Advertisement
E-Paper

কথা শুনছে না রোবট, ‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স’ প্রোজেক্ট বন্ধ ফেসবুকের

গত রবিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে বলা হয়েছে, ‘এআই’ সমৃদ্ধ চ্যাটবটসগুলি (রোবট বিশেষ) হঠাৎই নিজেদের মধ্যে ‘কথা’ বলা শুরু করেছে। যে ভাষায় চ্যাটবটসরা ‘কথা’ বলছে তা মানুষের পক্ষে বোঝা সম্ভবপর হচ্ছিল না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১৪:০৯
পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তাই ‘এআই’ মেশিনগুলি ‘শাট ডাউন’ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ছবি: এএফপি

পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তাই ‘এআই’ মেশিনগুলি ‘শাট ডাউন’ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। ছবি: এএফপি

এ যেন সিনেমার ঘটনাই সত্যি হয়ে দাঁড়াল বাস্তবের মাটিতে। ‘টার্মিনেটর টু’-র স্কাইনেটের কথা মনে আছে তো? সেই ভয়ঙ্কর আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স-এর থাবায় প্রায় গ্রাস হয়ে গিয়েছিল গোটা মানবসভ্যতা। রোবটশাসিত সেই পৃথিবীতে শোচনীয় পরিণতি হয়েছিল মানুষের। ফেসবুকের সাম্প্রতিক এই ঘটনা যেন সেই সিনেমার কথাই মনে করাচ্ছে।

আগেই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) নিয়ে কাজ করার কথা জানিয়েছিল ফেসবুক। তবে ‘এআই’ নিয়ে ঠিক কী ধরনের কাজ করছে তারা, তা জানায়নি খোলসা করে। এ বার নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে স্বপ্নের সেই ‘এআই’-এর কাজ বন্ধই করে দিল ফেসবুক। দিন কয়েক আগেই ‘টেসলা’-র সিইও এলোন মাস্ক আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি নিয়ে কাজ না করার পরামর্শ দিয়েছিলেন ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গকে। টুইটারে তিনি জানান, জুকেরবার্গের এই বিষয়ে ‘জ্ঞান’টাও খুব কম। সেই সময় মাস্কের সঙ্গে জুকেরবার্গের কিছুটা কথা কাটাকাটিও হয়। এলোন বলেছিলেন, ‘এআই’ নিয়ে কাজ করা মানব সভ্যতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মাস্কের এই সতর্ক বার্তার পর দু’দিনও কাটল না। নিরাপত্তার স্বার্থে ‘এআই’-এর প্রোজেক্টই বন্ধ করে দিল ফেসবুক।

আরও পড়ুন: ফ্লিপকার্টের সঙ্গে নয়, একাই পথ চলবে স্ন্যাপডিল

গত রবিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে বলা হয়েছে, ‘এআই’ সমৃদ্ধ চ্যাটবটসগুলি (রোবট বিশেষ) হঠাৎই নিজেদের মধ্যে ‘কথা’ বলা শুরু করেছে। যে ভাষায় চ্যাটবটসরা ‘কথা’ বলছে তা মানুষের পক্ষে বোঝা সম্ভবপর হচ্ছিল না। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তাই ‘এআই’ মেশিনগুলি ‘শাট ডাউন’ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

ফেসবুক এআই রিসার্চ ল্যাব (এফএআইআর) জানাচ্ছে, চ্যাটবটসদের নির্দেশ দেওয়ার জন্য ইংরাজি ভাষা ব্যবহার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে ওই মেশিনগুলি নিজেদের মধ্যে এমন একটি ভাষা তৈরি করেছিল যা শুধু ‘এআই’ মেশিনগুলোর পক্ষেই বোঝা সম্ভব। নতুন এই ভাষায় বিশেষজ্ঞদের দেওয়া কোনও রকম নিয়মও মানছে না মেশিনগুলি। তবে ফেসবুকের তরফে জানানো হয়েছে, এরকম ভাবার কারণ নেই যে চ্যাটবটসরা সমস্ত মেশিনের দখল নিতে শুরু করেছিল। আসলে এগুলি নির্দেশ মানছিল না। ফলে এই প্রজেক্টটি বন্ধ করতে বাধ্য হল ফেসবুক।

আরও পড়ুন: দায়সারা পাসওয়ার্ডেই ভাইরাস হানা, অভিযোগ

বহু দিন আগেই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সি নিয়ে সতর্কবার্তা শুনিয়েছিলেন স্টিফেন হকিং। মানবজাতির জন্য ‘এআই’ যে খুব প্রীতিকর হবে না তাও বলেছিলেন তিনি। সেই আশঙ্কাই এ বার প্রায় প্রমাণিত হল ফেসবুকের এই ঘটনার মাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই মাঝপথেই ‘এআই’-এর কাজ বন্ধ করতে বাধ্য হল ফেসবুক।

Facebook Mark Zuckerberg Chat bot Elon Musk Artificial Intelligence ফেসবুক মার্ক জুকেরবার্গ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy