা বেদিতে দেবীমূর্তি স্থাপন করেন। তার পর পুজা-পাঠ, হোম। গোটা দিন মুখর হয়ে থাকে গঙ্গোত্রী। বেলা বাড়তেই ফেরার পালা। দুপুরের পর থেকে ফাঁকা হতে থাকে গঙ্গোত্রী। ঠান্ডার পারদ নিম্নমুখী হয়। বিকেলের পর জনশূন্য চার দিক। মুখবা গাঁয়ের মানুষরা যে যার ঘরে গিয়ে বিশ্রাম করেন। গাঁয়ের প্রবীণ মানুষদের কাছে শোনা যায়, সে কালে মন্দির খোলার দিন চার পাশের পাহাড়ে বরফ জমে থাকত। বহু বছর চাতালের বরফ সরিয়ে মন্দিরের দরজা খুলতে হয়েছে। এখন চার দিকেই উষ্ণায়ন। আর আগের মতো বরফ জমে না। শীতের প্রকোপও কম। কয়েকমাস ধরে ঝলমল করে আকাশ। দেশ-বিদেশের মানুষ আসেন। এই পথ ধরে অনেকে যান গোমুখ তপোবন ছাড়িয়ে হিমালয়ের গহন বরফের দেশে।
গ্রীষ্ম, বর্ষা পেরিয়ে শরৎ আসে। বাংলায় কাশফুল ফোটে, হিমালয়ে রং-বেরঙের ফুলে আলো হয়ে যায় চার দিক। শরতের রেশটুকু কাটতেই তুষারের প্রলেপ পড়তে আরম্ভ করে। দোকানিরা জিনিসপত্র গোছান। সামান্য যা নিয়ে যাওয়ার নিয়ে নেন, বাকি সব বন্ধ থাকবে আগামী ছ’মাস। নষ্ট হবে না কিছু। হোটেল ধর্মশালার লোকেরা সব বন্ধ করে ফিরে চলে। এ বার নীচে নামার পালা।
দীপাবলির আগেই প্রায় খালি হয়ে যায় গঙ্গোত্রী। পুরোহিতরা, মায়ের যাওয়ার প্রস্তুতি শুরু করে দেন। দীপাবলির দিন গোটা মন্দির সেজে ওঠে প্রদীপের আলোয়। স্থানীয় মানুষের বিশ্বাস, ওই আলোয় আকৃষ্ট হয়ে দেবতারা স্বর্গ থেকে নেমে আসবেন মন্দির প্রাঙ্গণে। পরদিন লক্ষ্মীপুজো সম্পদ আর সৌভাগ্য নিয়ে আসে। প্রার্থনা চলে সারা রাত। সকাল হতেই সামরিক বাহিনীর লোকজন এসে পড়েন। ডোলি সাজানো হয়। তার পর মা গঙ্গার দেবীমূর্তি তোলা হয় তাতে। বন্ধ হয় মন্দিরের দরজা। অক্ষয়তৃতীয়ার আনন্দ-উচ্ছ্বাস, মানুষের ভিড় কোনও কিছুই নেই সেখানে। বেলা হতেই ডোলি নিয়ে বেরোন পুরোহিতরা। সামনে মিলিটারি ব্যান্ড বাজতে থাকে। মা ফিরে চলেন মুখবা গ্রামে। একটু একটু করে ব্যান্ডের সুর দূরে মিলিয়ে যায়। গোটা গঙ্গোত্রী জুড়ে নেমে আসে হিমশীতল নিস্তব্ধতা। ভাগীরথী আপন মনে বয়ে চলে।
মন্দিরের দু’জন রক্ষী আর কয়েকজন সাধু রয়ে যান গঙ্গোত্রীতে। আগামী ছ’মাস তাঁরা বাইরের পৃথিবী থেকে আলাদা। তাঁদের প্রয়োজনীয় খাবার, কাঠ, কেরোসিন, গরমের পোশাক— সব কিছু দিয়ে যায় মন্দির কমিটি। একটু একটু করে ঠান্ডা বেড়ে চলে। মাঝে মাঝে বরফ পড়ে। সবচেয়ে বেশি বরফ পড়ে জানুয়ারি মাসে। গোটা গঙ্গোত্রী চার-পাঁচ ফুট বরফের নীচে চলে যায়। তার নীচ দিয়ে বয়ে চলা গঙ্গার কোনও চিহ্ন চোখে পড়ে না।
সেই নির্জনে কেমন করে থাকেন সাধুরা, সে-ও এক বিস্ময়। সাধুদের কুঠিয়ায় ধুনি জ্বলে। সেই আগুনে বরফ গলিয়ে জল করা হয়, খাবার তৈরি হয়। সামান্যই খাবার— দু’খানা রুটি আর সুজি। তাতেই সব প্রয়োজন মিটে যায়। যখন বেশি বরফ পড়ে, কোদাল চালিয়ে পথ তৈরি করে নিতে হয়। সারা দিন মেঘলা আকাশ। গোমুখ ছুঁয়ে আসা প্রবল ঠান্ডা বাতাস। দুপুরের আগে সূর্যের মুখ দেখা যায় না। তখন সাধুরা মন্দিরের চাতালে গিয়ে বসেন। ঈশ্বর-প্রসঙ্গে কথা হয়। আবার কেউ কোনও কথা বলেন না। কোনও কোনও সাধু পোশাক পরেন, আবার কেউ নিরাবরণ। শীত গ্রীষ্ম সব কিছুই তাদের কাছে সমান। চোখে পড়ে পাহাড়ি চিতা, কস্তুরী হরিণও নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ায়। কেউ কারও ক্ষতি করে না।
মন্দিরের রক্ষীরা দিনান্তে প্রদীপ জ্বালিয়ে দেন মন্দিরের দ্বারপ্রান্তে। মাঝে মাঝে সামরিক বাহিনীর লোকজন আসেন। প্রয়োজনীয় সব কিছু দিয়ে যান। শীতের ছ’মাস আত্মীয়-পরিজনহীন নিঃসঙ্গ জীবন। ঋতুচক্রের আবর্তনে ক্রমশ শীত শেষ হয়ে আসে। বরফ গলে, আবার দেখা দেন মা গঙ্গা। এই সময় রাত্রিবেলায় শোনা যায় বাঁশির সুরের মতো বিচিত্র এক ধ্বনি। প্রাচীন মানুষরা বলেন মা গঙ্গা তার পিতৃগৃহ থেকে ফিরে আসবেন, তাই শিব আনন্দে বাঁশি বাজান। আর মুখবা গ্রামের এ কালের ছেলেরা বলে, শীতের শেষে পাতাঝরা গাছের ফাঁক দিয়ে বাতাস বয়ে যায়, এ তারই ধ্বনি।
বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসে। চার দিকে ফুল ফোটে। রক্ষীদের মুখে হাসি ফোটে। নির্জনবাসের দিন শেষ। এ বার মা গঙ্গা ফিরে আসবেন মুখবা থেকে গঙ্গোত্রী। এমনি করেই নিত্যকাল ধরে চলেছে দেবী গঙ্গার আসা-যাওয়া। অক্ষয়তৃতীয়া থেকে দীপাবলি, আবার দীপাবলি থেকে অক্ষয়তৃতীয়া। এ চলার কোনও বিরাম নেই।