হালুয়া বলতে বাঙালি বাড়িতে সুজির হালুয়াই বেশি হয়। তবে এখন গাজর বা বাদামের হালুয়াও বাঙালি হেঁশেলে ঢুকে পড়েছে। হালুয়া খাওয়ার চল উত্তর ভারতেই বেশি। সেখানে মুগ ডাল, আটা, বাদাম দিয়ে হালুয়া তৈরি হয়। আবার দক্ষিণে কলা, কাঁঠাল, চালকুমড়োর হালুয়াও রাঁধা হয়। নারকেল দিয়ে মুগ ডালের হালুয়া বিশেষ উৎসব বা অনুষ্ঠানেই হয়। এর সঙ্গে কাজু, কাঠবাদাম, এলাচ, ঘি মেশালে তার স্বাদ রাজকীয় হয়ে ওঠে। বাড়িতে অতিথিরা এলে কেনা মিষ্টি না দিয়ে বরং এই হালুয়া বানিয়ে খাওয়াতে পারেন। এর স্বাদ ও সুগন্ধ মুগ্ধ করবেই।
নারকেল দিয়ে মুগ ডালের হালুয়া
উপকরণ
১ কাপ মুগ ডাল
১ কাপ নারকেল কোরা
আড়াই কাপের মতো দুধ
১ কাপ চিনি
৪ চামচ ঘি
১ চামচ ছোট এলাচ গুঁড়ো
১০-১২টি কাজুবাদাম (অর্ধেক করে কাটা)
১০-১২টি কিশমিশ
২ চামচ পেস্তা ও কাঠবাদামের কুচি
আরও পড়ুন:
প্রণালী
মুগ ডাল ভাল করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। সুন্দর একটা সুগন্ধ বার হবে। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। ডাল ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এর পর সেই ডাল জল দিয়ে ধুয়ে, জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইতে অল্প ঘি গরম করে তাতে নারকেলের টুকরোগুলি ভেজে তুলে নিন। ওই ঘিয়েই কাজুবাদাম, কিশমিশ ভেজে নিন।
ডাল ও ভাজা নারকেল মিক্সিতে মিহি করে পিষে নিতে হবে। এর পর কড়াইতে আবারও খানিকটা ঘি গরম করুন। তাতে ছোট এলাচ দিয়ে ডাল ও নারকেল বাটা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে হবে। আঁচ কমিয়ে রাখুন, যাতে পুড়ে না যায়। এই মিশ্রণে কাজুবাদাম, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা দিয়ে খানিক নেড়েচেড়ে দুধ দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখুন। পরে ঢাকনা খুলে ঘি ও এলাচগুঁড়ো ছড়িয়ে হালুয়া গ্যাস থেকে নামিয়ে নিন। উপর থেকে ছোট ছোট নারকেলের টুকরো, কাঠবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।