Advertisement
E-Paper

পুজোয় আপনার বোকা বাক্সকে এই ভাবে করে তুলুন স্মার্ট

এই স্লিম ও সুন্দরের প্রতিযোগিতায় বছর বছর পৃথিবীর সব থেকে স্লিম টিভি বেরোচ্ছে, পরের বছর আবার নতুন রেকর্ড গড়ছে অন্য কোনও মডেলের টিভি। কিন্তু এত কিছুর পরেও টিভির গা থেকে বোকা বাক্সের তকমা গেল কি?

অর্চিষ্মান সাহা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৪:১১

বয়েস যত বাড়ছে, দেখতে যেন আরও ভাল হচ্ছে। প্রথমে যেটা বেশ বড় বাক্স বন্দি একটা সাদা কালো ডিসপ্লে ছিল, সময়ের সঙ্গে বদলে সেটাই স্লিম, রঙিন, হয়ে উঠেছে ৪কে রেসোলিউশনের। আর এই স্লিম ও সুন্দরের প্রতিযোগিতায় বছর বছর পৃথিবীর সব থেকে স্লিম টিভি বেরোচ্ছে, পরের বছর আবার নতুন রেকর্ড গড়ছে অন্য কোনও মডেলের টিভি। কিন্তু এত কিছুর পরেও টিভির গা থেকে বোকা বাক্সের তকমা গেল কি?

শেষ পর্যন্ত টিভিও স্মার্ট হয়ে গেল। অ্যানড্রয়েড ফোন আগেই বাজারে হাজির ছিল। তার সঙ্গে এ বার এসে গেল স্মার্ট টিভি। নতুন এলসিডি বা এলইডি প্রযুক্তির টিভিগুলির ডিসপ্লে যেমন ছোট থেকে বড়, বিভিন্ন মাপের হয়ে থাকে, তেমনি আপানর বাজেট অনুযায়ী গুণাগুণ ও বৈশিষ্ট্য নিয়ে হাজির স্মার্ট টিভি। ৭২০পি, ১০৮০পি, ১৪৪০পি এবং ২১৬০পি, মূলত এই চারটি রেসোলিউশনের টিভি বাজারে পাওয়া যায়। ডিসপ্লে ২০ ইঞ্চি থেকে একেবারে ১০০ ইঞ্চি অবধি। আকারেও এগুলি স্মার্ট। পাতলা টিভি, পিছনে একাধিক রকমের ইনপুট আউটপুটের সুবিধা থাকে। স্মার্ট টিভিতে অনেক সময় ইন্টারনেট সংযোগ করার সুযোগও থাকে। ফলে যারা ইউটিউব, নেটফ্লিক্স, আমাজন প্রাইম বা আরও বিভিন্ন মাধ্যমে অনলাইন ভিডিও দেখে থাকেন, কিন্তু ফোনের ছোট ডিসপ্লেতে দেখতে ইচ্ছে করে না, আবার সব সময় ল্যাপটপ বা ডেস্কটপ চালাতেও পছন্দ করেন না, তাদের জন্যে বড় প্রয়োজন এই স্মার্ট টিভি। ফলে টিভি মানেই বাংলা সিরিয়াল এবং ক্রিকেট নয়, ইন্টারনেট থাকায় গোটা পৃথিবী এখন আপনার হাতের মুঠোয়। স্মার্ট টিভির রিমোটগুলো বেশ আধুনিক। সেটি স্ক্রিনের দিকে তাক করে নাড়ালে স্ক্রিনের ওপর একটি কার্সার আপনার মাউস অনুযায়ী নড়বে। ফলে কোন ভিডিও দেখবেন আর কী লিখে সার্চ করবেন, সেটা একেবারেই আপনার ইচ্ছের ওপর। শুধু ভিডিও কেন, ইচ্ছে হলে গান শুনুন, গেম খেলুন।

বিশেষ করে বাচ্চাদের জন্য বেশ কিছু গেম থাকে এই স্মার্ট টিভিগুলোতে, যেগুলির মাধ্যমে খেলার ছলে কিছু প্রাথমিক শিক্ষাও পেয়ে যায় শিশুরা।
কিন্তু আপনার যদি বাজেট কম হয়? চারিদিকে স্মার্ট টিভি দেখে স্মার্ট হওয়ার প্রচণ্ড শখের মধ্যেও ‘আনস্মার্ট’ টিভিটা এখনও চালিয়ে যাবেন? না, আপনার জন্যেও উপায় আছে। অল্প খরচে বাজার থেকে কিনে ফেলুন ক্রোমকাস্ট বা ফায়ারস্টিক। লাগিয়ে দিন টিভিতে, ব্যাস! মুহূর্তে আপানর বোকা বাক্স স্মার্ট হয়ে উঠবে। নেট সংযোগ থাকবে ওয়াই ফাইয়ের মাধ্যমে, আর সমস্ত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো দেখতে পাবেন। যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে এই সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির, অথবা নতুন নতুন টিভি সিরিজ বেরোলেই দেখে ফেলার অভ্যাস থাকে, এর থেকে ভাল উপায় কিছু হতেই পারে না। বাজারে আরও সস্তায় এই ধরনের ডঙ্গল কিনতে পারবেন। তবে ক্রোমকাস্ট বা ফায়ারস্টিকের সুবিধে হল, এরা এক সঙ্গে ভিডিও, গান, মিডিয়া প্লেয়ার, গেম, অনেক রকমের সুবিধা দিয়ে থাকে, আর ব্যবহার করাও সহজ।

আরও পড়ুন: বেড়াতে যাচ্ছেন? কোথায় কী রকম ক্যামেরা লাগবে জানেন তো?​

আরও পড়ুন: আপনার মোবাইলের বিমা করানো আছে তো?​

ফলে পুজোয় যদি এ বার ঠিক করেন একটা ভাল টিভি কিনবেন, স্মার্ট টিভির দিকে চোখ রাখুন। দামের দিকে অল্প বেশি হলেও এরকম ফিচার পেয়ে গেলে আপনার লাভ, আপনারই সুবিধা।

TV Smart TV LED HD
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy