কাজিরাঙা থেকে বের হয়ে আসা একটি গন্ডারকে মারল শিকারিরা। মাজুলির ঘটনা। পুলিশ জানিয়েছে, ৮ দিন আগে কাজিরাঙা থেকে বেরিয়ে ব্রহ্মপুত্র পার করে মাজুলিতে ঢুকে পড়েছিল দু’টি গন্ডার। বনকর্মীরা একটি গন্ডারকে জঙ্গলে ফেরত পাঠাতে পারলেও, অন্য গন্ডারটি উধাও হয়ে গিয়েছিল। আজ কেরেলা চাপোড়ি এলাকায় ওই গন্ডারটির অর্ধগলিত দেহ উদ্ধার হয়। তার খড়্গটি শিকারিরা নিয়ে গিয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, এই নিয়ে চলতি বছরে কাজিরাঙায় ১৪টি গন্ডার শিকারের ঘটনা ঘটল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: