জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি ময়ালকে ধরে বন দফতরের হাতে তুলে দিলেন গ্রামবাসী। রবিবার সকালে ইঁদপুর থানার ভতড়া গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা শিক্ষক চণ্ডীদাস গোস্বামী, বিধান কোনার বলেন, “এ দিন সকালে গ্রাম লাগোয়া জঙ্গল থেকে ওই ময়ালটি রাস্তা পেরিয়ে লোকালয়ে ঢুকছিল। গ্রামের কয়েকজন তাকে দেখেন। পরে ময়ালটিকে ধরা হয়। গ্রামের দুর্গা মন্দিরের সামনে সাপটিকে রাখা হয়। খবর দেওয়া হয় বন দফতরে। পরে বনকর্মীরা এসে ময়ালটিকে নিয়ে যান।’’ ইঁদপুরের রেঞ্জ অফিসার কেশবচন্দ্র চক্রবর্তী বলেন, “ময়ালটি প্রায় তিন মিটার দীর্ঘ। খাবারের সন্ধানে সাপটি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’’