Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাতির হানায় শিক্ষকের মৃত্যু শালবনিতে

বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে রওনা দিয়েছিলেন। তবে স্কুলে আর পৌঁছনো হল না। মাঝপথেই হাতির হানায় মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে শালবনি ব্লকের কলাইমুড়ির জঙ্গলের কাছে। মৃত শিক্ষকের নাম ভজহরি হাঁসদা (৫৩)। বাড়ি রতনপুরে। তিনি দেবগ্রাম অঞ্চলের অন্তর্গত রূপাইপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। কলাইমুড়ির জঙ্গল বন দফতরের রূপনারায়ণ বিভাগের অন্তর্গত। রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “ওই এলাকায় একটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে। হাতির হানায় এক প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ”

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০১:৫৭
Share: Save:

বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে রওনা দিয়েছিলেন। তবে স্কুলে আর পৌঁছনো হল না। মাঝপথেই হাতির হানায় মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে শালবনি ব্লকের কলাইমুড়ির জঙ্গলের কাছে। মৃত শিক্ষকের নাম ভজহরি হাঁসদা (৫৩)। বাড়ি রতনপুরে। তিনি দেবগ্রাম অঞ্চলের অন্তর্গত রূপাইপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। কলাইমুড়ির জঙ্গল বন দফতরের রূপনারায়ণ বিভাগের অন্তর্গত। রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “ওই এলাকায় একটি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে। হাতির হানায় এক প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সদর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ। আশপাশের এলাকার শিক্ষকেরা তাঁর কাছে নিজেদের কিছু সমস্যার কথা জানান। সকাল ৬টার পরিবর্তে ৭টা থেকে স্কুল চালু করার আবেদন জানান। অরুণাভবাবু আশ্বাস দেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। শিক্ষকদের বক্তব্য, ৬টায় স্কুল থাকার জন্য খুব ভোরে তাঁদের বাড়ি থেকে বেরোতে হয়। এত ভোরে রাস্তায় লোকজন তেমন থাকে না। জঙ্গলপথ তো আরও শুনশান থাকে। কিছু ঘটনা ঘটলে সাহায্য পাওয়া ভার। স্থানীয় সূত্রে খবর, অন্য দিনের মতো এ দিনও বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে করে স্কুলের পথে রওনা দিয়েছিলেন ভজহরিবাবু। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথেই পড়ে কলাইমুড়ির জঙ্গল। সাইকেলে করে যখন জঙ্গলপথ পেরোচ্ছিলেন, তখনই হাতির হানার মুখে পড়েন তিনি। পরিস্থিতি দেখে সাইকেল থেকে নেমে ছুটতে শুরু করেন। তবে শেষ রক্ষা হয়নি। হাতিটি শুঁড়ে তুলে ওই প্রাথমিক স্কুল শিক্ষককে আছড়ে মারে। কিছু একটা ঘটনা ঘটেছে বুঝতে পেরেও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। কারণ, হাতিটি দীর্ঘক্ষণ ওই এলাকায় ছিল। হাতি জঙ্গলে ঢুকে পড়ার পর স্থানীয়রা গিয়ে শিক্ষককে উদ্ধার করেন। ততক্ষণে ভজহরিবাবুর মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shalboni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE