Advertisement
E-Paper

আসছে ক্রেডিট কার্ডের মাপের ইসিজি মেশিন, সৌজন্যে ভাবার বিজ্ঞানীরা

দেখতে একটি ছোট বাক্সের মতো। আকারে আয়তনে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও এটাই আধুনিক ইলেকট্রো কার্ডিওগ্রাম (ইসিজি) মেশিন। বিশালাকার বাক্সের মতো ইসিজি মেশিনের আধুনিক ছোট সংস্করণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১২:০১

দেখতে একটি ছোট বাক্সের মতো। আকারে আয়তনে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও এটাই আধুনিক ইলেকট্রো কার্ডিওগ্রাম (ইসিজি) মেশিন। বিশালাকার বাক্সের মতো ইসিজি মেশিনের আধুনিক ছোট সংস্করণ।

সম্প্রতি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একদল বিজ্ঞানী এমনই ইসিজি যন্ত্র আবিষ্কার করেছেন। ১২টি চ্যানেলযুক্ত এই ইসিজি মেশিন দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। বিজ্ঞানীদের দাবি, নয়া এই যন্ত্রের দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই থাকবে। ফলে এ বার থেকে হৃদস্পন্দন মাপার জন্য ঘরে একটা মেশিন আর স্মার্টফোন থাকলেই যথেষ্ট।

আরও পড়ুন: ‘প্রাচীনতম উদ্ভিদের’ জীবাশ্ম আবিষ্কার ভারতে, বয়স ১৬০ কোটি বছর

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মেশিনকে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করলেই ফোনের পর্দায় ভেসে উঠবে হৃদস্পন্দনের গতিবিধি। শুধু তাই নয়, যেখানে কমার্শিয়াল ইসিজি মেশিনের দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি সেখানে এই মেশিন হাজার চারেকের মধ্যেই তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সাধারণ মোবাইল ফোনের চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে এই মেশিন। এমনকী ফোনে ইন্টারনেট কানেকশন থাকলে হৃদস্পন্দনের গতিবিধি সংক্রান্ত সমস্ত তথ্য শেয়ারও করা যাবে। ফলে হাসপাতালে গিয়ে ইসিজি করার সুবিধা না থাকলে বা রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে ঘরে বসেই ইসিজি রিপোর্ট পাঠিয়ে দেওয়া যাবে বিশেষজ্ঞের কাছে।

এ ভাবেই ফোনে দেখা যাবে ইসিজি রিপোর্ট

চিকিৎসক হেমন্ত হলদভনেকর জানালেন, ‘‘এই মেশিনটি খুবই কার্যকরী। পাশাপাশি একেবারে নির্ভুল তথ্য প্রদানেও সক্ষম।’’

ভাবা অটোমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী বিনীত সিংহ বললেন, ‘‘এর ব্যাটারিও যথেষ্ট উন্নতমানের। একবার চার্জ দিলে ৩০০টি ইসিজি করা সম্ভব। গ্রামাঞ্চলে বিশেষত যেখানে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত নয়, সেখানে এই মেশিন খুবই কাজে লাগবে।’’ খুব শীঘ্রই এই মেশিন বাজারে আসছে বলে জানিয়েছেন তাঁরা।

ECG Machine Credit-Card Sized ECG Machine Bhabha Atomic Research Center Tele ECG Machine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy