এক লাফে লাল গ্রহের কক্ষপথে পৌঁছে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। কম খরচে মহাকাশ অভিযান করে জুটেছিল কুর্নিশও। এ বার মঙ্গল-যাত্রায় ইসরোকে অংশীদার হিসেবে চাইছে নাসা। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নাসার ‘জেট প্রপালশন ল্যাবরেটরি’র প্রধান চার্লস এলাচি জানিয়েছেন, শীঘ্রই নাসার পরবর্তী মঙ্গল অভিযান নিয়ে বৈঠক হবে। সেখানে ইসরোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসরোর এক মুখপাত্র জানান, প্রাথমিক কথাবার্তা হয়েছে। তবে অভিযানে ইসরো অংশীদার হবে কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।