Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Xiaomi

কেমন হবে শাওমির নতুন ফোল্ডেবল ফোন? দেখে নিন ভিডিয়োতে

—প্রতীকি চিত্র।

—প্রতীকি চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৬:২৬
Share: Save:

স্মার্ট ফোনের জগতে একের পর চমক আসতেই চলেছে। প্রযুক্তি উন্নতির সঙ্গেই বদল আসতে চলেছে স্মার্ট ফোনের গঠনে। অনেকদিন ধরেই ফোল্ডেবল স্মার্ট ফোন তৈরি করার চেষ্টায় লেগে আছে স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি। কয়েকদিন আগে শোনা গিয়েছিল স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্ট ফোন বাজারে আসার কথা। এ বার নিজেদের ফোল্ডেবল স্মার্ট ফোনের ঘোষণা করল চিনা ফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি

সম্প্রতি শাওমি সংস্থার প্রধান লিন বিনকে দেখা গিয়েছে একটি ভিডিয়োতে। এই ভিডিয়োতে তাঁকে দেখা যাচ্ছে একটি ফোল্ডেবল মোবাইল ফোন ব্যবহার করতে। ফোনটি ভাঁজ করবার পরেও যথেষ্ট পাতলা ও হালকাই দেখাচ্ছিল। ডান ও বাম, দুই দিক থেকেই এই ফোনটিকে ভাঁজ করে খুব সহজেই ট্যাবলেট মোড থেকে মোবাইল মোডে নিয়ে আসা যাবে। টুইটারে শাওমির গ্লোবাল মুখপাত্র ডোনোভান সাংয়ের প্রকাশ করা এই ভিডিয়োতে লিনকে শাওমি সংস্থার নিজস্ব ইউজার ইন্টারফেসও ব্যবহার করতে দেখা গিয়েছে এই ফোনে।

ট্যাবলেট বা মোবাইল, যে কোনও মোডেই দেওয়া হোক না কেন, নিজের থেকেই ফোনটির ইউজার ইন্টারফেস সেই মোডে চলে এসেছে। যদিও এই ফোনের নাম কী হবে, তাই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে লিন জানিয়েছেন যে, ‘শাওমি ডুয়াল ফ্লেক্স’ ও ‘শাওমি মিক্স ফ্লেক্স’ এই দু’টি নাম আছে তাঁর ভাবনায়।

দেখে নিন কেমন হবে সেই ফোল্ডেবল স্মার্ট ফোন:

আরও পড়ুন: বেশ কিছুক্ষনের জন্য বন্ধ হোয়াটসঅ্যাপ, মজার মিম ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

আরও পড়ুন: এই প্রথম আমাদের অস্থিতেও রক্তনালীর হদিশ মিলল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Xiaomi Smart Phone Foldable Smart Phone Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE