Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cassini

শনি নিয়ে বিজ্ঞানীদের ধারণাই বদলে দিল ক্যাসিনি, দেখুন কী ভাবে?

দীর্ঘ যাত্রার পর ‘বৃদ্ধ’ ক্যাসিনি ‘মৃত্যুর গহ্বরে’ প্রবেশ করছে। সে জানে জীবনের শেষ দিনটা আসতে আর বেশি বাকি নেই। কিন্তু প্রতিশ্রুতিতেও অটুট সে। গত ১৯ বছর ধরে প্রত্যেকটি প্রতিশ্রুতি রেখে এসেছে। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ক্যাসিনির সরকারি মৃত্যু দিন। যেটিকে নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্র্যান্ড ফিনালে। আজ, বৃহস্পতিবার, এই গ্র্যান্ড ফিনালের প্রথম ধাপ।

শনির কাছাকাছি ক্যাসিনি

শনির কাছাকাছি ক্যাসিনি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ১৫:২৪
Share: Save:

দীর্ঘ যাত্রার পর ‘বৃদ্ধ’ ক্যাসিনি ‘মৃত্যুর গহ্বরে’ প্রবেশ করছে। সে জানে জীবনের শেষ দিনটা আসতে আর বেশি বাকি নেই। কিন্তু প্রতিশ্রুতিতেও অটুট সে। গত ১৯ বছর ধরে প্রত্যেকটি প্রতিশ্রুতি রেখে এসেছে। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ক্যাসিনির সরকারি মৃত্যু দিন। যেটিকে নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্র্যান্ড ফিনালে। আজ, বৃহস্পতিবার, এই গ্র্যান্ড ফিনালের প্রথম ধাপ। অর্থাত্ শনির ২০টি বলয়ের মধ্যে বাইরের ‘এফ’ বলয়ে ঢুকতে চলেছে সে। বলয়ের যত গভীরে ঢুকবে, ততই আরও বিপদ বাড়বে ক্যাসিনির। ১৯ বছরের দীর্ঘ ম্যারাথনের সফর কেমন ছিল ক্যাসিনির? নানা মোড়, চড়াই, উতরাই পার করে এসেছে সে। ফ্ল্যাশব্যাকে দেখে নেওয়া যাক ক্যাসিনির সফর যাত্রা। (তথ্য ও ছবি- নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ওয়েবসাইট থেকে।)

আরও পড়ুন- শনির বলয়ে আজ মরণঝাঁপ ক্যাসিনির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cassini Saturn Nasa Titan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE