Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Honor 10 Lite

ভারতের বাজারে অনারের নতুন স্মার্টফোন, ফিচারস চোখ ধাঁধানো

ভারতে লঞ্চ হল নতুন স্মার্ট ফোন অনার টেন লাইট। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই বাজেট স্মার্টফোন ভারতে নিয়ে এল চিনের সংস্থাটি। যদিও ভারতে আপাতত শুধুমাত্র ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা যাবে এই ফোনটি।

টেক-প্রেমীদের মধ্যে উৎসাহ জাগিয়েছে এই ফোন

টেক-প্রেমীদের মধ্যে উৎসাহ জাগিয়েছে এই ফোন

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৬:০১
Share: Save:

ভারতে লঞ্চ হল নতুন স্মার্ট ফোন অনার টেন লাইট। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে নতুন এই বাজেট স্মার্টফোন ভারতে নিয়ে এল চিনের সংস্থাটি। যদিও ভারতে আপাতত শুধুমাত্র ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা যাবে এই ফোনটি।

এর আগে গত বছর নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল অনার টেন লাইট। এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ৬.২১ ইঞ্চি ডিসপ্লে। তার সঙ্গেই এখনকার ফোনের প্রচলিত প্রথা মেনে রয়েছে ওয়াটারড্রপ নচও। এই ফোনে ব্যবহার করা হচ্ছে কিরিন সেভেন টেন চিপসেট। আপাতত ৬ জিবি ও ৪ জিবি, এই দুটি র‍্যাম সহযোগে পাওয়া যাবে অনার টেন লাইট। ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। এতে ব্যবহার করা হচ্ছে সাম্প্রতিকতম অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম। শুধু মাত্র ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই নয়, এই ফোনটি আনলক করা যাবে ব্যবহারকারীর মুখের সঙ্গে মিলিয়েও।

ভারতে অনার টেন লাইটের দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ফোন ওই দামে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ফোনের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। ২০ জানুয়ারি মাঝরাত থেকে ফ্লিপকার্ট এবং অনার-এর স্টোর থেকে অনার টেন লাইট বিক্রি শুরু হবে।

আরও পড়ুন: ফসল ফলানো যাবে চাঁদে! বীজ ফেটে বেরিয়ে এল একরাশ তুলো

এই ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সামনে থাকবে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোর-জি ভোল্টির সুবিধাও থাকবে এই ফোনে। এই ফোনের ব্যাটারি ৩৪০০ এমএএইচের।

আরও পড়ুন: দাম দেখে কপালে হাত! অনলাইনে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে নারকেলের মালা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Honor 10 Lite Honor Tech Smart Phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE